৬ষ্ট শ্রেণির বাংলা প্রথম অধ্যায় সমাধান

সাহেদা জান্নাত

৬ষ্ট শ্রেণির বাংলা প্রথম অধ্যায় সমাধান: প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই নতুন শিক্ষা কারিকুলামে ৬ষ্ট শ্রেনী বাংলা বিষয় নিয়ে চিন্তা করছেন তাই না কিন্তু এখন আর চিন্তার কোন দরকার নেই আমাদের সাথেই থাকুন আমাদের সাথে থাকলে আপনার প্রতিদিনকার পড়া পেয়ে যাবেন অভিভাবকরা আর চিন্তা করবেননা আমাদের ওয়েবসাইটে সকল বিষয়ের সমাধান পেয়ে যাবেন ।আজ শেয়ার করলাম ষষ্ট শ্রেনীর বাংলা প্রথম অধ্যায় ।

৬ষ্ট শ্রেনী বাংলা প্রথম অধ্যায় মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি:

পরিস্থতি ১.

পরিস্থতি : ২

পরিস্থতি:৩

পরিস্থিতি : ৪

পরিস্থিতি :৫

পরিস্থিতি ৬

এগুলো ভালো করে পড়বেন ।

তারপর যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য ।

এই ছকটি পূরন করতে যত সমস্যা তাই না ?

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ও সম্মানিত অভিভাবক বৃন্দ আর চিন্তা নয় আমরাই সমাধান করে দিচ্ছি।

  • ক…. বয়স বুজে কথা বলতে হবে যেমন: তার সাথে কথা বলছি তার বয়স কত ,সে কি আমার চেয়ে বড় না ছোট সে হিসাবে কথা বলতে হবে।
  • খ.. অবস্থা বুঝে কথা বলতে হবে যেমন, হাসপাতালে গেলে বিষয়ের সাথে কথা বলতে হবে, আবার দোকানে গেলে অন্য রকম কথা বলতে হবে।
  • গ… সম্পর্ক বুজে কথা বলতে হবে যেমন: বন্ধুর সাথে যেমন যেভাবে কথা বলি , শিক্ষকদের‌ সাথে অন্য রকম কথা বলি।

নতুন শিক্ষা কারিকুলাম অনুযায়ী শিক্ষকগন ঠিকই পড়ান পড়া দেন কিন্তু অনেক পরিবার আছে অনেক ছাত্রছাত্রী আছেন যারা তাদের অভিভাবকদের কাছ থেকে ও সাহায্য পেতে পারেন না এমনকি অনেক ছাত্রছাত্রী ঠিকমত শ্রেনীকক্ষে উপস্থিত হতে পারেননি তাদের জন্য আমাদের এই আয়োজন সব সময় থাকবে।

ষষ্ট শ্রেনীর বাংলা প্রথম অধ্যায়।

তারপর ভাষার মর্যাদা প্রকাশ।

সর্বনামের রূপ।

ক্রিয়ার রূপ।

সর্বনাম ও ক্রিয়া দিয়ে বাক্য তৈরি।

নিচের ছকের সর্বনাম অনুযায়ী যেকোন ক্রিয়া ব্যবহার করে বাক্য তৈরি করা হলো।

সর্বনাম ..… ক্রিয়া ..… বাক্য।

  • ১. তুমি/ তোমরা …. কর…. তুমি কাজটি কর।
  • ২. আপনি / আপনারা… করেছিলেন.. আপনি কাজটি করেছিলেন।
  • ৩. তুই/ তোরা .. করবে … তুই কাজটি করবে।
  • ৪. সে / তারা .. করতে… সে খেলাধুলা করত।
  • ৫. তিনি / তাঁরা… করেছেন… তিনি কাজটি করেছেন।
  • ৬. ও / ওরা .. করে .. ওরা ভাত রান্না করে।

তারপর হচ্ছে

ভাষিক ও অভাষিক।

জরুরী যোগাযোগ

এই জরুরি যোগাযোগ ক্ষেত্রে ও জরুরি পরিস্থিতিতে আপনি বা আপনারা কার সাথে যোগাযোগ করবেন এগুলো একে লিখতে হবে ।

জরুরি পরিস্থিতিতে…….. কার সঙ্গে যোগাযোগ করবে।

  • ১. তোমার এলাকার কোন বাড়িতে আগুন লেগেছে…. ফায়ার সার্ভিস অফিসে যোগাযোগ করব।
  • ২. খেলার মাঠে একজন বন্ধু অসুস্থ হয়ে পড়েন….. নিকটবর্তী ডা. ডাকবো।
  • ৩, ঝড়ের পরে বিদ্যুৎতে তার রাস্তায় পড়ে আছে… বিদুৎ অফিসে যোগাযোগ করবেন।
  • ৪ . হারিয়ে যাওয়া কোন শিশুকে খুঁজে পাওয়া গেছে … থানায় যোগাযোগ করব।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ও অভিভাবক বৃন্দ আপনারা নতুন শিক্ষা কারিকুলামে আপনাদের সন্তানদের সহযোগিতা করার জন্য আমরা সর্বদা আছি এবং থাকব।আজকে আমি ষষ্ট শ্রেনীর প্রথম অধ্যায় মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি । এই অধ্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ ছক পূরন করে দিলাম যদি আপনারা এই বিষয়গুলো বুঝতে সুবিধা হয় আপনাদের উপকারে আসে তাহলে কমেন্টে জানাবেন আমরা আরো সবগুলো বিষয়ের সমাধান দেবে । প্রাইভেট পড়ে বাচ্চাদের অনেক খরচ থেকে মুক্তি পেতে এই মাধ্যমে গুলো খুবই গুরুত্বপূর্ণ তাই আমাদের সাথেই থাকুন এবং নতুন শিক্ষাক্রমে আপনার সন্তানকে নিয়মিত স্কুলে দেন দেখবেন সবকিছু সহজ লাগবে।আজ আমি ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের সমাধান দিলাম আরো সবগুলো অধ্যায়ের সমাধান শেয়ার করব ইনশাল্লাহ ।

২০২৩ সালের সকল শ্রেণীর বই পিডিএফ ডাউনলোড করুন, এনসিটিবি পাঠ্যপুস্তক ২০২৩

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।