এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর: এস এসসি পরীক্ষা যারা দিয়ে রেজাল্ট খারাপ হয়েছে তাদের জন্য বিশেষ সুখবর । সত্যি বলতে খারাপ করলে পরীক্ষায় স্বাভাবিক মনটায় একটু খারাপ লাগতে পারে কিন্তু হতাশ হওয়ার কোনো কারন নেই কেননা পাস ফেল নিয়েতো একটি পরীক্ষা কেউ পাস করবে আবার কেউ ফেল করবে তাতে কি কথায় আছে

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর

“একবার না পারিলে দেখ শতবার” তাই কেউ হতাশ না হয়ে কিভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করার যায় তা নিয়ে ভাবতে হবে।

প্রতিবারের মতো এবারও পূণ: নিরীক্ষণের সুযোগ পাচ্ছে এসএসসি পরীক্ষার্থীরা।২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের পুনঃ নিরীক্ষণের সুযোগ রাখা হয়েছে।

  • পরীক্ষার ফলে সন্তুষ্টি না হওয়ায় শিক্ষার্থীরা আগামী ০৫ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন ।
  • সোমবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল বাশারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
  • বিজ্ঞপ্তিতে জানানো হয় এক এসএমএস এর মাধ্যমে একাধিক বিষয়ে পুনঃ নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন।
  • তবে আবেদন করতে একাধিক বিষয়ে কমা দিয়ে কোডগুলো আলাদা করে লিখতে হবে।
  • যেমন- বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রিপেইড অপশনে গিয়ে RSC <Sylhet স্পেইস >Roll number 101,102,107,108 লিখতে হবে ।যারা ঢাকা বোর্ড এর তারা Dhaka দিবে যারা বরিশাল তারা বরিশাল, এভাবে যে যে বোর্ডের সেই বোর্ড এর নাম লিখতে হবে ‌‌।
  • প্রতিটি বিষয়ের আবেদন এর জন্য ১২৫ টাকা ফি দিতে হবে।
  • যেসব পত্রে দুটি বিষয় যেমন ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এসব বিষয়ের ক্ষেত্রে ফি ২৫০ টাকা দিতে হবে।

যারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবেন তাদের জন্য এই পোস্ট টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশি বেশি করে শেয়ার করবেন যাতে বিষয়টি সবাই জানতে পারেন।

এসএসসিতে পুনঃনিরীক্ষণের জন্য যেভাবে আবেদন করবেন।

  • টেলিটক প্রিপেইড নম্বর থেকে ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন।
  • আবেদন করতে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে RSC বোর্ডের নামে প্রথম তিন অক্ষর রোল নম্বর বিষয় কোর্ড লিখে send করতে হবে 16222 নম্বরে ।
  • উদাহরণ যেমন,ঢাকা বোর্ডের কোন পরীক্ষার্থী রোল নম্বর 123456 এবং বাংলা প্রথম পত্রের পুনঃনিরীক্ষণের আবেদন মেসেজ অপশনে RSC DHA 123456 101 লিখে 16222 পাঠান।
  • ফিরতি SMS এর আবেদন বাবদ কত টাকা নেওয়া হবে তা জানিয়ে একটি PIN দেওয়া হবে এতে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে RSC Yes Pin conduct নম্বর লিখে 16222 এ পাঠাতে হবে।
  • তবে বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এসব বিষয়ে পুনঃনিরীক্ষণের প্রয়োজন নেই বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এই ছিল এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের জন্য আবেদন এর বিষয় কিভাবে আবেদন করতে হবে এবং আমাদের ব্লগে 2023 সালের এসএসসি পরীক্ষার কিভাবে হবে এর মানবন্টন ইত্যাদি শেয়ার করা আছে আপনারা ও চাইলে শেয়ার করতে পারবেন।ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন এর বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বেশি বেশি করে শেয়ার করবেন।

২০২৩ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস

shaheda

I'm a proud member of scholarsme. Content Writer and SEO Expert, I completed my graduation in Political science, and I love to share university suggestions and scholarship information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button