এইচএসসি ঢাকা বোর্ড বাংলা ২য় নৈব্যক্তিক প্রশ্ন ও উত্তর | এইচএসসি ২০২২ পরীক্ষা বাংলা ২য় পত্র MCQ প্রশ্ন ও উত্তর

ঢাকা বোর্ড 2022 বাংলা দ্বিতীয় পত্র নৈব্যক্তিক সমাধান : সেট খ এর নৈব্যক্তিক সমাধান আমি শেয়ার করলাম এইচএসসি পরীক্ষা যারা দিচ্ছে তারা মিলিয়ে নিতে পারেন।

এইচএসসি ঢাকা বোর্ড বাংলা ২য় নৈব্যক্তিক প্রশ্ন ও উত্তর এইচএসসি ২০২২ পরীক্ষা বাংলা ২য় পত্র MCQ প্রশ্ন ও উত্তর

  • আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে এখানে রাঘবে………আপাদানে ৭মী।
  • কৃৎ প্রত্যয় সাধিত পদকে.……কৃদন্ত পদ বলে।
  • ডাক্তার ডাক ,বাক্যে ডাক্তার কোন কারকে কোন বিভক্তি…….…কর্মে শূন্য।
  • যৌগিক বাক্যের উদাহরণ……..বিপদ এবং দুঃখ এক সময়ে আসেনা।
  • ভাষার বিচারে ভারতের কয়টি গুন…….. তিনটি।
  • তামার বিষ বাগধারা…… অর্থের কুপ্রভাব।
  • বিদ্বান সকলের দ্বারা আদৃত হন এটি কোন বাচ্যের উদাহরণ………কর্মবাচ্যের।
  • উক্তি পরিবর্তন এর ক্ষেত্রে বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য কোন পদের পরিবর্তন …….. সর্বনাম।
  • শব্দের মধ্যে দুটি ব্যঞ্জন এর পরস্পর পরিবর্তন ঘটলে তাকে কি বলে……ধ্বনি বিপর্যয়।
  • ওষ্ট ধ্বনি্ কোনগুলো……..প,ফ,ব ,ভ,ম।
  • নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি…….একাদশ।
  • বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ দুটি কি……. ঐ ,ঔ।
  • উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসলে তাকে কি বলে……বিপ্রকর্ষ।
  • সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে বলে…….সন্ধি।
  • রূড়ি শব্দের উদাহরণ ……সন্দেশ।
  • তার মঙ্গল হোক বাক্যে ক্রিয়ার কোন ভাব রয়েছে……. আকাঙ্ক্ষা।
  • হাট বাজার কোন শব্দ যোগে সাধিত দ্বন্দ সমাস….. ।সমার্থক।
  • বিশেষ্য কত প্রকার…… ছয় প্রকার।
  • সীমার মাঝে অসীম তুমি বাক্যে মাঝে ……. মধ্যে।
  • বাক্যে ব্যবহৃত বিভক্তি যুক্ত শব্দ বা ধাতুকে বলে…… পদ।
  • অনুসর্ঘ কোনগুলো……অবধি/ হেতু।
  • বৃহদার্থে তদ্ধিত প্রত্যয়…….ডিঙ্গা।
  • সংখ্যা বাচক শব্দ কত প্রকার….. চার প্রকার।
  • চিক চিক করে বালু কোথায় নাই কাঁদা…….ক্রিয়া বিশেষণ।
  • পূরন বাচক সংখ্যা……দশম।
  • নিমরাজি শব্দের নিম উপর্সগ টি কোন‌ ভাষার………ফারসি।
  • হাতাহাতি কোন সমাস…..বহুব্রীহি।
  • বিশেষ অর্থে নির্দিষ্টতা ……… পাটি।
  • বাংলা উপসর্গ ………২১ টি।
  • রূপক কর্মধারয় সমাস ……..মনমাঝি।

প্রিয় এইচএসসি পরীক্ষার্থী নিশ্চয় পরীক্ষা অনেক অনেক ভালো হয়েছে এবং ইনশাআল্লাহ আগামী পরীক্ষা গুলো ও ভালো হবে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র নৈব্যক্তিক সমাধান দিলাম এই MCQ. গুলো কিন্তু সবার জানা দরকার যেকোন নিয়োগ পরীক্ষায় ও কিন্তু ব্যাকরন থেকে এইসব নৈব্যক্তিক প্রশ্ন আসে তাই এগুলো অতি গুরুত্বপূর্ণ।

এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্র সাজেশন ২০২২

shaheda

I'm a proud member of scholarsme. Content Writer and SEO Expert, I completed my graduation in Political science, and I love to share university suggestions and scholarship information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button