ইয়ামাহা মোটরসাইকেল প্রাইস ইন বাংলাদেশ ২০২৩ | Yamaha motorcycle price in Bangladesh 2023

ইয়ামাহা মোটরসাইকেল প্রাইস ইন বাংলাদেশ ২০২৩ | Yahmaha motorcycle price in Bangladesh 2023

মোটরবাইক আলোচনার প্রসঙ্গে আজকে রয়েছে ইয়ামাহা মোটরসাইকেল প্রাইস ইন বাংলাদেশ বা Yamaha motorcycle price in Bangladesh নিয়ে। ‌২০০০ সালের আগের থেকেই এই ব্র্যান্ডটি আমাদের দেশে জনপ্রিয়তার সঙ্গে সার্ভিস দিয়ে যাচ্ছে। এই বাইকগুলোর ডিজাইন যেমন ইউনিক পারফরমেন্সের দিক থেকেও উচ্চপর্যায়।

সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে রেস বাইক রয়েছে এই ব্র্যান্ডটির। এ আর্টিকেলের মাধ্যমে ইয়ামাহা নতুন বাইক ২০২৩, ইয়ামাহা ১৫০ সিসি বাইক ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন। ‌ তার আগে এই কোম্পানিটির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা নিজে থেকে জেনে নেই।

এটি একটি জাপানিজ ব্র্যান্ড। ‌ আমরা জানি জাপানিজ ব্র্যান্ড মানেই আলাদা একটা ব্যাপার। ডিজাইন এবং মানের দিক থেকে অনেক উন্নত থাকে অন্যান্য দেশের ব্রান্ড থেকে। এগুলোর চাহিদা ও থাকে ওদের কাছে প্রচুর। এর সদর দপ্তর জাপানেই অবস্থিত। মালিক হচ্ছে কয়েকজন। অর্থাৎ এটি শেয়ার মালিকানা প্রতিষ্ঠান। ২০১৪ সালের জরিপ অনুসারে ১৪ হাজারের অধিক মানুষের এখানে কাজ করে। ‌৫০ বছরের অধিক সময় ধরে এরা গ্রাহকদের চাহিদা অনুসারে মোটরবাইক দিয়ে সেবা করছেন।

ইয়ামাহা মোটরসাইকেল প্রাইস ইন বাংলাদেশ ২০২৩ বা Yamaha motorcycle price in Bangladesh 2023

ইয়ামাহা বাইক 2023

তরুণ থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবারই পছন্দ এই ইয়ামাহা ব্র্যান্ড। যারা ৫০ বছরে ঊর্ধে তারাও একসময় তরুণ ছিল। তখনো তাদের পছন্দের ব্র্যান্ড ছিল এইটি। অর্থাৎ যুগের সাথে তাল মিলিয়ে এই কোম্পানিটি গ্রাহকদের চাহিদা মিটিয়েছে। এখন পর্যন্তও তারা তাদের স্পেশালিটি ধরে রেখেছে। ‌ আসুন জেনে নেই ২০২৩ সালে সেরা ইয়ামাহা মোটরসাইকেল স্পেসিফিকেশন সম্পর্কে।

Engine155 cc
Mileage36 Kmpl
Top Speed148 Kmph
Price575000 Tk

Yamaha R15 V4

Engine155 cc
Mileage36 Kmpl
Top Speed148 Kmph
Price560,000Tk
Yamaha motorcycle price in Bangladesh

Yamaha R15 v3

Engine155 cc
Mileage35 Kmpl
Top Speed156 Kmph
Price475000 Tk
ইয়ামাহা মোটরসাইকেল প্রাইস ইন বাংলাদেশ

Yamaha FZS FI

Engine149 cc
Mileage47 Kmpl
Top Speed110 Kmph
Price2250000 Tk

Yamaha Fazer FI v2.0

Engine149 cc
Mileage45 Kmpl
Top Speed109 Kmph
Price290000 Tk

Yamaha bike price in Bd under 30000 Tk

Yamaha Alpha

  • Engine – 113cc
  • Mileage – 62 Kmpl
  • Top Speed – 80 Kmpl
  • Price in BDT – 142000 Tk

