১০টি সেরা ফ্রি ওয়ার্ডপ্রেস থিম ২০২৩ | Best 10 Free WordPress Theme

মাহফুজুর রহমান
Free WordPress Theme

ফ্রি ওয়ার্ডপ্রেস থিম: ব্যক্তিগত কাজ বা অফিসিয়াল কাজের জন্য আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করে থাকি। Free WordPress Theme একটা প্রয়োজন অনুসারে ওয়েবসাইট গুলো একেক ক্যাটেগরি হয়। কেউ ব্যক্তিগত ওয়েবসাইট, শিক্ষামূলক ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, ওয়েবসাইট তৈরি করে থাকে। প্রত্যেকটি ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা ডিজাইন এর থিম ব্যবহার করা যায়। ডিজাইন ব্যতীত বিভিন্ন ফিচার যুক্ত সুবিধা পাওয়ায় থিম ব্যবহারের তারতম্য ঘটে। ফ্রি থিম গুলার পাশাপাশি ওয়ার্ডপ্রেস এ প্রিমিয়াম থিম রয়েছে। তবে আমরা আলোচনা করব আজকে ফ্রি থিমগুলো নিয়ে। ওয়ার্ডপ্রেস থিম এর জনপ্রিয়তা বেশি হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেস এর বহুল ব্যবহার। কারণ এর মাধ্যমে একজন প্রাথমিক লেভেলের ব্যবহারকারীরা খুব সহজেই ওয়েবসাইট তৈরি করতে পারে।

থিম অনুসারে কাস্টমাইজেশন এবং ডিজাইনার পদ্ধতি ভিন্ন হয়ে থাকে। ‌ তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে অনেক সময় ফ্রি থিম ব্যবহার করতে গিয়ে বিভিন্ন ধরনের ক্র্যাক ভার্সন ব্যবহার করে। এতে করে ওয়েবসাইটের যেকোনো ধরনের স্পামিং এর শিকার হতে পারে। এজন্য ফ্রি ব্যবহার করার সবাই এসব বিষয় খেয়াল রাখতে হবে।

১০ টি ফ্রি ওয়ার্ডপ্রেস থিম Top 10 Free WordPress Theme 2023

  • Generatepress
  • Astra
  • Neve
  • OceanWp
  • Hestia
  • Sydney
  • Kadence
  • Blocksy
  • Ashe
  • Zakra

সেরা ১০ টি ফ্রি ওয়ার্ডপ্রেস থিম এবং এর ফিচারসমূহ

১. Generatepress
ওয়ার্ডপ্রেস এর জনপ্রিয় এবং দ্রুত গতির ঠিক হচ্ছে Generatepress থিম। ‌ ওয়েবসাইটকে ফাস্ট করতে এবং দ্রুত লোডিং এর জন্য থিমটি গুরুত্ব দেওয়া হয়েছে। যারা বলতো ওয়েবসাইটের লোডিং স্পিডকে গুরুত্ব দিয়ে থাকে তাদের জন্য এই থিম পারফেক্ট। Generatepress কোডিং স্ট্যান্ডার্ড এবং ওয়ার্ডপ্রেস যে অনুসারে ডিজাইন করা হয়েছে। ই-কমার্স এর পর তো কয়েকটি ক্যাটাগরি বাদে যে কোন ওয়েবসাইটের মাধ্যমে ডিজাইন করা যায় খুব সহজে।

generatepress
generatepress

২. Astra
ওয়ার্ডপ্রেসের সবচেয়ে বেশি ব্যবহৃত থিম হচ্ছে Astra. এ প্লাটফর্মের সবচেয়ে বেশি জনপ্রিয় থিম হচ্ছে এটি। খুব সহজেই এবং এর লে আউটগুলো এডিট করা যায় ‌। এর ব্যবহারকারী প্রায় ১ মিলিয়ন এর বেশি। Astra যেমন দ্রুত গতি সম্পন্ন ঠিক তেমনি একটি শক্তিশালী ঠিক। যেকোনো ধরনের শক্তিশালী ওয়েবসাইটের মাধ্যমে ডিজাইন করা যায় এবং ফাস্ট লোডিং স্পিড বৃদ্ধি করা যায়।

