বিভিন্ন দেশের মুদ্রার নাম :সুপ্রিয় শিক্ষার্থী এবং যারাই বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন চাকরি তথা জীবন চলার পথে বিভিন্ন ক্ষেত্রে এই বিভিন্ন দেশের মুদ্রার নাম জানা দরকার ।প্রতিটি দেশের তার নিজস্ব মুদ্রার নাম রয়েছে আজ সেগুলো শেয়ার করলাম ।
বিভিন্ন দেশের মুদ্রার নাম
দেশের নাম ………………..মুদ্রার নাম।
- ভারত / পাকিস্তান/ শ্রীলঙ্কা / নেপাল..…………রূপি।
- মালদ্বীপ/ ইন্দোনেশিয়া……..….রূপাইয়া।
- মালেশিয়া…..….রিঙ্গিত।
- জাপান…..…….…ইয়েন।
- ভূটান…………….গুলট্রাম।
- চীন…………ইউয়ান।
- মিয়ানমার………….কিয়াট।
অনেকে এইসব বিষয় গুলো কিন্তু জানেন না তবে একটি কথা প্রতিটি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এগুলো থেকে দুই একটা প্রশ্ন must be থাকে তাই দয়া করে এগুলো অবহেলা না করে পড়বেন শিখবেন এবং বার বার লিখবেন দেখবেন নিয়োগ পরীক্ষা অনেক সহজ হয়ে যাবে অবশ্যই পরীক্ষায় পাশ করবেন যদি যথারীতি বিষয়ভিত্তিক সিলেবাস অনুযায়ী পড়তে পারেন।
বিভিন্ন দেশের মুদ্রার নাম
- ভিয়েতনাম এর মুদ্রার নাম…………ডং।
- সুইজারল্যান্ডের মুদ্রার নাম…….ফ্রাংক।
- তুরস্কের মুদ্রার নাম….…লিরা।
- আইসল্যান্ড/ ডেনমার্ক/ নরওয়ে/ সুইডেন এর মুদ্রার নাম…….ক্রোনার।
- ইসরাইলের মুদ্রার নাম………শেকেল।
- ব্রাজিল/ কম্বোডিয়া/ ওমান/সৌদি আরব/ ইরান/ইয়েমেন/কাতারের মুদ্রার নাম……….রিয়াল।
- ফিলিপাইন/ আর্জেন্টিনা/কিউবা/ মেক্সিকো/ মন্টিভিডিও মুদ্রার নাম………পেসো।
- উত্তর কোরিয়া/ দক্ষিন কোরিয়ার মুদ্রার নাম……..ওন।
- উজবেকিস্তান/কিরঘিজস্তানের মুদ্রার নাম……….সোম।
- যুক্তরাজ্য/ মিশর/ সুদানের মুদ্রার নাম……..সোম।
- ফ্রান্স/ ইতালি/ স্পেন/অস্ট্রিয়া/ পর্তুগাল/বেলজিয়াম/ জার্মানি/লুক্সিমবার্ঘ/ফিনল্যান্ড/আয়ারল্যান্ড /গ্ৰিস/নেদারল্যান্ড/স্লোভেনিয়া/সাইপ্রাস/ মালটা/ এস্তোনিয়া/ লাটভিয়া/লিথুয়ানিয়ার মুদ্রার নাম…….ইউরো।
- কুয়েত / ইরাক/ জর্ডানের মুদ্রার নাম…….দিনার।
পরিশেষে বলতে চাই ,এই পোস্ট টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা প্রতিটি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বিভিন্ন দেশের মুদ্রার নাম আসে অবহেলা না করে পড়বেন। যদি চাকরি করতে চান জীবনকে সাজাতে চান তাহলে প্রতিটি বিষয় জানতে হবে শিখতে হবে জানার শেষ নেই তাই গুরুত্বের সহিত প্রতিটি বিষয় খেয়াল করবেন।