নবম পে স্কেল হবে নতুন নিয়মে (নবম পে স্কেল ২০২৩)

সাহেদা জান্নাত
নবম পে স্কেল হবে নতুন নিয়মে

শ্রদ্ধেয় শিক্ষকগন আজ আমি শেয়ার করলাম নবম পে -স্কেল হবে নতুন নিয়মে এই বিষয়টি । আমাদের সকলের কামনা আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগনের আশা এবং দাবি যেনো পূরন হয়।তো আমি বিস্তারিত নতুন এই পে -স্কেল পোস্ট টি শেয়ার করলাম।

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১১ – ২০ গ্ৰেডের সরকারি কর্মচারীদের একটাই চাওয়া তা হল নবম পে -স্কেল ঘোষনার মাধ্যমে বেতন বৈষম্য দূর করা। দীর্ঘদিন ধরে আন্দোলন ও সমালোচনার পর কিছুটা আশার আলো মিলতে যাচ্ছে বিষয়টি নিয়ে।হয়তো আগামী নির্বাচনের আগেই সুখবর আসতে পারে বিষয়টি নিয়ে।

নবম পে স্কেল হবে নতুন নিয়মে

এদিকে নবম পে -স্কেল কিরকম হওয়া উচিত তা নিয়ে নিজেদের মতো চিন্তা ভাবনা করছেন সরকারি কর্মচারীরা ।আমি তেমনি একজনের অভিমত দেখে অর্থাৎ ৯ম পে -স্কেল নিয়ে একজন কর্মকর্তার অভিমত টি আপনাদের সাথে শেয়ার করলাম ।

বেতন গ্ৰেড হতে হবে ১২ টি । বেতনের অনুপাত হবে ১.৫।

যেমন,

প্রথম শ্রেণী:

  • গ্ৰেড- ১ ………১০১০০০।
  • গ্ৰেড- ২ (পূর্বর ২.৩গ্ৰেড)……….৮৬০০০।
  • গ্ৰেড-৩ ( পূর্বের ৪,৫গ্ৰেড)……………৭৬০০০।
  • গ্ৰেড -৪ ( পূর্বের ৬,৭ গ্ৰেড) ………৬৬০০০।
  • গ্ৰেড-৫কেডার ( পূর্বের ৮ গ্ৰেড) ……..৫৬০০০।
  • গ্ৰেড-৬ নন কেডার। ( পূর্বের ৯ গ্ৰেড ) ……৫১০০০।

দ্বিতীয় শ্রেণী;:

  • গ্ৰেড -৭ ( পূর্বের ১০ গ্ৰেড) …….৪৬০০০।
  • গ্ৰেড – ৮ ( পূর্বের ১১,১২ গ্ৰেড)………৪১০০০।

তৃতীয় শ্রেণী:

  • গ্ৰেড- ৯ ( পূর্বের ১৭,১৮ গ্ৰেড)…….২৬০০০
  • গ্ৰেড -১০( পূর্বের ১৫,১৬গ্ৰেড) …….৩১০০০

চতুর্থ শ্রেণী:

  • গ্ৰেড -১১ ( পূর্বের ১৭,১৮গ্ৰেড) ….২৬০০০
  • গ্ৰেড – ১২( পূর্বের ১৯,২০ গ্ৰেড)……২১০০০

নতুন পে স্কেল কবে হবে?

প্রতি বছর ১০% ইনক্রিমেন্ট চাই

  • পদোন্নতি না দিতে পারলে প্রতি ৫ বছর পর পর উচ্চতর গ্ৰেড চাই। উচ্চতর গ্ৰেডের কোন নির্দিষ্ট সংখ্যা রাখা যাবেনা। উচ্চতর গ্ৰেড পেলে কমপক্ষে ২০% বেতন বৃদ্ধি হতে হবে।
  • বাড়ি ভাড়া মূল বেতনের ৬০% দিতে হবে ।গ্ৰাম এবং শহরের বেলায় একই % দিতে হবে। তাহলে কোন কর্মচারী আর শহরে থাকার লোভ করবেনা।মূল বেতন বাড়ার সাথে সাথে বাড়ি ভাড়ার % কমানো যাবেনা।
  • ভ্রমন ভাতা মাসে ৩০০০ চাই।
  • টিফিন ও লান্স ভাতা মাসে ৬০০০ চাই।
  • চিকিৎসা ভাতা পুরো পরিবার এর ৭ জনের মাসে ৭০০০ চাই।
  • শিক্ষা ভাতা মাসে এক সন্তান ৫০০০ দুই সন্তানের জন্য ১০০০০।
  • উৎসব ভাতা দুইটা মূল বেতন চাই বছরে দুইটি মানে ৪ টি মূল বেতন এর চাই।
  • নববর্ষের ভাতা মূল বেতন এর ৫০% চাই।
  • শ্রান্তি বিনোদন ভাতায় তিনটি মূল বেতন এর চাই।
  • বিদ্যুৎ বিল বাবদ ১৫০০ টাকা।
  • গ্যাস বিল বাবদ ২০০০ টাকা।
  • পিতা মাতার ভাতা জীবিত থাকলে ৫০০০ চাই।
  • সময় সময় বাজার মূল্য / দ্রব্ মূল্য বৃদ্ধি হলে বেতন ও বৃদ্ধি করে সমন্বয় করতে হবে।
  • দুর্নীতি করলে চাকরিচ্যুত ,জেল এমনকি মৃত্যুদণ্ড ও চাই।

সবশেষে আমার প্রানপ্রিয় শ্রদ্ধেয় শিক্ষকগন এর ৯ম পে -স্কেল নিয়ে যে জল্পনা কল্পনা তা যেন অতি শীঘ্রই বাস্তবে রূপ নেয় এই কামনা করছি । কেননা শিক্ষক গন হল আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এর কারিগর উনাদের এই ৯ম পে -স্কেল নিয়ে আশা পূরন হবে ইনশাআল্লাহ । বিষয়টি বেশী করে শেয়ার করবেন ।

নতুন পে স্কেল চূড়ান্ত অনুমোদনে মন্ত্রীপরিষদের সভা

৯ম পে স্কেল ৫০ শতাংশ বেশি বেতন ভাতাদি বৃদ্ধি

প্রাথমিক শিক্ষকদের বেতন কত?

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।