অনার্স অর্থনীতি ডিপার্টমেন্টের জন্য আজকের পরামর্শ হিসাবে নিয়ে এসেছি অনার্স ৩য় বর্ষ সামষ্টিক অর্থনীতি ২০২৩ & Honours 3rd year macro economics suggestion নিয়ে। যারা এ বিষয়ে পড়াশোনা করেন তাদের জন্য আজকের আর্টিকেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শিক্ষার্থীরা সাজেশন এবং শর্ট সিলেবাস হিসেবেও পড়ে যেতে পারেন।
তবে মনে রাখবেন এটি একটি সহায়ক বই। মূল বই পড়া শেষে কেবলমাত্র শিক্ষার্থীরা এই বইটি পড়বে। সেরা গুরুত্বপূর্ণ এবং কমন প্রশ্নগুলো সহ বিগত সালের প্রশ্ন দেওয়া রয়েছে এই সাজেশনে। সাজেশনটিতে শিক্ষার্থীরা শুধুমাত্র পাচ্ছে প্রশ্ন।
অর্থনীতি বিষয়টা অনেকের কাছে জটিল মনে হয়। তাই এ বিষয় নিয়ে চিন্তিত থাকেন শিক্ষার্থীবৃন্দরা। অনেকে টিউশন পড়ে এবং বিভিন্ন ধরনের সাজেশন খুঁজে থাকে। কারণ সাজেশন থেকে প্রায় ৬০% প্রশ্নগুলো কমন থেকে যায়। এই সাজেশন গুলো সাধারণত অনেক দামে বিক্রি করা হয়। কিন্তু শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা ফ্রিতে এ সাজেশন দিচ্ছি। যে কোন শিক্ষার্থী এর সাজেশনটি দেখে পড়তে পারবে এবং পরীক্ষায় নিজেকে আরও ভালোভাবে প্রস্তুতি করে নিতে পারবেন।
অনার্স ৩য় বর্ষ সামষ্টিক অর্থনীতি ২০২৩ | Honours 3rd year macro economics suggestion
ক বিভাগ
- বেকারত্বের স্বাভাবিক হার কোনটি
- ওকান বিধি কি?
- বেকারত্ব কি
- পূর্ণ নিয়োগ কি
- চূড়ান্ত দ্রব্য কি
- মিশ্রণ অর্থনীতি কি
- স্বাভাবিক হিসাব কি
- দ্বৈত্য গণনার হিসাব সমস্যা কি
- স্বাভাবিক হিসাব কি
- মাথাপিছু আয় কি
- কর্মসংস্থান কি
- GDP কি
- হস্তান্তর ব্যয়গুনক কি
- স্বল্পকালীন সঞ্চয় কি
- প্রকৃত মজুরি কি
- মজুরি সংস্থা বলতে কি বুঝেন
- শ্রমিক সংঘ কাহাকে বলে
- ন্যূনতম মজুরি কাহাকে বলা হয়
- ব্যাংক হার কি
- মার্চেন্ট ব্যাংক বলতে কি বুঝেন
- কেন্দ্রিয় ব্যাংক কাকে বলে
- ঋণপত্র কাকে বলে
- চলতি হিসাব কি
- চেইন ব্যাংক কি
- মুদ্রা সংকোচন কি
- অর্থ বাজার কাকে বলা হয়
- অর্থের মোট চাহিদা আপেক্ষিকটি লিখুন
- মানি লন্ডারিং কি
- সমোচ্ছেদ বিন্দুর সংজ্ঞা দিন
- স্থায়ী আয়ের সংজ্ঞা দিন
- ভারসাম্য জাতীয়তা কি
- রিফ্লেশন কি
খ বিভাগ অনার্স ৩য় বর্ষ সামষ্টিক অর্থনীতি ২০২৩
- সামস্টিক অর্থনীতি বলতে কি বুঝেন
- সামস্তিক ও ব্যষ্টিক অর্থনীতির মডেলের সংজ্ঞা দিন
- মোট জাতীয় উৎপাদন হতে কিভাবে জাতীয় আয় পাওয়া যায়
- বাণিজ্য চক্র কি তার চিত্রসহ ব্যাখ্যা করুন
- সামগ্রিক চাহিদা কি
- হস্তান্তর পাওনা কেনো GNP এর অন্তর্ভুক্ত হয় না
