কে এই নিউইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানি?

২০২৫ সালে ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি নিউইয়র্কের নতুন মেয়র হয়েছেন। আর এই খবরটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় আন্তর্জাতিক বিশ্বে। শুধুমাত্র ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই খবরটি সারা বিশ্বে ব্যাপক আলোচনা হচ্ছে এবং গুঞ্জন উঠেছে। আজকে আমরা এই নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি সম্পর্কে জানব। তিনি কে এবং তার বায়োগ্রাফি সম্পর্কে সংক্ষিপ্ত একটি ধারণা।

Zohran Mamdani Biography:

তার মেয়র হওয়ার সম্পর্কে বিস্তারিত তথ্য জানার পূর্বে আমরা তার ব্যক্তিগত কিছু তথ্য জানবো। অর্থাৎ জোহরান মামদানি জীবনী সম্পর্কে বেশ কিছু ধারনা নেব। তিনি হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত একজন মার্কিন রাজনীতিবিদ। যিনি নিউইয়র্ক সিটি নবনির্বাচিত মেয়র হিসেবে নিয়োজিত হয়েছেন।

১৯৯১ সালের ১৮ই অক্টোবর তিনি কাম্পালা উগান্ডা তে জন্মগ্রহণ করেন। তার স্ত্রী নাম হচ্ছে রামা দোয়াজি। তিনি ২০২৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার পিতার নাম মাহমুদ মামদানি, মাতার নাম হচ্ছে মিরা নায়ার। তিনি বডিয়ান কলেজ থেকে লেখাপড়া করেছেন। রাজনৈতিক দল হিসেবে তিনি ডেমোক্রেটিক পার্টি সঙ্গে যুক্ত রয়েছেন।

তবে যাই হোক তার এই সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত জানার সাথে সাথে আমরা জানবো তার রাজনীতিকে আসার ব্যাপারে তথ্য। যে তথ্যটি নিয়ে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন গণমাধ্যমে আলোচনা হচ্ছে। চলুন তাহলে নিচে থেকে এখন বিস্তারিত সব তথ্য গুলো জানি।

নিউইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানি:

বলা হচ্ছে নিউইয়র্কের ৬০ বছরের রেকর্ড ভেঙেছে। কারণ তিনি সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়েছেন। ৯১ শতাংশ ভোট গণনা শেষে দেখা গিয়েছে তিনি ৯০ লাখেরও বেশি ভোট পেয়েছেন। যার পরিমাণ 50.4 শতাংশ। অন্যদিকে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী androcomo পেয়েছেন ৮ লাখ ৫০ হাজার ভোট। যার পরিমাণ ৪১ দশমিক ৬ শতাংশ ভোট।

অন্যদিকে রিপাবলিকান প্রার্থী পেয়েছে ১ লক্ষ ৪৬ হাজার ভোট। যার পরিমাণ সাত শতাংশ। সর্বশেষে ১০ লক্ষ ৩৬ হাজার ভোট পেয়ে চূড়ান্তভাবে জয়লাভ করেন তিনি। অন্যদিকে 1965 সালে রিপাবলিকান প্রার্থী ১১ লাখ ৪৯ হাজার ছয়টি ভোট পেয়েছিলেন। দীর্ঘ সময় পর সর্বোচ্চ ভোট পেয়ে নিউইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানি। যা নিয়ে আলোচনায় এসেছেন তিনি।

এ বিষয়ে ট্রাম ্প একটি বিস্ফোরক মন্তব্য দিয়েছেন। তিনি বলেছেন তিনি যদি প্রার্থী হতেন তাহলে মামদানি জিততে পারতেন না। সরকারের চলমান শাটডাউন কেউ রিপাবলিকান্তের থেকে পরাজয়ের আরেক কারণ। একদিকে জোহরান মামদানি নিউইয়র্কের ১১১ তম মেয়াদ হিসেবে নির্বাচিত হয়েছেন। আর তিনি মাত্র ৩৪ বছর বয়সেই সবচেয়ে কনিষ্ঠ হয়েছেন বর্তমান শতাব্দীর। আর তিনি একজন প্রথম তিনি মুসলিম হিসাবে প্রথম নিউইয়র্কের মেয়র হিসেবে নির্বাচিত দেয়া হয়েছে।

মেয়র জোহরান মামদানি কততম মেয়র?

তিনি হচ্ছেন ১১১ তম মেয়র।

তিনি কত ভোট পেয়ে জয়লাভ করেছেন?

১০ লক্ষ ৩৬ হাজার ভোট পেয়ে তিনি জয়লাভ করেছেন।

মেয়র জোহরান মামদানি কোন রাজনৈতিক দল করেন?

তিনি রিপাবলিকান করেন।

Jahid Hasan

জাহিদ হাসান পেশায় একজন প্রফেশনাল রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে স্কলার্সমী নিউজে পাবলিশ করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button