সম্ভাবনার নতুন দুই সেতু

সম্ভাবনার নতুন দুই সেতু: প্রিয় পাঠক এবং শিক্ষার্থী সম্ভাবনার নতুন দুই সেতু নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করলাম এবং এই পোস্ট টি থেকে অনেক কিছু জানতে পারবেন এমনকি শিক্ষার্থী বন্ধুরা এই পোস্ট টি থেকে অনেক সাধারণ জ্ঞান সম্পর্কে জানতে পারবেন। সম্ভাবনার এই দুই সেতু যোগাযোগ স্থাপনের অন্যতম মাধ্যম।

সম্ভাবনার দুই সেতু :

১…. তৃতীয় শীতলক্ষ্যা সেতু।

  • ২….. দেশের প্রথম ছয় লেনের সেতু ‘ মধুমতি’।

তৃতীয় শীতলক্ষ্যা সেতু:

তৃতীয় শীতলক্ষ্যা সেতু উদ্বোধনের মাধ্যমে সড়কপথে নারায়নগঞ্জ শহর ও বন্দরের যোগাযোগ নিরবিচ্ছিন্ন হয়।ঢাকায় প্রবেশ না করে চট্রগ্রাম ও পূর্বাঞ্চলের যানবাহন এই সেতু দিয়ে পদ্মা সেতুতে উঠতে পারবে।

১০ অক্টোবর ২০২২ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মধুমতি সেতু ও তৃতীয় শীতলক্ষ্যা সেতু উদ্বোধন করেন।

  • তৃতীয় শীতলক্ষ্যা সেতুর অবস্থান…… নারায়নগঞ্জ শহরকে বন্দর উপজেলার সাথে সংযুক্ত।
  • নাম : বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতু।
  • ভিত্তি প্রস্তর স্থাপন …….১৪ ই ফেব্রুয়ারি ২০১৫।
  • নির্মান কাজ শুরু…….২৮ জানুয়ারি ২০১৮।
  • উদ্ধোধন …..….১০ ই অক্টোবর ২০২২।
  • নির্মিত…….শীতলক্ষ্যা নদীর উপর।
  • দৈর্ঘ্য……১.২৯ কিলোমিটার।
  • প্রস্থ…….২২.১৫ মিটার।
  • স্প্যান সংখ্যা……৩৮।
  • অ্যাপ্রোচ সড়ক ……১.৫ কিলোমিটার।
  • লেন চারটি ।
  • নির্মাতা প্রতিষ্ঠান :….সড়ক ও জনপথ অধিদপ্তর।

এই পোস্ট টি থেকে ছোটখাটো অনেক প্রশ্ন আসবে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় ডিসেম্বর এর শেষের দিকে ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা তাই বাংলাদেশ বিষয়াবলী নিয়ে যেসব প্রশ্ন থাকবে সেগুলোর মধ্যে হয়তো এই পোস্ট টি থেকে একটা আস্তে পারে যদি জানা থাকে তাহলে তো কোন সমস্যা নেই যদি নিয়োগ পরীক্ষার প্রিলিমিনারিতে এরকম ছোটখাটো প্রশ্ন আসতে পারে।

দেশের প্রথম ছয় লেনের সেতু মধুমতি সেতু।

  • দেশের প্রথম ছয় লেনের সেতু ‘ মধুমতি সেতু ‘ ।পদ্মা সেতু পার হয়ে দক্ষিন পশ্চিমাঞ্চলের জেলাগুলোর প্রবেশদ্বার এ সেতু।এটি নড়াইল ,খুলনা,মাগুরা , সাতক্ষীরা, গোপালগঞ্জ , চুয়াডাঙ্গা, যশোর এবং ঝিনাইদহ জেলাকে সংযুক্ত করেছে।সেতুটি এশিয়ান হাইওয়ের একটি অংশ যা রাজধানীকে দেশের বৃহত্তম বেনাপোল স্থলবন্দর সহ দেশের দক্ষিন – পশ্চিমাঞ্চলের সাথে সংযুক্ত করেছে।
  • মধুমতি সেতুর বিশেষ বৈশিষ্ট্য হলো – এটি নেলসন লোপ আরচ টাইপের ( ধনুকের মতো বাঁকা) সেতু।
  • অবস্থান…… কাশিয়ানী , গোপালগঞ্জ, লোহাগাড়া ও নড়াইল।
  • ভিত্তি প্রস্তর স্থাপন…..২৪ জানুয়ারি ২০১৫।
  • উদ্ধোধন….১০ ই অক্টোবর ২০২২।
  • নির্মিত….., মধুমতি নদীর উপর।
  • দৈর্ঘ….৬৯০ মিটার।
  • প্রস্থ….২৭.১ মিটার।
  • উভয় পাশে সংযোগ সড়ক…..৪.২৭৩ কিলোমিটার।যার প্রস্থ ৩০.৫০ মিটার।
  • লেন ….৬ টি ।
  • অর্থায়নে ….. জাপান ইন্টারন্যাশনাল কো – অপারেশন এজেন্সি ( JICA).

সবশেষে বলতে চাই চাকরিজীবী প্রত্যাশিদের যে জীবনে এগিয়ে যেতে হলে যেখানেই যে বিষয় দেখবেন সে বিষয় অত্যন্ত নিখুঁতভাবে জানবেন কেননা চাকরির নিয়োগ পরীক্ষায় ছোটখাটো অনেক খুঁটিনাটি বিষয় থেকে ও প্রশ্ন আসতে পারে ।তাই অবহেলা না করে পড়বেন এবং শেয়ার করবেন।

shaheda

I'm a proud member of scholarsme. Content Writer and SEO Expert, I completed my graduation in Political science, and I love to share university suggestions and scholarship information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button