আজকের আর্টিকেলের আলোচ্য বিষয় হচ্ছে অনার্স ৩য় বর্ষ উন্নয়ন অর্থনীতি সাজেশন ২০২৩ & Development of Economics suggestion নিয়ে। যারা অর্থনীতি ডিপার্টমেন্টে রয়েছেন তাদের জন্য এ বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা তৃতীয় বর্ষ রয়েছে তাদের জন্য এ সাজেশন অত্যন্ত সহায়ক।
প্রত্যেক শিক্ষার্থীর জীবনে সাজেশন একটি সাহায্যকারী বই হিসেবে ভূমিকা পালন করে। মূল পাঠ্য বইয়ের মাধ্যমে একজন শিক্ষার্থীর সব সময় প্রকৃত শিক্ষার্থী অর্জন করতে পারে। এভাবেই সে আস্তে আস্তে মেধাবী হয়ে ওঠে। কিন্তু তার এই জ্ঞান অর্জনকে সহযোগিতা করে থাকে একটি সাজেশন। যেমন আমাদের এই সাজেশন রয়েছে বিগত সালের সকল প্রশ্ন এবং বিভিন্ন অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো।
যার মাধ্যমে একজন মেধাবীব শিক্ষার্থী তার মেধাকে যাচাই করার সুযোগ পাচ্ছেন এবং কোন মেধাবী শিক্ষার্থীরা শর্ট সিলেবাস হিসেবে পড়তে পারছে। মোটকথা একটি সাজেশন সব ক্যাটাগরি শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর আমাদের এই সাজেশন শিক্ষার্থীরা পাচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে।
অনার্স ৩য় বর্ষ উন্নয়ন অর্থনীতি সাজেশন ২০২৩ | Development of Economics suggestion
ক বিভাগ
- পক্ষপাত মূলক প্রকৃতি বলতে কি বুঝেন?
- স্বাভাবিক প্রবৃদ্ধির হার বলতে কি বুঝেন?
- অর্থনৈতিক প্রবৃদ্ধি কুজনেটের বৈশিষ্ট্য লিখুন।
- অর্থনৈতিক উন্নয়নের মূল উপাদান গুলো লিখুন।
- অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ চারটি উপাদান লিখুন।
- অর্থনীতি প্রবৃদ্ধির পূর্ণ শর্ত লিখুন।
- শ্রমের যোগান কোন বিষয়ের উপর নির্ভর করে?
- উন্নয়ন অর্থনীতি কাকে বলে?
- বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ কি?
- বিশ্বায়ন বলতে কি বুঝেন?
- মানব উন্নয়ন সূচক কি?
- পশ্চাৎপদ অর্থনীতি বলতে কি বুঝেন?
- অর্থনীতি উন্নয়নের তিনটি প্রতিবন্ধকতা লিখুন?
- কখন একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে বলে বলা যাবে?
- বাংলাদেশের জাতীয় দারিদ্র্যের হার কত?
- অর্থনৈতিক উন্নয়নের তিনটি প্রতিবন্ধকতা লিখুন।
- লুইসের পুরো নাম লিখুন।
- দ্বৈত্য অর্থনীতি বলতে কি বুঝেন?
- লুইস এর জীবন নির্বাহী কৃষি খাতে শ্রমের মজুরি কিভাবে নির্ধারিত করা হয় তা লিখুন?
- লুইসের মডেল মূল বক্তব্য লিখুন।
- রস্টার বর্ণিত উচ্চারণ স্তরের নেতৃত্ব স্থানীয় শিল্প কি কি?
- বাংলাদেশের রোস্টোর উন্নয়ন তত্ত্বের কোন স্তরে পড়ে তা লিখুন।
- সলো কোন সালে নিবন্ধন প্রবৃদ্ধি সংক্রান্ত মডেল প্রদান করে?
- দেশের নয়া অর্থনৈতিক নীতি কাকে বলা হয়?
খ বিভাগ অনার্স ৩য় বর্ষ উন্নয়ন অর্থনীতি সাজেশন
- কাল মার্কসের পুঁজিবাদ এর পতনের কারণগুলো লিখুন।
- ক্লাসিক্যাল অর্থনীতির নিশ্চল অবস্থান ব্যাখ্যা করুন।
- অর্থনৈতিক উন্নয়ন এবং প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য দেখান।
- উন্নয়ন এজেন্ট বলতে কি বুঝেন?
