ডিগ্রি ২য় বর্ষ বাংলা সাজেশন বাংলা সাজেশন ২০২৩ ডিগ্ৰী দ্বিতীয় বর্ষ: সুপ্রিয় ডিগ্ৰী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আপনাদের জন্য ডিগ্ৰী দ্বিতীয় বর্ষের বাংলা সাজেশন টি শেয়ার করলাম ১০০% নিশ্চিত এই সাজেশন টি আপনাদের কে অনেক সাহায্য করবে ।বাংলা আমাদের জাতীয় ভাষা আর এই ভাষায় দক্ষতা থাকা আমাদের অবশ্যই প্রয়োজন ।আজ আপনাদের সাথে শেয়ার করলাম বাংলা জাতীয় ভাষা এর ফাইনাল সাজেশন। Degree 2nd year Bangla Suggestion.
বাংলা জাতীয় ভাষা ( আবশ্যিক) ফাইনাল সাজেশন ।
ডিগ্রি দ্বিতীয় বর্ষের বাংলা সাজেশন প্রথমে সাহিত্য: নির্বাচিত কবিতা এগুলো হলো সিলেবাস কেননা সিলেবাস সম্পর্কে যদি নাই জানো তাহলে সাজেশন সম্পর্কে জানবে কিভাবে তাই আমি আপনাদের সাথে প্রথমে সিলেবাসটা শেয়ার করলাম।
ক…. সাহিত্য , নির্বাচিত কবিতা।
- মাইকেল মধুসূদন দত্ত …. আত্মবিলাপ।
- রবীন্দ্রনাথ ঠাকুর…….ঐকতান।
- কাজী নজরুল ইসলাম………চৈতি হাওয়া।
- জীবনানন্দ দাস…….চৈতি হাওয়া।
- ফররুখ আহমদ……..ডাহুক।
- শামসুর রহমান………বার বার ফিরে আসে।
- আল মাহমুদ ……. সোনালী কাবিন।
২……নির্বাচিত প্রবন্ধ।
বম্কিমচন্দ্র চট্টপাধ্যায় …….বাঙ্গালা ভাষা।
- হরপ্রসাদ শাস্ত্রি…….তৈল।
- রবীন্দ্রনাথ ঠাকুর…….সভ্যতার সংকট।
- প্রমথ চৌধুরী……. যৌবনে দাও রাজটিকা।
- কাজী আব্দুল ওদুদ……..বাংলার জাগরন।
- কাজী নজরুল ইসলাম……. রাজবন্দীর জবানবন্দি।
- মোতাহের হোসেন চৌধুরী….. সংস্কৃতির কথা।
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ফাইনাল সাজেশন ডিগ্রি ১ম বর্ষ
৩ নির্বাচিত গল্প।
- রবীন্দ্রনাথ ঠাকুর……একরাত্রি।
- বিভূতিভুষণ বন্দোপাধ্যায়..….. পুঁই মাচা।
- আবুল মনসুর আহমদ……হুযুর কেবলা।
- মানিক বন্দ্যোপাধ্যায় …… প্রাগৈতিহাসিক।
- সৈয়দ ওয়ালীউল্লাহ…. নয়নচারা।
- শামসুদ্দীন আবুল কালাম…..পথ জানা নেই।
- হাসান আজিজুল হক….আত্মজা ও একটি আরবী গাছ।
খ….ভাষা শিক্ষা।
ডিগ্রি ২য় বর্ষ বাংলা সাজেশন ২০২৩: ভাষা শিক্ষা থেকে যেসব বিষয় আসবে তার মধ্যে পত্র রচনা আমাদের ব্লগে ইতোমধ্যে পোষ্ট আছে বাংলা ব্যাকরন এর বিষয়ে এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র এর ফাইনাল সাজেশন টির পত্র রচনা সবগুলো বিষয় শেয়ার করা হয়েছে চাইলে আপনারা ও শেয়ার করতে পারবেন।
- পত্র রচনা…..ব্যাক্তিগত পত্র, দাপ্তরিক পত্রের,ব্যবসায় সংক্রান্ত পত্র, আবেদন পত্রের ,মানপত্র।
- গদ্যরীতি …..সাধু , চলিত ও আঞ্চলিক ভাষা।
- প্রমিত বাংলা বানানের নিয়ম ( বাংলা একাডেমি ঢাকা)
- অনুবাদ…. ইংরেজি থেকে বাংলা।
- সারসংক্ষেপ।
বাংলা জাতীয় ভাষা আবশ্যিক ফাইনাল সাজেশন ডিগ্রি ২য় বর্ষ বাংলা সাজেশন ২০২৩
ক বিভাগ। সংক্ষিপ্ত প্রশ্নাবলী।
- ঐকতান শব্দের অর্থ কী?
