চতুর্ভুজ কাকে বলে: প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ শেয়ার করলাম জ্যামিতির অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় চতুর্ভুজ। এছাড়াও আমাদের ব্লগে ইতোমধ্যে বিন্দু , বাহু ,কোন , ত্রিভুজ এগুলো ও শেয়ার করা হয়েছে ।
চতুর্ভুজ কাকে বলে :
চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে।
বিভিন্ন প্রকার চতুর্ভুজের পরিচয় ও বৈশিষ্ট্য:
বর্গক্ষেত্র :
যে চতুর্ভুজের চারটি বাহুই সমান এবং প্রত্যেকটি কোন সমকোন ( ৯০° ) তাকে বর্গ ক্ষেত্র বলে।
রম্বস:
যে চতুর্ভুজের চারটি বাহুই পরস্পর সমান কিন্তু কোন চারটি একটি ও সমকোন নয় এই রূপ চতুর্ভুজকে রম্বস বলে।
আয়তক্ষেত্র:
যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল এবং চারটি কোন ই সমকোন তাকে আয়তক্ষেত্র বলে।
সামান্তরিক :
যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল এবং কোনগুলো সমকোন নয় তাকে সামান্তরিক বলে।
ট্রাপিজিয়াম:
যে চতুর্ভুজের দুটি বিপরীত বাহু সমান্তরাল ও অসমান এবং অপর বাহুদ্বয় সমান্তরাল নয় এরূপ চর্তুভুজকে ট্রাপিজিয়াম।
অন্তলিখিত চর্তুভুজ:
যে চতুর্ভুজের কৌনিকবিন্দু চারটি একটি বৃত্তের পরিধির উপর অবস্থিত তাকে অন্তলিখিত চর্তুভুজ বলে।
ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজ কত প্রকার ও কি কি? ত্রিভুজের বৈশিষ্ট্য
বিন্দু কাকে বলে? মধ্যবিন্দু এবং সমবিন্দু বহিস্থ বিন্দু কাকে বলে?
কোণ কাকে বলে? কোণ কত প্রকার ও কী কী
রশ্মি কাকে বলে? রশ্মির বৈশিষ্ট্য
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চর্তুভুজ সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর শেয়ার করলাম এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সহিত পড়বেন এবং এগুলো প্রথম থেকেই শিখলে জীবনের প্রতিটি পদক্ষেপে কাজে লাগবে চর্তুভুজ ছাড়াও আমাদের ব্লগে বিন্দু,কোন ,কোনের প্রকারভেদ, ত্রিভুজ ,রশ্মি এগুলোর সংজ্ঞা ও শেয়ার করা হয়েছে আপনারা শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকুন।