অনার্স ১ম বর্ষ বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক সিলেবাস ২০২৩ : প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি অন্যতম পোস্ট শেয়ার করলাম বিএ অনার্স ,প্রথম বর্ষের সিলেবাস , বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা। একটু এমভি খরচ করে হাতের নাগালে আপনারা পেয়ে যাবেন সকল বিষয়ের গাইড ও সিলেবাস।
বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা ।
পত্র কোড: ২১১০০৩; নম্বর ১০০।
Honours 1st year History of Bangla Language and Functional Bangla Subject Code – 211003,
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের ব্লগে ইতোমধ্যে বিএ পাস ,ডিগ্ৰি প্রথম বর্ষ,ডিগ্ৰি দ্বিতীয় বর্ষ, ডিগ্ৰি তৃতীয় বর্ষ,ডিগ্ৰি চতুর্থ বর্ষের গাইড ও সিলেবাস শেয়ার করা হয়েছে আজকের এই পোস্ট টিতে শেয়ার করলাম বিএ অনার্স ( সমন্বিত) ,প্রথম বর্ষের সিলেবাস।
ক …….. বাংলা ভাষার ইতিহাস
- ইন্দো- ইউরোপীয় মূল ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত ক্রমধারা।
- বাংলা ভাষার উৎপত্তি বিষয়ক বিভিন্ন মত
- নব্য ভারতীয় আর্যভাষাসমূহের প্রাচ্য শাখা ।
- প্রাচীন বাংলা থেকে আধুনিক বাংলা পর্যন্ত বিভিন্ন স্থর।
- বাংলা ভাষার আর্য ও বৈদেশিক প্রভাব।
খ…. ব্যবহারিক বাংলা।
- যুক্তাক্ষর গঠন ও বর্ণের পরিবর্তিত রূপ
- বাংলা বানান সংস্কারের নানা উদ্যোগ
- প্রমিত বাংলা বানানের নিয়ম
- বাংলা বর্ণমালা ও বানানের কিছু সমস্যা
- ই কার ও ঈ কার ব্যবহার
- ণত্ব বিধান
- ষত্ব বিধান
- সন্ধি: স্বরসন্ধি,ব্যঞ্জনসন্ধি , বিসর্গসন্ধি
- বিরামচিহ্নের ব্যবহার
- বাংলা ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ
- বাংলা পরিভাষা
- সাধু ও চলিত রীতি
- প্রতিবর্ণীকরণ
- প্রতিবেদন রচনা
- জীবনবৃত্তান্ত লিখন
- সার সংক্ষেপ ও কার্যবিবরণী লিখন ।
বিএ অনার্স ( সমন্বিত) প্রথম বর্ষের সিলেবাস বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা বিএ অনার্স করছেন তাদের জন্য আমাদের ব্লগে সকল বিষয়ের গাইড ও সাজেশন শেয়ার করলাম এবং যারা বিএ পাস এ পড়ছেন তাদের জন্য ইতিমধ্যে আমরা সকল বর্ষের গাইড ও সাজেশন ও সিলেবাস শেয়ার করেছি আপনারা সবাই আমাদের সাথেই থাকুন এবং বেশি বেশি করে শেয়ার করুন।
Degree 1st Year Suggestion All Subjects
Degree 2nd Year Suggestion All Subjects
Degree 3rd Year Suggestion All Subjects
ব্যবহারিক বাংলা অনার্স প্রথম বর্ষ pdf,
ব্যবহারিক বাংলা অনার্স প্রথম বর্ষ সাজেশন,
বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা বই,
বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা বিষয় কোড,
বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা সাজেশন,