- বার বার ফিরে আসে কবিতাটি শামসুর রাহমানের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
- নিষাদ কি কোনদিন পঙ্কিনির গোত্রের ভূল করে।এটি কোন কবিতার চলন?
- টেকচাদি বাঙালা কি?
- বাংলা নবজাগরণের প্রভাত নক্ষত্র কে?
- রাজবন্দীর জবানবন্দি প্রবন্ধের লেখককে কোন অভিযোগ অভিযুক্ত করা হয়েছে?
- একরাত্রি গল্পের নায়ক কি হতে চেয়েছিল?
- ক্ষেন্তি কি রোগে মৃত্যু বরন করে?
- গরুচন্ডালী দোষ কি?
- ক্ষনপ্রভা শব্দের অর্থ কী?
- বনলতা সেন কবিতায়কবি কত বছর ধরে হাঁটলেন?
- ডাহুকের সুরে কিসের ইঙ্গিত করে?
- জন ব্রাইট কে?
- রাজবন্দির জবানবন্দি কবি কোথিয় বসে রচনা করেন?
- সুরবালার স্বামীর নাম কি?
- প্রকৃত যৌবন বলতে কবি কি বুঝিয়েছেন?
- কে নিজের স্বর্ঘ নিজেই সৃষ্টি করে?
- চৈতি কবিতায় বৌ কথা কও পাখি কোথাও বসে থাকতো?
- আত্মবিলাপ কবিতায় মধূসুদন দত্ত কিসের ছলনায় ভুগছেন?
- চৈতি হাওয়ায় কবিতায় কবি কার স্মৃতি চারন করেছেন?
- ঐকতান শব্দের অর্থ কী?
- আঙ্গিক বিচারে সোনালী কাবিন কোন ধরনের কবিতা?
- এক রাত্রি গল্পে নায়িকার নাম কি?
- হুজুর কেবলার প্রধান খলিফা কে?
- সভ্যতার সংকট প্রবন্ধে ভারতবর্ষের দূরগতির জন্য রবীন্দ্রনাথ কাদের দায়ী করেছেন?
- নয়নচারা গল্পে উল্লেখিত নদীটির নাম কি?
ডিগ্রি ২য় বর্ষ বাংলা সাজেশন ২০২৩
গ বিভাগ রচনামূলক প্রশ্ন: ডিগ্রি ২য় বর্ষ বাংলা সাজেশন ২০২৩
প্রিয় ডিগ্ৰী ছাত্র-ছাত্রী এবং যারা ইতিমধ্যে পরীক্ষার্থী তাদের জন্য এই সাজেশন টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লিজ মন দিয়ে সাজেশনটা হলো করে পড়বেন অবশ্যই আপনাদের কাজে লাগবে।
- রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতার মূল বক্তব্য?
- সভ্যতার সংকট প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর সভ্যতার সংকট এবং তা থেকে উত্তরন সম্পর্কে যে অভিমত ব্যক্ত করেছেন তা আলোচনা কর?
