১৭ ই মার্চ বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী

১৭ ই মার্চ বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার লালিত স্বপ্ন আমাদের স্বাধীন বাংলা ,স্বাধীন বাংলাদেশ ,জাতি পেয়েছে স্বাধীনতা , সার্বভৌম ,সাম্য। জন্মবার্ষিকী উপলক্ষে আজ আমি শেয়ার করলাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ পোস্ট।

“১৭ ই মার্চ বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস

” যদি রাত পোহালেই শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই……

বৃহস্পতিবার ১৭ ই মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী। ১৭ ই মার্চ এইদিন জাতীয় শিশু দিবস হিসাবে পালিত হয় । স্বাধীনতার মহানায়ক আমাদের সর্বশ্রেষ্ঠ বাঙালি। পৃথিবীর সবকিছু হয়তো ভুলা যাবে কিন্তু ভুলা যাবে না আমাদের জাতির জনক ,জাতির পিতা বঙ্গবন্ধুকে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্ৰহন করেন।

  • দীর্ঘ আন্দোলন ও সংগ্ৰামের মধ্যে দিয়ে বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে উপহার দিয়েছেন আমাদেরকে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য আমরা আজ বিশ্বের বুকে দাঁড়িয়ে আছি স্বাধীন জাতি হিসেবে।

কাগজে লিখা নাম ছিঁড়ে যাবে

পাথরে লিখা নাম ক্ষয়ে যাবে

হৃদয়ে লিখা নাম রয়ে যাবে”।

১৭ ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এই দিন উপলক্ষে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয় বিভিন্ন উৎসবমুখর আয়োজন। এই দিনে ছাত্র-ছাত্রীরা ভাষা , সাহিত্য,কবিতা আবৃত্তি, দৈনন্দিন জীবনে বিজ্ঞান , ইত্যাদি বিভিন্ন বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং চিত্রাংকন প্রতিযোগিতা ও অনুষ্ঠিত হয়।

প্রায় দুইশ বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ও শোষণ থেকে উত্তাল ভারতের অগ্নিগর্ভ থেকে জন্ম নিয়েছেন আমাদের প্রানপ্রিয় নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জন্মের পর থেকেই চোখের সামনে দেখেছেন অত্যচার ,জুলুম নির্যাতন। নিজের চোখের সামনে দেখেছেন পরাধীনতার কষ্ট তাই সেইদিন থেকেই লালিত করেছিলেন স্বাধীনতার স্বপ্ন। আজ আমি সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে স্মরন করছি আমাদের কাঙ্ক্ষিত সাফল্যের প্রতীককে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

ধারাবাহিকতার সহিত শেখ মুজিবুর রহমান বাঙালিকে স্বাধীনতার সংগ্ৰামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান এবং এরই ধারাবাহিকতায় শুরু হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্ৰাম ।লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা আর এই কাঙ্ক্ষিত সাফল্যের স্বপ্নদ্রষ্টা স্বপ্নের রূপকার আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

” এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্ৰাম

এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম

তোমাদের যার কাছে যা কিছু আছে ,তাই নিয়ে প্রস্তুত থাক,আমি যদি হুকুম দিবার না ও পারি তাহলে ঘরে ঘরে দুর্গ গড়ে তোল।”

জাতির পিতা বঙ্গবন্ধুর এই প্রেরনাই জাতিকে স্বাধীনতার শক্তি জোগায়।

তারপর শুরু হয় মুক্তিযুদ্ধ দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা ,রক্ষা করতে পেরেছি মায়ের মমতা মাখা মধুর ভাষা বাংলা ভাষা আর এই সব কিছুর মূল স্বপ্নদ্রষ্টা আমাদের জাতির জনক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।আজ ১০২ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করছি সকল ভাষা শহীদদের এবং আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি ।

প্রিয় পাঠক আজ আমি বঙ্গবন্ধু সম্পর্কে সামান্য কিছু শেয়ার করলাম বঙ্গবন্ধর ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সবাই অংশগ্রহন করবেন এবং আমাদের ব্লগে ইতোমধ্যে অনেক সাধারণ জ্ঞান সাম্প্রতিক ও ভাষা আন্দোলনের উপর সাধারণ জ্ঞান। শেয়ার করা হয়েছে আপনারা ও শেয়ার করবেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে সাধারণ জ্ঞান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রবন্ধ।

বঙ্গবন্ধু সম্পর্কে ভাষণ।

ভাষা ও সাহিত্য সম্পর্কে সাধারণ জ্ঞান।

বিজ্ঞান সম্পর্কে সাধারণ জ্ঞান।

shaheda

I'm a proud member of scholarsme. Content Writer and SEO Expert, I completed my graduation in Political science, and I love to share university suggestions and scholarship information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button