রশ্মি কাকে বলে? রশ্মির বৈশিষ্ট্য

রশ্মি কাকে বলে? রশ্মির বৈশিষ্ট্য

রশ্মি কাকে বলে: আসসালামুয়ালাইকুম,আদাব প্রিয় শিক্ষার্থী তথা পাঠক বৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের পোস্ট টি আজকে আমি রশ্মি কাকে বলে এই বিষয়টি শেয়ার করলাম। রশ্মি কাকে বলে এবং রশ্মির বৈশিষ্ট্য সমূহ শেয়ার করলাম।

রশ্মি কাকে বলে:

যদি কোন রেখাংশের একটি প্রান্তবিন্দুর অবস্থান ঠিক রেখে অপর প্রান্তবিন্দুটি ইচ্ছেমত বাড়ানো যায় তবে তাকে রশ্মি বলে।

রশ্মির বৈশিষ্ট্য:

জ্যামিতি তথা গনিতশাস্ত্রে রশ্মির ধারনা ব্যাপক। রশ্মি কাকে বলে এবং রশ্মির বৈশিষ্ট্য সমূহ শেয়ার করলাম

  • রশ্মির শুরু আছে শেষ নেই।
  • রশ্মির ধারনা রেখা থেকে এসেছে।
  • রশ্মির এক প্রান্তে তীর চিহ্ন দিতে হয় যাতে আরেক প্রান্তে নেই তাই এসব থেকে বুঝা যায় রশ্মির শুরু আছে শেষ নেই।
  • রশ্মির কোন প্রস্থ নেই ।
  • রশ্মির যদিও দৈর্ঘ্য আছে তবু রশ্মির নির্দিষ্ট কোন দৈর্ঘ্য নেই।
  • যে সকল বস্তুর শুরু আছে তবে শেষ নেই সেগুলোর নামের সাথে রশ্মি যোগ করে তাকে বলতে হয় যেমন, সূর্যরশ্মি, আলোকরশ্মি।
  • রশ্মির একটি মাত্র প্রান্তবিন্দু আছে।
  • রশ্মি নির্দিষ্ট স্থান থেকে শুরু হয়।

এছাড়াও আমাদের ব্লগে শেয়ার করা হয়েছে আপনাদের সকলের জানাকে আরো সহজ করতে। আপনাদের উপকারে আসতে পারলে অনেক ভালো লাগবে ।

কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করা হয়েছে ইতিমধ্যে যেমন,

কোন

কোনের প্রকারভেদ

বিন্দুর সংজ্ঞা

ত্রিভুজের সংজ্ঞা, প্রকারভেদ।

ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজ কত প্রকার ও কি কি? ত্রিভুজের বৈশিষ্ট্য

বাহু বা সরলরেখা কাকে বলে?

বিন্দু কাকে বলে? মধ্যবিন্দু এবং সমবিন্দু বহিস্থ বিন্দু কাকে বলে?

কোণ কাকে বলে? কোণ কত প্রকার ও কী কী

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।
Exit mobile version