নতুন প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি: ” Education is the backbone of nation” জাতিকে শিক্ষিত করতে শিক্ষার বিকল্প নেই এবং শিক্ষকের ও প্রয়োজন। একজন শিক্ষক জাতি গড়ার কারিগর ।আসছে নতুন নিয়োগ প্রক্রিয়া।প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এক নতুন চমক । প্রাথমিকে নতুন নিয়োগ মার্চেই আসবে।
প্রাথমিকে নতুন নিয়োগ প্রক্রিয়া মার্চেই আসবে:
- আটটি বিভাগকে চারভাগে ভাগ করে নিয়োগ বিজ্ঞপ্তি আসবে পর্যায়ক্রমে।
- নির্দিষ্ট বিভাগের বাইরে কেউ আবেদন করতে পারবেন না।
- তবে মার্চে কিন্তু দুটি বিভাগের সার্কুলার আস্তে পারে।
- ডিপিই বছরে কিন্তু দুটি করে সার্কুলার সম্পন্ন করার চেষ্টা করবে।
- সার্কুলার শেষ করার পর পরই কিন্তু কিন্তু পরীক্ষার আয়োজন করতে পারে ডিপিই ।এতে সার সংক্ষেপ থাকবে ।
- কোটার বিষয় অপরিবর্তিত থাকবে হয়তো।
প্রাথমিকে নিয়োগ বিজ্ঞপ্তি আসবে একটু পরিবর্তন করে তবে প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা যারা চাকরি প্রত্যাশী আপনাদেরকে অবশ্যই কষ্ট করতে হবে কেননা পরিশ্রম ছাড়া এত সহজেই কোন কিছু লাভ করা যায়না ।আপনাকে আমাকে অনেক অনেক পরিশ্রম করতে হবে ।
প্রাইমারি শিক্ষক নিয়োগ গাইড ২০২৩
প্রথমে বাংলা সাহিত্য জানতে হবে , এছাড়াও বাংলা ব্যাকরণ অনেক ভালো জানতে হবে ,গানিতিক সবগুলো বিষয় জানতে হবে , ইংরেজি ভাষার উপর এমনকি ইংরেজি Grammar খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই English Grammar সম্পর্কে অনেক অনেক ভালো ধারনা থাকতে হবে। সাধারন জ্ঞান ও বাংলাদেশ বিষয়াবলী , আন্তর্জাতিক বিষয়াবলী , বিভিন্ন দেশের মুদ্রার নাম , ইত্যাদি বিভিন্ন বিষয়ে আপনাদেরকে অনেক ভালো জানতে হবে এবং পড়তে হবে। নতুন প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি মার্চেই আসবে ২০২৩
শ্রদ্ধেয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা জীবনে এগিয়ে যেতে হলে চেষ্টার বিকল্প নেই আপনাকে অনেক ভালো জানতে হবে চেষ্টা করতে হবে বেশি বেশি করে তাহলে চাকরি আপনার হয়তো হয়ে যাবে। সুতরাং প্রাথমিকের সার্কুলার আসার পর পরই নয় বরং পূর্ব থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে সঠিক প্রস্তুতি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিবে ইনশাআল্লাহ।