জুম্মা মোবারক স্ট্যাটাস ২০২৩ | Jumma Mubarak Status and Captions 2023

মাহফুজুর রহমান
jumma Mubarak Status

জুম্মার দিন হচ্ছে মুসলমানদের জন্য একটি বিশেষ দিন। ‌এদিন সবাই আরো বেশি বেশি ইবাদত করার চেষ্টা করে। ‌ কেউ এ দিলে নামাজের পাশাপাশি কোরআন শরীফ পড়ে, গরিব এতিমদের খাওয়ায়, কেউ দান সদকা করে। অনেক জায়গায় ছোট ঈদ হিসেবে পরিচিতি রয়েছে। আবার কেউবা গরিবের হজের দিন বলে আখ্যায়িত করে। মোটকথা জুম্মার দিন হচ্ছে মুসলমানদের জন্য একটি স্পেশাল দিন।

কেউবা কারো জন্য শুভেচ্ছা বার্তা পাঠায়। সোশ্যাল মিডিয়ার যুগে অনেকে ইসলামিক বার্তা হিসাবে জুম্মা মোবারক স্ট্যাটাস দেয়। ‌ এরমধ্যে কেউ নিজেদের জানা হাদিস, আয়াত, বিভিন্ন ধরনের উক্তি দিয়ে থাকে। ‌ মুসলমানরা একে অপরের প্রতি শুভেচ্ছা জানাই। তারা শুভেচ্ছা এসএমএস দেয়। কিন্তু যাদের এসব জানা নেই তারা দিতে পারে না। ‌ আজকে জুম্মা স্ট্যাটাস গুলো নিয়ে তুলে ধরবো। যেগুলো শুধুমাত্র কপি পেস্ট করেই আপনার ফেসবুকে অথবা অন্যান্য সোশ্যাল একাউন্টে পোস্ট দিতে পারবেন। তাছাড়া এখান থেকে ধারণা নিয়েও নিজের ইচ্ছে মতো করে করতে পারবেন।
এখানে জুম্মা মোবারক স্ট্যাটাসগুলো সম্পূর্ণ বাংলায় এবং সুন্দরভাবে ডিজাইন করে দেওয়া হয়েছে। ইমেজ স্ট্যাটাস দেওয়া রয়েছে। ডাউনলোড করে সরাসরি আপনার প্রোফাইলেও আপলোড করতে পারবেন। ‌

জুম্মা মোবারক এর স্ট্যাটাস

সোশ্যাল মিডিয়ার যুগে অনেক মুসলমানগণ একে অপরকে শুভেচ্ছা জানানোর জন্য এবং সবাইকে মনে করিয়ে দেওয়ার জন্য ফেসবুকে জুম্মার দিন উপলক্ষে স্ট্যাটাস দেয়। সবার অনেক ভালো হয়। ‌ কিন্তু আমরা এখানে আকর্ষণীয় স্ট্যাটাসগুলো তুলে ধরেছি।

জুম্মা মোবারক



১. একজন মুসলমান যখন মসজিদের দিকে যায়, তখন থেকে ঘরে ফেরা পর্যন্ত প্রত্যেক কদমের জন্য মহান আল্লাহতালা সোয়াব দান করেন। ‌ আর এক একটি করে তার গুনা মাফ করে দেন। ( হযরত মুহাম্মদ সাঃ)
সবাইকে জানাই জুম্মা মোবারক

২. জুম্মার দিন হচ্ছে গুনাহ মাফ করানোর দিন এবং আমল করার দিন। চলুন সবাই, সঠিক সময়ে মসজিদে যাই।
আর সবাইকে জানাচ্ছি জুম্মার দিন এর শুভেচ্ছা।

৩. যখন নামাজ পড়া শুরু করে, তখন মহান আল্লাহ তায়ালা তার সঠিক পথ দেখান। ( সুবহানাল্লাহ )
জুম্মা মোবারক

