জেএসসি ও জেডিসি পরীক্ষা আর হচ্ছে না

জেএসসি ও জেডিসি পরীক্ষা আর হচ্ছে না

জেএসসি ও জেডিসি পরীক্ষা আর হচ্ছে না : সুপ্রিয় পাঠক সবাই নিশ্চয় অনেক ভালো আছেন ।আজ আমি শেয়ার করলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে জেএসসি ও জেডিসি। পরীক্ষা আর হচ্ছে না এই বিষয় নিয়ে।

জেএসসি ও জেডিসি পরীক্ষা আর হচ্ছে না:

” আমরা করব জয় আমরা করবো জয় একদিন………..

আজকের শিশু আগামী দিনের কর্ণধার।আমাদের এই কোমলমতি শিক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল ‘ জেএসসি জেডিসি পরীক্ষা । কিন্তু এই জেএসসি ও জেডিসি পরীক্ষা আর হচ্ছে না ।

জেএসসি ও জেডিসি পরীক্ষা আর হচ্ছে না ।

” জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনুযায়ী জেএসসি ও জেডিসি পাবলিক / বোর্ড পরীক্ষা গ্ৰহনের ব্যবস্থা রাখা হয়নি বিধায় ২০২২ এবং ২০২৩ এবং তৎপরবর্তিতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা বাদ দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে”।

আর প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রী সানুগ্ৰহ অনুমোদন করেছেন। …..

জেএসসি ও জেডিসি পরীক্ষা আর হচ্ছে না

এই ছিল জেএসসি ও জেডিসি বাদ এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ পোস্ট ।আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমাদের শিক্ষার্থী ও অভিভাবক মহল সবাই জানতে পারেন । এছাড়াও আমাদের ব্লগে নতুন শিক্ষা কার্যক্রম , শিক্ষার রূপরেখা ইত্যাদি বিষয়ে ইতিমধ্যে শেয়ার করা হয়েছে আপনারা ও বেশী করে শেয়ার করবেন।

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।
Exit mobile version