Astra free theme
Astra free theme

৩. Neve
ব্লগ ওয়েবসাইটের জন্য Neve থিমটি উপযুক্তভাবে তৈরি করা হয়েছে। যেকোনো ধরনের ব্লগ সাইট তৈরি করার জন্য এটি ব্যবহার করা যায়। ওয়েবসাইটকে সুন্দরভাবে কাস্টমাইজ করার জন্য এরমধ্যে রয়েছে নানা ধরনের অপশন। যেগুলো ব্যবহার করে সাইটটিকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারা যায়। এজন্য কোন এক্সপার্ট এর প্রয়োজন হয় না।
থিমের কিছু ফিচারসমূহ
১. রেস্পনসিভ
২. ফাস্ট লেডিস স্পিড
৩. সহজ কাস্টমাইজেশন অপশন
৪. ফ্রি টেমপ্লেট লাইব্রেরী

৪. OceanWp
ফ্রি থিমগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী থিম হচ্ছে OceanWp. যেমন শক্তিশালী ঠিক তেমনি এর কার্যক্ষমতা ও অনেক বেশি। ব্যক্তিগত ব্লগ সাইট থেকে করে ই-কমার্স ওয়েবসাইট পর্যন্ত যেকোনো ধরনের ওয়েবসাইট ডিজাইন করা যায়।
থিমটির ফিচারসমূহ
১. ফাস্ট লোডিং
২. রেস্পন্সিভ ডিজাইন
৩. ও কমার্স
৪. এসইও ফ্রেন্ডলি

Ocean
Ocean

৫. Hestia
পোর্টফোলিও, ব্যক্তিগত ব্লগ, ব্যবসায়িক ওয়েবসাইট সহ যেকোনো ধরনের সাইটের মাধ্যমে তৈরি করা যায়। অন্যান্য থিমের তুলনায় থিমেরর ডিজাইন একটু ভিন্ন রকম।
থিমের ফিচারসমূহ
১. এলিমেন্টর পেজ বিল্ডার
২. ও কমার্স
৩. ট্রাভেল ম্যাপ
৪. কন্টাক্ট পেজ ডিজাইন
৫. ফটো গ্যালারী

hestia
hestia

৬. Sydney
পোর্টফোলিও, বিজনেস এবং ব্লগ ওয়েবসাইটের জন্য জনপ্রিয় থিম হচ্ছে Sydney. ব্লগিং এর ক্ষেত্রে যারা নতুন তাদের জন্য এটি সেরা। ‌ যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি এ থিম।
থিমটির ফিচারসমূহ
১. গুগল ফন্ট
২. লে আউট অপশন
৩. ফুল কালার কন্ট্রোল
৪. হেডার ইমেজ

Sydney
Sydney

সেরা ৫টি ফ্রি ওয়েব ডেভেলপমেন্ট কোর্স

৭. Kadence
প্রায় সব ফিচার যুক্ত থিম হচ্ছে Kadence. এই ফ্রি থিমে এমন কিছু ফিচার রয়েছে যেগুলো পেইড থিম ব্যতীত পাওয়া যায় না।
থিম ফিচারসমূহ
১. হোম পেজ ডিজাইন
২. কালার কন্ট্রোল
৩. কনটেন্ট এডিটিং
৪. লে আউট কন্ট্রোল

Kedence
Kedence

৮. Ashe
ম্যাগাজিন ক্যাটাগরি সকল সাইট তৈরির জন্য Ashe ব্যবহার করা হয়। ‌ মূলত ব্লগ এবং ম্যাগাজিনের উপর ভিত্তি তৈরি করা হয়েছে।
থিমটির ফিচারসমূহ
১. ফাস্ট লোডি ং স্পিড
২. এসইও ফ্রেন্ডলি
৩. মোবাইল অপটিমাইজ
৪. ও কমার্স
৫. কাস্টম উইজেট

Ashe wordpress theme
Ashe wordpress theme

৯. Blocksy
ওয়ার্ডপ্রেসে ফ্রী থিমগুলোর মধ্যে নতুন থিম হচ্ছে এটি। আপডেট ভার্সন হয় এর মধ্যে রয়েছে প্রায় সকল ধরনের ফিচার। ‌ অধিকাংশ প্রিমিয়াম ফিচারগুলো এতে ফ্রিতে পাওয়া যায়। ‌

How To Start a Profitable WordPress Blog Without Coding

১০. Zakra Free WordPress theme


ওয়েব সাইটের জন্য যদি ফাস্ট থিম খুঁজতে চান তাহলে অবশ্যই প্রথমে আসবে Zakra Theme. এটি হচ্ছে যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি এবং ফ্লেক্সিবল। যে কেউ খুব সহজে এর মাধ্যমে ওয়েবসাইট ডিজাইন করে দিতে পারবে নিজের ইচ্ছা মত।
থিমটির ফিচারসমূহ
১. রেস্পন্সিভ ডিজাইন
২. এস ইও ফ্রেন্ডলি
৩. মেজর পেজ বিল্ডার

How To Build A Website Using WordPress

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।