ক্রিস্তিয়ানো রোনালদো: রোনালদোর মোট গোল সংখ্যা কত ২০২২? খেলাধুলা রোনালদোর ৭০০ গোল

সাহেদা জান্নাত
ক্রিস্তিয়ানো রোনালদো

ক্রিস্তিয়ানো রোনালদো: খেলাধুলা, রোনালদোর ৭০০ গোল: প্রিয় পাঠক আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত আছে এক বিশেষ বিনোদন খেলাধুলা যার দ্বারা আমাদের অবসর সময় কাটতে পারে এমনকি খেলাধুলা অনেক আনন্দ ও দেয় ।এই খেলাধুলা থেকে অনেক প্রশ্ন ও আসে বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষায় প্রাথমিক শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন পরীক্ষা বিসিএস পরীক্ষা ইত্যাদি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় কিন্তু খেলাধুলা থেকে অনেক প্রশ্ন থাকে ।

ক্রিস্তিয়ানো রোনালদো: রোনালদো ৭০০ গোল :

  • রোনালদো একজন ফুটবলার যার খ্যাতি আমাদের সবার ই জানা আছে তেমনি অনেক ফুটবলার আছেন অনেক খ্যাতিমান এমনকি যারাই বিভিন্ন খেলার সাথে জড়িত প্লেয়ার সবার ই কম হোক আর বেশী হোক অনেক অবদান রয়েছে খেলার জগতে।

খেলাধুলা মানুষের অনেক আনন্দ দান করে অনেক কিছু শেখায় । খেলাধুলার গুরুত্ব ও অপরিসীম সবার কম বেশি হোক খেলাধুলা করতে হবে ছোট বাচ্চাদের দেহ গঠনে ও খেলাধুলা দরকার‌ তেমনি বড়দের ও খেলাধুলা দেখার দরকার রয়েছে ‌‌।

লিওনেল মেসি জীবনী | Lionel Messi Biography

ক্লাব ফুটবলে প্রথম ফুটবলার হিসেবে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করেন পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

  • ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করেন পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।৯ অক্টোবর ২০২২ প্রিমিয়ার লিগে এভারটনের মাঠে ৪৪ মিনিটে গোল করে এ মাইলফলকে পৌঁছেন রোনালদো।
  • ক্লাব এবং আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে সবচেয়ে বেশী ৮১৭ গোলের মালিক ম্যানচেস্টার ইউনাইটেডের এ ফরোয়ার্ড।
  • ক্লাবের হয়ে গোল:…. রিয়াল মাদ্রিদ….৪৫০।
  • ম্যানচেস্টার ইউনাইটেড…….১৪৪.
  • জুভেন্টাস……১০১.
  • স্পোর্টিং লিসবন…..৫.
  • ক্লাব ফুটবলে সর্বোচ্চ গোল……. ক্রিস্টিয়ানো রোনালদো……..৭০০.
  • লিওনেল মেসি………..৬৯১.
  • জোসেফ বাইকেন……….৬৮৮.
  • পেলে………৬৭৯।

ক্রিস্টিয়ানো রোনালদো একজন ফুটবলার যার খ্যাতি ইতিমধ্যে সবাই জানেন ২০২২ এর ফিফা বিশ্বকাপে এই ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল দলের এক আকর্ষণীয় ব্যাক্তিত্ব। রোনালদো এই ৭০০ গোল এর জন্য অভিনন্দন।

সবশেষে একথা বলতে চাই যে ,এই পোস্ট টি মাধ্যমে অনেক কিছু জানাতে পারবেন‌ কেননা এর মধ্যে থেকে যেকোন নিয়োগ পরীক্ষায় ছোট একটি প্রশ্নের মতন থাকতে পারে কেননা সামনে ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ছোট খাটো পোস্ট থেকে অনেক কিছু জানা যায় অবহেলা করলে চলবে না।

নেইমারের জীবনী | Neymar Jr Biography

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।