এইচএসসি রেজাল্ট ২০২৩ পাশের হার ৯৩.৫৮% | শিক্ষা মন্ত্রণালয় জানালো এইচএসসি পাশের হার ২০২৩

সাহেদা জান্নাত
এইচএসসি রেজাল্ট ২০২৩ পাশের হার ৯৩.৫৮%

এইচএসসি রেজাল্ট ২০২৩ পাশের হার ৯৩.৫৮%, শিক্ষা মন্ত্রণালয় জানালো এইচএসসি পাশের হার ২০২৩: প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা সকলে নিশ্চয় অনেক অনেক ভালো আছেন এবং অপেক্ষায় আছেন কখন আমাদের কাঙ্ক্ষিত সাফল্যের খবরটা শুনব ।আমরাও সবাই অনেক কামনা করছি আপনাদের ফলাফল যেন অনেক ভালো হয়।

শিক্ষাই জাতির মেরুদন্ড , আজকের শিশু আগামী দিনের কর্ণধার ।প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের এই ফলাফল গোঠা জাতির আনন্দের বিষয় ।প্রতিটি শিক্ষার্থী যেমন রেজাল্ট পেয়ে অনেক আনন্দ পায় তেমনি প্রতিটি পরিবারের সাথে সাথে আমরা শিক্ষক রাও অনেক আনন্দিত হই। তাই আমাদের পক্ষ থেকে ও অনেক শুভ কামনা রইল।

এইচএসসি ফলাফল ২০২২:

  • পাশের হার ….৯৩.৯৮%।

বিভিন্ন বোর্ডের পাশের হার আমি শেয়ার করলাম : প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং অভিভাবক বৃন্দ আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন রেজাল্ট পেতে।

  • ঢাকা বোর্ড: ৯৮.০৭%।
  • যশোর বোর্ড: ৯৮.৯৭%।
  • রাজশাহী বোর্ড: ৯৯.১১%।
  • সিলেট বোর্ড: ৯৭.০৩%।
  • দিনাজপুর বোর্ড; ৯৭.৩৭%।
  • কুমিল্লা বোর্ড: ৯৮.১৭%।
  • চট্রগ্রাম বোর্ড: ৯৮.০১%।
  • বরিশাল বোর্ড: ৯৮.৩৭%।
  • ময়মনসিংহ বোর্ড: ৯৮.৫০%।
  • মাদ্রাসা বোর্ডের পাশের হার : ৫৪.৪৯ শতাংশ ।

এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারদের সবার জন্য শুভ কামনা রইল এবং সবাই যেন সবার মনের আশা পূরণ করতে পারেন ।আপনারা সবাই নিশ্চয় অনেক ভালো রেজাল্ট করবেন এবং আগামীতে ও ভালো রেজাল্ট করার চেষ্টা করবেন । এছাড়াও ফলাফল প্রকাশ করার পর নিশ্চয় আপনারা আপনাদের aim ঠিক করে রেখেছেন ।কে কোথায় ভর্তি হবেন সে বিষয়ে ও আমাদের ব্লগে শেয়ার করা হয়েছে।তবে যে যে সেকশোন এ রান না কেন সব কিছু ই ভালো যদি লক্ষ্য থাকে ভালো।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা বিভিন্ন subject এ অনার্স নেবেন তাদের জন্য ও আমাদের ব্লগে ইতোমধ্যে অনেক বিষয়ের সাজেশন ও অনেক তথ্য শেয়ার করা আছে আপনারা চাইলে শেয়ার করতে পারবেন।আমাদের সাথেই থাকুন নতুন নতুন আপডেট পেতে।

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।