৪. যৌবন কালকে সবাই পছন্দ করে, মহান আল্লাহ তায়ালা যৌবনকালের ইবাদত পছন্দ করেন। সবাইকে জুম্মার দিনে জানাচ্ছি জুম্মা মোবারক

৫. কুরআনের আলো চোখে পড়লে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়, নামাজ পড়লে মন পরিশুদ্ধ হয়। আপনাদেরকে জুম্মার দিনে নামাজ পড়ার জন্য আহ্বান জানাই। ‌ জুম্মা মোবারক

Also Read: ইসলামিক স্ট্যাটাস এবং ইসলামিক স্ট্যাটাস পিকচার

জুমা মোবারকের শুভেচ্ছা বার্তা

মুসলমানরা একে অপরের ভাই ভাই। শুভেচ্ছা বিনিময় করা আমাদের আন্তরিক একটি বিষয়। এক ভাই অপর ভাইকে শুভেচ্ছা জানাবে এটাই নিয়ম। ভালো মন্দের খোঁজ নেবে এবং প্রয়োজনে সাহায্য সহযোগিতা করবে। এই শুভেচ্ছা বার্তাগুলো যে কোন মোবাইল ফোন থেকে পাঠাতে পারবেন এবং সোশ্যাল মিডিয়াতেও আপলোড করা যাবে।

জুম্মা মোবারক

১. আল্লাহ তাআলা তওবা কারীদেরকে ভালবাসেন এবং যারা পবিত্র হয়ে থাকেন তাদেরকে ভালোবাসেন। ( সূরা বাকারা )। জুম্মা মোবারক এর শুভেচ্ছা।

২. কখনো নিজেকে অসুন্দর মনে করতে হয় না, কারণ মহান আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টি করেছেন। ‌ তাই তার প্রতি আমরা চির কৃতজ্ঞ ‌ এবং তার ইবাদত করি। চলো সবাই জুম্মার নামাজে যাই।

৩. শুক্রবার হচ্ছে প্রতিটি সপ্তাহের গুরুত্বপূর্ণ দিন, অনেকের কাছে গরিবের হজের দিন। চলুন সবাই জুম্মার নামাজ পড়তে যাই।

৪. কোন ব্যক্তি যখন আয়াতুল কুরসি পড়ে বের হয়, তখন ৭০ হাজার ফেরেশতাগণ যে ব্যক্তিকে চারদিকে ঘিরে রাখে।
জুম্মা মোবারক

৫. পৃথিবীতে সবচেয়ে ভালো চাকরি হচ্ছে নামাজ
এর বেতন হচ্ছে জান্নাত
চলুন তাহলে আজ থেকে নামাজে যাই।
জুম্মা মোবারক

জুম্মা মোবারক এর এসএমএস

শুক্রবার আমাদের জুম্মার দিন এবং ছুটির দিন। আমরা ইবাদাত বন্দেগীতে এবং পাশাপাশি প্রিয়জনদেরকে খোঁজখবর নেই। মুসলমান হিসাবে আর এক মুসলমানকে শুভেচ্ছা বার্তা এবং এসএমএস পাঠিয়ে খোঁজখবর নেই। যখন মোবাইল ফোনের যুগ ছিল না তখন মানুষ চিঠি লিখে করত। কিন্তু বর্তমানে মোবাইল থাকায় এখন এসএমএস এর মাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে থাকে।

Also Read: সময়ের মূল্য নিয়ে বিখ্যাত বাণী স্ট্যাটাস

জুম্মা মোবারক

১. যদি তুমি জান্নাতে যেতে চাও
যদি তুমি একটি সুন্দর জীবন চাও
যদি তুমি পরকালকে বিশ্বাস করো
তাহলে অবশ্যই আল্লাহর ইবাদত করে সন্তুষ্টি অর্জন কর।
তোমাকে জানাই জুমার দিনের শুভেচ্ছা জুম্মা মোবারক

২. কখনো তুমি জান্নাত চেয়ো না, পৃথিবীতে তুমি এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায়। হযরত আলী ( র ).
জুম্মা মোবারক