Yamaha RayZR 125 Hybrid

  • Engine – 125 cc
  • Mileage – 66 Kmpl
  • Top Speed – 95 Kmpl
  • Price in BDT – 235000 tk

Yamaha FZS Fi v3 ABS

  • Engine -149 cc (air-cooled)
  • Mileage – 45 Kmpl (average)
  • Top Speed – 110 Kmph
  • Price in Bd- 255000 tk

Yamaha XTZ 150 ইয়ামাহা মোটরসাইকেল প্রাইস ইন বাংলাদেশ / Yahmaha motorcycle price in Bangladesh 380000 Tk

ইয়ামাহা বাইক কিস্তিতে

যারা ইয়ামাহা বাইক কিস্তিতে নিতে চাচ্ছেন তাদের অবশ্যই সিটি ব্যাংকের মাধ্যমে নিতে হবে। নির্দিষ্ট শর্তসাপেক্ষে অন্যান্য মাধ্যমে বাইক নিতে পারেন। ‌ তবে সিটি ব্যাংক লাইক এর মূল্যের ৮০% পর্যন্ত সহজে লোন দিয়ে থাকে। তবে সর্বোচ্চ ছয় কিস্তিতে গ্রাহককে বাইকের মূল্য পরিশোধ করতে হবে। খুব সামান্য ইন্টারেস্টে এই লোন নেওয়া যায়।

তবে তার আগে মোটরসাইকেল কেনার পূর্বে কিছু নির্দিষ্ট বিষয়ের সতর্ক থাকবেন। সকল পার্টস যেমন ইঞ্জিন কোয়ালিটি, মাইলেজ, টপ স্পিড, ওজন ইত্যাদি বিষয়ে জানতে হবে। তাহলে আপনি আপনার মনের মতো বাইকটি নির্বাচন করতে পারবেন। আর কেন সময় অবশ্যই অভিজ্ঞ কাউকে সঙ্গে নিয়ে যাবেন। ‌আর দেখতে হবে প্রয়োজনীয় সকল কাগজপত্র ঠিক আছে কিনা। সকল কাগজপত্র খুঁজে পাওয়ার পর বাইকটি নিবেন। যারা ব্যবহৃত মোটরসাইকেল কেনেন তাদের এ বিষয়ে আরো বেশি খেয়াল রাখতে হবে।

উপরে আপনারা জানলেন ইয়ামাহা মোটরসাইকেল প্রাইস ইন বাংলাদেশ এবং Yamaha motorcycle price in Bangladesh সম্পর্কে। আরো অন্যান্য বিষয় জানা রয়েছে তাদের প্রশ্নোত্তর নিচে দেওয়া হল। ‌

ইয়ামাহা বাইক ২০২৩ সহ যেকোনো ধরনের মোটরসাইকেল রাইট করেন না কেন। অবশ্যই নির্দিষ্ট নিয়ম এবং আইন মেনে চালাবেন। এতে করে নিজের সুরক্ষিত থাকবেন এবং পথচারীরাও সুরক্ষিত থাকবে। সময়ের তুলনায় জীবনের দাম বেশি এটি সব সময় মনে রাখবেন।

ইয়ামাহা বাইক 125 সিসির দাম কত?

মডেল এবং ক্যাটাগরি অনুসারে এর দাম ১ লক্ষ ২০ হাজার থেকে ২ লক্ষ ২০ হাজার পর্যন্ত।

What is the max cc bike of Yamaha?

Yamaha R15 হচ্ছে ইয়ামাহার বাংলাদেশের সর্বোচ্চ সিসি বাইক। ‌

ইয়ামাহা কোম্পানিটি কোন দেশের?

এটি সুজুকির মতো একটি জাপানিজ কোম্পানি।

সুজুকি মোটরসাইকেল প্রাইস ইন বাংলাদেশ ২০২৩ | Suzuki motorcycle price in Bangladesh 2023

টিভিএস মোটরসাইকেল প্রাইস ইন বাংলাদেশ ২০২৩ | Tvs motorcycle price in Bangladesh 2023

হিরো মোটরসাইকেল প্রাইস ইন বাংলাদেশ ২০২৩ | Hero motorcycle price in Bangladesh 2023

মোটরসাইকেল প্রাইস ইন বাংলাদেশ ২০২৩ | Motorcycle price in Bangladesh 2023

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version