অনার্স ৩য় বর্ষ নগর সমাজবিজ্ঞান সাজেশন ২০২৩ | Honours 3rd year Rural and urban sociology suggestion

অনার্স ৩য় বর্ষ নগর সমাজবিজ্ঞান সাজেশন ২০২৩ & Honours 3rd year Rural and urban sociology suggestion আজকের আর্টিকেলের আলোচনার বিষয়। এ বছর যারা অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার অংশগ্রহণ করবে তাদের জন্য এই বইটি অত্যন্ত সহায়ক। ‌ সেই সঙ্গে পরবর্তী সালের পরীক্ষার্থীরাও এ বইটি পড়তে পারেন।

কয়েক ধাপ অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা পেছনের পর অবশেষে 5 তারিখ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা। যত দিন যাচ্ছে তত ঘনিয়ে আসছে এই বিষয়ের পরীক্ষাটি। কিন্তু পড়াশোনার চাপে অনেকে সম্পূর্ণ বইটি শেষ করতে পারতেছে না। বিশেষ করে তাদের জন্যই আজকের সাজেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‌

আজকের সাজেশনে নগর সমাজবিজ্ঞান বইয়ের শর্ট সিলেবাস এবং বিগত সালের প্রশ্ন নিয়ে একটি সাজেশন তৈরি করা হচ্ছে। যার মাধ্যমে একজন শিক্ষার্থী ভালো পরিমান মার্ক পরীক্ষাতে কমন পেতে পারেন। ‌এর আগেও আমাদের অন্যান্য বর্ষের সাজেশন থেকে পরীক্ষাতে অনেক প্রশ্ন কমন পড়েছে। ‌তাই দেরি না করে এখনই এই সাজেশনটি পড়ে নিন।

অনার্স ৩য় বর্ষ নগর সমাজবিজ্ঞান সাজেশন ২০২৩ | Honours 3rd year Rural and urban sociology suggestion

ক বিভাগ

  • The city কে রচনা করেছেন?
  • গার্ডেন সিটির প্রবক্তা কে
  • Contemporary urban sociology গ্রন্থটি কে রচনা করেছেন
  • Urban শব্দটি কে প্রথম ব্যবহার করেছেন
  • Pre Industrial city past and present গ্রন্থটির লেখক কে
  • নগর হলো বণিকদের সম্প্রদায় উক্তিটি কার
  • রিয়েল এস্টেট কি
  • যন্ত্রের প্রবৃদ্ধি তত্ত্বের প্রবক্তা কে
  • প্রতিবেশিত কি
  • শিকাগো স্কুলের উদ্যোক্তা কে ছিলেন
  • প্রতিবেশীদের মৌলিক উপাদান কি কি
  • জেন্ডার বলতে কি বুঝেন
  • সবুজ বলয় কি
  • বর্ণবাদ কি
  • এথনিসিটি কি
  • White color প্রত্যয় কি
  • বস্তি বলতে কি বোঝায়
  • অভিবাসন বলতে কি বুঝেন
  • প্রাইভেট সিটি কি
  • নগর পুঙ্গ কি
  • সংস্কৃতির ব্যাপ্তি কি
  • LGED এর পূর্ণরূপ লিখুন
  • স্কোয়াটার বলতে কি বুঝেন

খ বিভাগ অনার্স ৩য় বর্ষ নগর সমাজবিজ্ঞান সাজেশন ২০২৩

  • সংক্ষিপ্তে নগর সমাজবিজ্ঞান এর প্রকৃতি তুলে ধরুন
  • নগর সমাজবিজ্ঞানের সংজ্ঞা দিন
  • নগরত্ত্ব একটি জীবন প্রণালী উক্তিটি ব্যাখ্যা করুন
  • নগরের উৎপত্তি সম্পর্কে আলোচনা করুন
  • সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করুন
  • প্রতিবেশীদের কার্যাবলী আলোচনা করুন
  • নগর বিকাশ ম্যাক্স ওয়েবারের তত্ত্বটি পর্যালোচনা করুন
  • নগরের উৎপত্তি সম্পর্কে হেন্ডরি তত্ত্বটি বর্ণনা করুন
  • প্রতিবেশীদের ধরণসমূহ আলোচনা করুন
  • নগর অপরাধের কারণ সমূহ পর্যালোচনা করুন
  • মহান ঘরের সামাজিক স্তরবিন্যাস এর প্রকৃতি আলোচনা করুন
  • বাংলাদেশের গৃহায়ন সমস্যার সমালোচনা করুন
  • সিটি কর্পোরেশনের কার্যাবলী ও দায়িত্ব আলোচনা করুন
  • নগরায়নের সংজ্ঞা দিন এবং বাংলাদেশের নগরায়নের কারণসমূহ আলোচনা করুন
  • তৃতীয় বিশ্বের মহানগরের দারিদ্র্যের স্বরূপ ব্যাখ্যা করুন
  • প্রাইমেট সিটি কি
  • তৃতীয় বিশ্বের নগরায়নের প্রভাব বিশ্লেষণ করুন
  • নগর পরিকল্পনার উদ্দেশ্য সমূহ লিখুন
  • নগরের ওয়ার্কিং ক্লাসের বর্ণনা দিন
  • নগর পরিচালনায় অর্থায়নের উৎস লিখুন।

গ বিভাগ অনার্স ৩য় বর্ষ নগর সমাজবিজ্ঞান সাজেশন ২০২৩

  • নগর সমাজবিজ্ঞান এর প্রকৃতি ও পরিধি আলোচনা করুন
  • নগর সমাজবিজ্ঞান তাহাকে বলে এবং নগর সমাজবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা করুন
  • নগর বিকাশের ম্যাক্স ওবারেল তথ্যটি পর্যালোচনা করুন
  • নগরের উৎপত্তি সম্পর্কে হেন্ডরি তথ্যটি পর্যালোচনা করুন
  • রিয়েল এস্টেট সরকারি হস্তক্ষেপ সম্পর্কে আলোচনা করুন
  • প্রতিবেশীদের কার্যাবলী আলোচনা করুন
  • প্রতিবেশীদের ধরণসমূহ আলোচনা করুন
  • মহান ঘরের সামাজিক স্তরবিন্যাস গুলো প্রকৃতি সম্পর্কে লিখুন
  • নগর অপরাধের কারণসমূহ আলোচনা করুন
  • সিটি কর্পোরেশনের কার্যাবলী ও দায়িত্ব গুলো লিখুন
  • নগর সংস্কৃতির আধুনিকায়ন ও পরিবর্তন প্রভাব আলোচনা করুন
  • সম্প্রতি বাংলাদেশের নগরায়ন আলোচনা করুন
  • নগর অপরাধের কারণসমূহ লিখুন
  • তৃতীয় বিশ্বের মহানগরীর দারিদ্র্যের স্বরূপ ব্যাখ্যা করুন

অনার্স ৩য় বর্ষ নগর সমাজবিজ্ঞান সাজেশন ২০২৩ ব্যতীত আরো অন্যান্য বর্ষের সাজেশন এবং বই পেতে আমাদের সঙ্গে থাকুন। ‌

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button