৩. যদি কখনো হতাশ হয়ে যাও, তাহলে দুই রাকাত নফল নামাজ পড়ে নিও। ইনশাল্লাহ তোমার হতাশা কেটে যাবে। জুম্মারর দিনের শুভেচ্ছা জুম্মা মোবারক।

৪. আমাদের নবী বলেছেন উচ্চস্বরে কান্না করার কারণে , ব্যক্তি কবরের আজাব ভোগ করবেন। ( বুখারী। )
জুম্মা মোবারক

৫. তুমি যদি মানো কোরআন
মহান আল্লাহতালা বাড়িয়ে দিবে তোমার মান
জুম্মার দিন আরো বেশি বেশি ইবাদত করুন
জুম্মা মোবারক

জুম্মা মোবারক এর উক্তি

আমরা অনেকে উক্তি লেখতে পছন্দ করি। সেটা হোক মানুষ তার বন্ধু-বান্ধবের জন্য। কিন্তু ধর্মীয়ভাবে ও বিভিন্ন ধরনের উক্তি লেখা যায়। আকর্ষণীয় কিছু উক্তিগুলো লিখছি-

জুম্মা মোবারক

১. ফিরে যদি যাও তুমি আল্লাহর দিকে
ফিরবে সৌভাগ্য তোমার দিকে।
জুম্মা মোবারক

২. আপন তুমি যাকে ভাবো হবে সে পর
নামাজ রোজা আপন হবে অন্ধকার কবর।
সবাই তোমার দিনে নামাজ পড়ি
জুম্মা মোবারক

৩. সর্বোত্তম মানুষ সেই, যার চরিত্র অতি উত্তম। জুম্মা মোবারক

৪. কিসের এত বাহাদুরি, কিসের এতো অহংকার
ঘুম ফুরালেই মাটির নিচে অন্ধকার
জুম্মা মোবারক

জুম্মা মোবারক নিয়ে কিছু গুরুত্বপূর্ণ

১. শিশুরা যেমন অবুঝ হয়ে কেঁদে কেঁদে মায়ের কাছে সমস্যার সমাধান চায়, এভাবে আমাদের উচিত মহান আল্লাহ তাআলার কাছে করুনা প্রার্থনা করা। জুম্মা মোবারক

২. পৃথিবী নিয়ে চিন্তা করা হৃদয় হচ্ছে অন্ধকার, পরকাল নিয়ে চিন্তা করার হৃদয় হচ্ছে আলোকিত। ইসলামের অনুসরণ করে আমরা নিজেদের জীবনকে এভাবে আলোকিত করে। জুম্মা মোবারক

৩. তুমি সুন্দর চেহারা দিয়ে কি করবে, যদি তোমার চরিত্র সুন্দর না হয়। ‌ তোমার ঈমান কেউ বৃদ্ধি করতে হবে। তাহলে তুমি সুন্দর হয়ে উঠবে। ‌ জুম্মা মোবারক

৪. আমার কাছে যা আছে এজন্যই আলহামদুলিল্লাহ, ভবিষ্যতে যা পাব তার জন্য আলহামদুলিল্লাহ। চলুন জুম্মার দিনে আল্লাহতালার কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।

৫. যেখানে আপনি থাকুন না কেন আল্লাহ তাআলার ভয় করুন। আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট হবে। জুম্মা মোবারক

আমরা আপনারা যে পোস্টটি দেই না কেন একটি বিষয় খেয়াল রাখতে হবে যাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত হবে। কোন প্রকার অশ্লীল শব্দ ব্যবহার করা যাবে না।‌ অন্যদিকে কোন ধরনের ভুয়া বা মিথ্যা কথা দেওয়া যাবে না। কারণ ধর্মে এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তাই লেখালেখির বিষয়ে একটু সতর্ক থাকবো।


জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

রোমান্টিক স্ট্যাটাস এবং রোমান্টিক স্ট্যাটাস পিক

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।