- বিনয়কের নির্ধারক গুলো আলোচনা করুন
- মুদ্রার স্ফীতি কারণ গুলো ব্যাখ্যা করুন
- ত্বরণ ও গুণকের মধ্যে পার্থক্য নির্দেশনা করুন
- অর্থের চাহিদা কাহাকে বলে এবং এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করুন
- প্রকৃত মজুরি ও আর্থিক মজুরির মধ্যে বর্ণনা করুন
- কেন্দ্রীয় ব্যাংক অন্য ব্যাংকের ব্যাংক ব্যাখ্যা করুন
- কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা দিন
- বাণিজ্যিক ব্যাংক এর মূলনীতি আলোচনা করুন
- বাণিজ্যিক ব্যাংক হচ্ছে ঋণ আমানত সৃষ্টি করে ব্যাখ্যা করুন
- কেন্দ্রীয় ব্যাংকগুলো অন্য ব্যাংকের ব্যাখ্যা করুন
গ বিভাগ অনার্স ৩য় বর্ষ সামষ্টিক অর্থনীতি ২০২৩
- সামস্টিক ও ব্যষ্টিক চলকের মধ্যে পার্থক্য নির্দেশনা করুন
- অর্থনৈতিক ও ব্যষ্টিক মডেলের পার্থক্য আলোচনা করুন
- মোট জাতীয় নির্যাতন এবং উৎপাদনের পার্থক্য লিখুন
- জাতীয় আয় পরিমাপের সমস্যা হলে, কিভাবে দূর করা যাবে তা পর্যালোচনা করুন
- অর্থনৈতিক স্থিতিশীলতা বলতে কি বুঝেন
- আয় বৈষম্যের ফলাফল এর প্রভাব বাংলাদেশের উপর কিতাব বর্ণনা করুন
- শ্রমিক সংঘের অসুবিধা এবং সুবিধার বর্ণনা করুন
- বাংলাদেশ বেকার সমস্যা সমাধানের উপায় সমূহ লিখুন
- বেকারত্ব শ্রেণীবিভাগ আলোচনা করুন
- বেকারত্ব হার কি? বেকারত্বের পরিমাপ নির্ণয় করুন
- ভোগ প্রবণতার ওপর বিস্তারকারী উপাদান লিখুন
- বাংলাদেশ বেকার সমস্যা সমাধানের উপায় গুলো বর্ণনা করুন
- অর্থের চাহিদা নির্ধারক কি? চাহিদা নির্ধারক বর্ণনা করুন
- নোট ইস্যুর পদ্ধতিগুলো ব্যাখ্যা করুন
- কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী ব্যাখ্যা করুন
- মুনাফা এবং বাণিজ্যিক ব্যাংক পরস্পর বিরোধী নেত্রীর মধ্যে স্থাপন করে তা ব্যাখ্যা করুন
- আধুনিক অর্থনীতি বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব ও ভূমিকা আলোচনা করুন
- সরকার কেন ঋণ গ্রহণ করেন। সরকারি ঋণের উৎসসমূহ লিখুন
অনার্স ৩য় বর্ষ সামষ্টিক অর্থনীতি ২০২৩ আরো অন্যান্য বর্ষের সাজেশন দেখুন।
- অনার্স ৪র্থ বর্ষ কৃষক সমাজ সাজেশন ২০২৩ | Honours 4th Year Peasant Society Of Bangladesh
- অনার্স ৩য় বর্ষ নগর সমাজবিজ্ঞান সাজেশন ২০২৩ | Honours 3rd year Rural and urban sociology suggestion
- অনার্স ৩য় বর্ষ কৃষি ও গ্রামীণ অর্থনীতি সাজেশন ২০২৩ | Honours 3rd year suggestion 2023
- অনার্স ৩য় বর্ষ বাংলা উপন্যাস সাজেশন ২০২৩। Honours 3rd year suggestion 2023
- অনার্স ৩য় বর্ষের বাংলাদেশের করবিধি সাজেশন ২০২৩ | Honours 3rd year suggestion