১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার এডমিট কার্ড | 17th NTRCA Admit Card Download

ইবতেদায়ী প্রধান পদে নিবন্ধনে আবেদনকারীরা সহকারি মৌলভীতে অন্তর্ভুক্ত: বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ইবতেদায়ী প্রধানপদে নিবন্ধিত হতে আবেদন করা candidate দের সহকারী মৌলভীতে অন্তর্ভুক্ত করেছে। অর্থাৎ ইবতেদায়ী প্রধান পদে আবেদনকারীরা সহকারি মৌলভীতে অন্তর্ভুক্ত হবেন। 17th NTRCA Admit Card download.

ইবতেদায়ী প্রধান পদে নিবন্ধনে আবেদনকারীরা সহকারি মৌলভীতে অন্তর্ভুক্ত।

১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার Admit Card প্রকাশ‌করা হবে বৃহস্পতিবার রাতে । ১৭ তম শিক্ষক নিবন্ধন প্রার্থীরা মনোযোগ দিয়ে প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করবেন এটা আমাদের প্রত্যাশা ।

  • মাদ্রাসার সর্বশেষ এমপিও নীতিমালায় ইবতেদায়ী প্রধান পদটি পদোন্নতিযোগ্য ঘোষনা করায় ও আবেদন কালীর একই শিক্ষা গতযোগ্যতা থাকায় উনাদের সহকারী মৌলভী পদে পদোন্নতির করা হয়েছে।
  • ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার এডমিটকার্ড প্রকাশের সময় বলার সময় এ দিন ইবতেদায়ী প্রধান পদে থেকে সহকারী মৌলভীতে অন্তর্ভুক্ত করার তথ্য টি জানানো হয়েছে এনটিআরসিএ ।
  • ইবতেদায়ী প্রধান পদটি এন্ট্রি লেভেলের থাকলে ও ২০২০ খ্রি, নভেম্বর জারি করা মাদ্রাসার এমপিও নীতিমালায় এটি পদোন্নতি পদ হিসেবে ঘোষণা করা হয়।
  • নতুন নীতিমালায় ইবতেদায়ী প্রধান পদে নিয়োগের যোগ্যতায় সহকারী মৌলভী পদে ৮ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
  • ১৭ তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন প্রার্থীরা ইবতেদায়ী প্রধান পদে নিয়োগের জন্য কিন্তু এসব প্রার্থীদের সহকারী মৌলভীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
  • এনটিআরসিএ আরো জানায় ইবতেদায়ী প্রধান পদে নিয়োগে শিক্ষা গত যোগ্যতা একই থাকায় তাদেরকে স সহকারী মৌলভী পদে পদোন্নতি দেয়া হয়েছে।\

১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার এডমিট কার্ড

এছাড়া ও আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার Admit Card বৃহস্পতিবার রাতে আপলোড করবেন এনটিআরসিএ , আবেদন কারী রা Admit Card সংগ্ৰহ করতে হবে এবং সঠিক প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়ে সবাই যেন নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন।

১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার Admit Card আপলোড করা হয়েছে এবং ১৫ ডিসেম্বর রাত ৮.০০ থেকে এনটিআরসিএ এর website এ নির্ধারিত লিংকে প্রবেশ করে আবেদন কারীর তাদের নিজ নিজ পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ‌।

NTRC website, (www.ntrc.gov.bd) লিংক ( https://ngi.teletalk.com.bd)

প্রবেশ করে আবেদন কারীরা Admit Card ডাউনলোড করতে পারবেন। 17th NTRCA Admit Card Download

এই পোস্ট টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশি বেশি করে শেয়ার করবেন এবং ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষার জন্য যথাযথ preparation নিবেন এছাড়াও আমাদের ব্লগে অনেক বিষয়ের উপর নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্নের সাজেশন দেওয়া আছে আপনারা শেয়ার করবেন।

shaheda

I'm a proud member of scholarsme. Content Writer and SEO Expert, I completed my graduation in Political science, and I love to share university suggestions and scholarship information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button