- উদ্যোক্তা কিভাবে পুঁজিবাদী উন্নয়নের সাথে জড়িত থাকে।
- উন্নয়নের প্রধান কলা কৌশলগুলো আলোচনা করুন।
- দারিদ্র্যের দুষ্টচক্র ভাঙ্গার উপায় কি?
- দারিদ্র বিমোচনের কৌশল গত লক্ষ সমূহ দেখান।
- অর্থনৈতিক উন্নয়ন এর পূর্ব শর্ত সমূহ দেখান
- তৃতীয় বিশ্বের বাণিজ্য ধারণাটি ব্যাখ্যা করুন।
- মানব উন্নয়ন বলতে কি বুঝেন?
- দারিদ্র নিরসনে কৌশল কাঠামো বলতে কি বুঝেন?
- বাণিজ্যের সাথে প্রবৃদ্ধির ব্যাখ্যা করুন।
- শিল্পায়ন বলতে কি বুঝেন?
- অনুন্নত দেশের পাঁচটি বৈশিষ্ট্য দেখান।
- দারিদ্রতা বলতে কি বুঝেন?
- কম উন্নত দেশ বলতে কি বুঝেন?
- রপ্তানি তাড়িত শিল্প এবং আমদানি বিকল্পের পার্থক্য দেখান।
গ বিভাগ অনার্স ৩য় বর্ষ উন্নয়ন অর্থনীতি সাজেশন ২০২৩
- বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ কি?
- বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নের উপায় সমূহ লিখুন?
- বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক বিনিয়োগের আলোচনা করুন।
- বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের সরকারি কর্মসূচিগুলো কি কি তা বর্ণনা করুন।
- বাংলাদেশের দারিদ্র পরিমাপ পদ্ধতি কি? পরিমাপ পদ্ধতিগুলো ব্যাখ্যা করুন।
- দারিদ্র দুষ্টচক্র ব্যাখ্যা করুন।
- অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বুঝেন?
- উন্নয়ন অর্থনীতি বলতে কি বুঝেন?
- বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্তগুলো ব্যাখ্যা করুন।
- উন্নয়ন অর্থনীতির অধ্যায়নের প্রয়োজনীয়তা আলোচনা করুন।
- উন্নয়ন অর্থনীতি বলতে কি বুঝেন তা আলোচনা করুন।
- অর্থনৈতিক উন্নয়নের সূচক গুলো ব্যাখ্যা করুন।
- অর্থনৈতিক উন্নয়নের সংজ্ঞা প্রদান করুন।
- জাতীয় প্রবৃদ্ধি হার বাড়লে কি অর্থনৈতিক উন্নয়ন হয় তা ব্যাখ্যা করুন।
- বাংলাদেশ অর্থনীতি উন্নয়ন প্রতিবন্ধী কথা দূরীকরণের উপায় সমূহ তুলে ধরুন।
- বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের বাধা সমূহ আলোচনা করুন।
- বাংলাদেশের দারিদ্র দূরীকরণ এর বাধা কি কি তার সমালোচনা করুন।
- বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে শিল্পায়নের গুরুত্ব দেখান।
- উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নের বিদেশী বাণিজ্যের গুরুত্ব ব্যাখ্যা করুন।
অনার্স ৩য় বর্ষ উন্নয়ন অর্থনীতি সাজেশন ২০২৩ এর পাশাপাশি আরো পড়ুন:
- অনার্স ৩য় বর্ষ গ্রামীণ সমাজবিজ্ঞান ২০২৩ | Rural sociology suggestion 2023
- অনার্স ৩য় বর্ষ সরকারি অর্থ ব্যবস্থা সাজেশন ২০২৩ | Public finance suggestion 2023
- অনার্স ৩য় বর্ষ প্রাচীন ও মধ্যযুগের কবিতা সাজেশন ২০২৩ | Ancient & Medieval Literature suggestion
- অনার্স ৩য় বর্ষ বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন সাজেশন ২০২৩ | Political and Constitutional Development in Bangladesh