- কবির ক্লান্ত পথিক সত্ত্বা কিভাবে শান্তি লাভ করেছিল বনলতা সেন কবিতা অবলম্বনে তা আলোচনা কর?
- ধর্ম সাধারণ লোকের কালচার এবং কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম ? উক্তিটির আলোকে ধর্ম ও সংস্কৃতির পার্থক্য নির্দেশ করে প্রবন্ধকারের বক্তব্য আলোচনা কর?
- প্রাগৈতিহাসিক গল্প অবলম্বনে ভিখুর চরিত্র আলোচনা কর?
- ছোট গল্প হিসাবে আত্মজা একটি করবী গাছ গল্পটির সাফল্য বিচার কর?
- কবি কাজী নজরুল ইসলামের চৈতি হাওয়ায় বিরহকষ্ট প্রেমিক কবির পরিচয় ফুটে ওঠেছে উক্তিটি ব্যাখা কর?
- ডাহুক কবিতার মুল বিষয়বস্তু আলোচনা কর?
- রাজবন্দীদর জবানবন্দি প্রবন্ধে কবির স্বদেশ প্রেমের যে ছবি উঠেছে তা আলোচনা কর?
- বাংলার নবজাগরণের রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা কর?
- রবীন্দ্রনাথের একরাত্রি গল্পের নামকরণের স্বার্থকতা আলোচনা কর?
- নয়নচারা গল্পে অবলম্বনে আমুর চরিত্র আলোচনা কর?
- ঐকতান কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর সাধারণ মানুষের যে জয়গান গেয়েছেন তাআলোচনা কর?
- যৌবনে দাও রাজটিকা প্রবন্ধ অবলম্বনে প্রমথ চৌধুরীর যৌবন বন্দনার স্বরূপ আলোচনা কর?
- “শামসুর রাহমানের বার বার ফিরে আসে বাংলাদেশের সামাজিক রাজনৈতিক,বিক্ষোভ ও গনআন্দোলনের প্রেরনাদীপ্ত কবিতা ” উক্তিটির আলোকে কবিতাটি ব্যাখা কর?
- মোতাহের হোসেন চৌধুরীর সংস্কৃতি কথা প্রবন্ধের মূল বক্তব্য আলোচনা কর?
- হুযুর কেবলা গল্প অবলম্বনে পীর সাহেবের চরিত্র আলোচনা কর?
ডিগ্রি ২য় বর্ষ বাংলা সাজেশন: বাংলা জাতীয় ভাষা আবশ্যিক ডিগ্ৰী দ্বিতীয় বর্ষ: ভাষা শিক্ষা।
বাংলা আমাদের মায়ের ভাষা জাতীয় ভাষা ,এ ভাষায় এত মাধুর্য তা অন্য কোন ভাষায় আমরা খুঁজে পাবো না তাই প্রিয় শিক্ষার্থী একটু কষ্ট করে এই বাংলায় একটু ভালো রেজাল্ট করার চেষ্টা করবেন।
- সাধু ও চলিত ভাষার পার্থক্য উদাহরন সহ লিখ?
- বাংলা একাডেমি প্রনীত বাংলা বানানের দশটি নিয়ম লিখ?
- একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য একটি আবেদন পত্র লিখ?
- তোমার কলেজের নবীনবরণ অনুষ্ঠানের একটি মানপত্র লিখ?
- তোমার কলেজের একজন বরণ্য মুক্তিযুদ্ধার আগমন উপলক্ষে একটি মানপত্র লিখ?
এছাড়াও আরো বিভিন্ন আবেদন পত্র ,মানপত্র আমাদের এই ব্লগে শেয়ার করেছি আপনারা ও শেয়ার করবেন এই সাজেশন টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটু খেয়াল করে পড়লেই অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবেন । বেশি বেশি শেয়ার করবেন নিজে জানবেন এবং অন্যকে জানাতে সাহায্য করবেন।