১৮ তম শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি পর্ব ২০২৩

সাহেদা জান্নাত
১৮ তম শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি পর্ব ২০২৩

শিক্ষক নিবন্ধন পরীক্ষা তথা বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি পর্ব: সামনে বিভিন্ন নিয়োগ পরীক্ষা আর এই নিয়োগ পরীক্ষা আপনার জীবনের শ্রেষ্ঠ পরীক্ষা এই পরীক্ষায় ভালো প্রস্তুতি আপনাকে আপনার সঠিক গন্তব্যে পৌঁছাতে পারে তাই অবহেলা না করে জীবনের প্রতিটি পদক্ষেপে যাই পাবেন তাই দেখেন তাই শিখে নেন। আজ আমি বাংলা বিষয়ের উপর কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর শেয়ার করলাম।

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি ,ও ১৭ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার তারিখ ।

বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি :

বাংলা আমাদের মাতৃভাষা রাষ্ট্রভাষা এই ভাষায় আমরা লিখতে শিখেছি বসতে শিখেছি হাঁটতে শিখেছি।

ভাষার মূল উপকরণ হলো

উত্তর : বাক্য।

ভাষার ছাদ হলো

বাক্য।

ভাষার বৃহত্তম একক

বাক্য।

ভাষার মুল উপাদান হলো

ধ্বনি।

Also Read: ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিবেন ২০২৩

ভাষার ক্ষুদ্রতম একক হলো

ধ্বনি ।

শব্দের মূল উপকরণ হলো

ধ্বনি।

ভাষার স্বর হলো

ধ্বনি ।

শব্দের ক্ষুদ্রতম একক হলো

ধ্বনি ।

শব্দের মূল উপাদান হলো

ধ্বনি ।

ধ্বনি নির্দেশক চিহ্ন হলো

বর্ণ।

ভাষার ইট হলো

বর্ণ।

বাক্যের মৌলিক উপাদান হলো

শব্দ।

বাক্যের মূল উপকরণ হলো

শব্দ।

বাক্যের ক্ষুদ্রতম একক হলো

শব্দ।

চতুর্থ গনবিজ্ঞপ্তি নিয়ে এনটিআরসিএর বিশেষ সতর্কবার্তা

সুপ্রিয় শ্রদ্ধেয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সবাই অত্যন্ত গুরুত্বের সহিত খেয়াল করে যদি পড়েন তাহলে অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন এবং চাকরি আপনার পেছনে ঘুরবে জীবনের প্রতিটি পদক্ষেপে চেষ্টা করতে হবে সঠিক প্রস্তুতি নিরলস পরিশ্রম আপনাকে নিয়ে যাবে আপনার সঠিক গন্তব্যে। এছাড়াও আমাদের ব্লগে সাধারণ জ্ঞান সাম্প্রতিক বিষয়াদি ও আন্তর্জাতিক বিষয়াবলী বিভিন্ন নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি মূলক অনেক পোস্ট শেয়ার করা হয়েছে আপনারা চাইলে শেয়ার করতে পারবেন।

Also Read : ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার কবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি কেমন হতে হবে?

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।