কেন বাতিল করা হয়েছে ষষ্ঠ ও সপ্তম শ্রেনীর পরীক্ষা পদ্ধতি?

সাহেদা জান্নাত

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম ষষ্ঠ ও সপ্তম শ্রেনীর পরীক্ষা পদ্ধতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয়। ষষ্ঠ ও সপ্তম শ্রেনীর পরীক্ষা পদ্ধতি বাতিল করা হয়েছে ।

কেন ষষ্ট ও সপ্তম শ্রেনীর পরীক্ষা পদ্ধতি বাতিল :

নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের সামষ্টিক মূল্যায়নে তিন ঘন্টার কোন পরীক্ষা পদ্ধতি থাকছেনা।

পরীক্ষা যেহেতু নেই তাহলে সামষ্টিক মূল্যায়ন কিভাবে হবে এনসিটিবি স্পষ্ট করেনি কোন বিষয়ে কেমন পরীক্ষা হবে তবে সামষ্টিক মূল্যায়নের কাজ পরীক্ষা শুরুর অন্তত দেড় সপ্তাহ পূর্বে শুরু হবে।

তবে শিক্ষকরা মতামত প্রকাশ করেছেন নতুন এই প্রক্রিয়া তাই পরীক্ষার বিষয়টি পূর্বে জানালে হয়তো আরো ভালো হতো।

বাতিল করা হয়েছে তিনঘন্টার পরীক্ষা পদ্ধতি ৬ষ্ট ও ৭ম শ্রেনীর শিক্ষার্থীদের জন্য

কোন প্রক্রিয়ায় শুরু হবে ষষ্ট আর সপ্তম শ্রেনীর অর্ধ বার্ষিক পরীক্ষা?

যেহেতু জুন মাস সামনে অর্ধ বার্ষিক পরীক্ষা সকল শ্রেনীর এই মাসেই নেয়া হয় তাই নতুন শিক্ষাক্রমে ষষ্ট ও সপ্তম শ্রেনীর শিক্ষার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় নতুন শিক্ষা কারিকুলামে তাদের অর্ধ বার্ষিক পরীক্ষা কেমন হবে।

শিক্ষকদের মতে নতুন শিক্ষাক্রমে পরীক্ষার বিষয়ে পূর্বে ধারণা পেলে বিষয়টিতে খাপ খাওয়াতে অনেক সুবিধা হতো কেননা কারিগরি স্বল্পতা সহ শিক্ষকদের অনেক সংকট রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে।

  • শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলেছেন ,১লা জুন থেকে ১৮ জুন পর্যন্ত পরীক্ষার সময় নির্ধারণ করা হলেও মূলত সামষ্টিক মূল্যায়নের কাজ শুরু হবে ২ সপ্তাহ পূর্বে।
  • অধ্যাপক মসিউজ্জামান , জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য বলেন, সামষ্টিক মূল্যায়নের জন্য কয়েকটি ক্লাস ও বরাদ্দ থাকবে।
  • পরীক্ষার দিন শিক্ষার্থীরা একটি presentation করবেন যা দলীয় হতে পারে আবার একক ও হতে পারে।
  • এনসিটিবি জানান শিক্ষার্থীদের ১০ টি বিষয়ের সামষ্টিক মূল্যায়ন ভিন্ন ভিন্ন হতে পারে ।
  • তবে বিষয়টি এখনো স্পষ্ট করা হয়নি ।

বাতিল করা হয়েছে পরীক্ষা পদ্ধতি তবে সামষ্টিক মূল্যায়নের জন্য শিক্ষার্থীদের পারদর্শিতা নির্ণয়ে নম্বরের পরিবর্তে তিনটি জ্যামিতির ধাপ ব্যবহার করা হবে তিনটি জ্যামিতির ধাপ হচ্ছে;

১ ….. চতুর্ভুজ।

২……. বৃত্ত ।

৩ …… ত্রিভুজ।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নতুন শিক্ষা কার্যক্রম / শিক্ষাক্রমে পরীক্ষা তিনঘন্টার পরিবর্তে সামষ্টিক মূল্যায়নে হবে এবং নম্বর এর পরিবর্তে জ্যামিতির তিনটি ধাপ ব্যবহার করা হবে‌ । প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের জন্য রইল শুভ কামনা নতুন শিক্ষাক্রম অনুযায়ী আপনাদের সকল চলার পথ জ্ঞানার্জনের পথটা যেন সুগম হয় এই কামনা করি এবং আমাদের ব্লগে আপনাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ paragraph ও ব্যাকরণের পদ,শব্দ ও সমাস উপসর্গ কারক ইত্যাদি বিভিন্ন বিষয়ে শেয়ার করা হয়েছে আপনারা শেয়ার করবেন ।

Also Read: ঘূর্ণিঝড় মোখা কোথাও আঘাত হানবে? ভয়ঙ্কর রূপে ঘুর্ণিঝড় মোখা

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।