অনার্স ২য় বর্ষ রাজনীতি ও উন্নয়নে নারী সাজেশন | Women in Politics & Development suggestion

অনার্স ২য় বর্ষ রাজনীতি ও উন্নয়নে নারী সাজেশন | Women in Politics & Development suggestion

শিক্ষার্থীদের জন্য আজকের আর্টিকেলে রয়েছে অনার্স ২য় বর্ষ রাজনীতি ও উন্নয়নে নারী সাজেশন ( Women in Politics & Development )। এই সাজেশনটি তৈরি করা হয়েছে মূলত যারা অনার্স দ্বিতীয় বর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিষয় পড়াশোনা করছে তাদের জন্য।

কারণ শুধুমাত্র আজকের আর্টিকেলে আলোচনা করা হচ্ছে উক্ত বিষয়টি নিয়ে। বিগত সালের প্রশ্নগুলো থেকে কমন প্রশ্ন এবং বিভিন্ন অধ্যায় থেকে কমন কমন প্রশ্নগুলো নিয়েই এই সাজেশন তৈরি করা হয়েছে। প্রতিবছর আমাদের এই ধরনের সাজেশন থেকে প্রায় ৮০ শতাংশ নম্বর কমন পড়ে থাকে। যে সকল শিক্ষার্থী আরো ভালো ফলাফল করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাজেশনটি একবার হলেও করে নিবেন।

অনার্স ২য় বর্ষের বাংলাদেশের সমাজবিজ্ঞান সাজেশন ২০২৩ | Bangladesh Sociology suggestion

আর হ্যাঁ আমরা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি এই সাজেশন। যে সকল শিক্ষার্থীদের তারা সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন এবং প্রয়োজনে ডাউনলোড করে বন্ধুদের সাথে শেয়ার করুন করুন।

অনার্স ২য় বর্ষ রাজনীতি ও উন্নয়নে নারী সাজেশন | Women in Politics & Development suggestion

ক বিভাগ

  • জাতীয় সংসদের নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কতটি?
  • PFA কি?
  • MDG এর পূর্ণরূপ লিখুন।
  • নারী সহিংসতা বলতে কি বুঝেন?
  • মুসলিম বিয়ের শর্ত কয়টি?
  • ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসন সংখ্যা কতটি?
  • বাংলাদেশের মহিলাদের জন্য পৃথক মন্ত্রণালয় কোনটি?
  • চতুর্থ বিশ্ব নারীর সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
  • প্রথম বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
  • কোন বছরকে আন্তর্জাতিক নারী বর্ষ বলা হয়ে থাকে?
  • WID পূর্ণরূপ লিখুন।
  • WID কি বুঝেন?
  • বাংলাদেশে কত সালে যৌতুক নিরোধ আইন পাস করা হয়?
  • নারী অপহরণের সর্বোচ্চ শাস্তি কোনটি?
  • মোহরানা বলতে কি বুঝেন?
  • কেউ নারী হিসেবে জন্মগ্রহণ করে না, নারী হিসেবে তৈরি হয়। এই উক্তিটি কার?
  • The subject of women গ্রন্থটি কে রচনা করেন?
  • নারীবাদ কাকে বলা হয়!
  • ফেমিনিজম শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
  • বিধবা বিবাহ কে প্রচলন করেছিলেন?
  • Epistemology শব্দের অর্থ কি?
  • নারী ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে এমন কয়েকটি এনজিওর নাম লিখুন‌‌।
  • সহিংসতা বলতে কি বুঝেন?
  • নারী ও শিশু নির্যাতন দমন আইন কত সনে পাস করা হয়?
  • ফতোয়া বলতে কি বুঝেন?

অনার্স ২য় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৩ | Political science suggestion

খ বিভাগ রাজনীতি ও উন্নয়নে নারী সাজেশন

  • শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের নারীর অবস্থান লিখুন।
  • জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন থাকার প্রয়োজনীয়তা লিখুন।
  • সালিশ কাকে বলা হয়?
  • নারী ক্ষমতায়নের সংজ্ঞা দিন।
  • নারী উন্নয়নের এপ্রোচগুলো লিখুন।
  • নারী উন্নয়ন বলতে কি বুঝেন?
  • জেন্ডার শ্রমবিভাজন কি?
  • নারী নির্যাতন প্রতিরোধের সুপারিশ গুলো কি কি?
  • নারী নির্যাতন প্রতিরোধে সরকার কর্তৃক গৃহীত উদ্যোগগুলো লিখুন।
  • নারী নির্যাতন বলতে কি?
  • কর্মক্ষেত্রে নারী যৌন হয়রানি কি?
  • লিঙ্গভিত্তিক সন্ত্রাস এর সংজ্ঞা দিন।
  • নারীর দ্বৈত ভুমিকা বলতে কি বুঝায়?
  • নারীর অধস্ততার সামাজিক কারণ সময় লিখুন।
  • পুরুষতান্ত্রিক মতাদর্শ কি?
  • সেক্স এবং জেন্ডার এর মধ্যে পার্থক্য লিখুন।
  • মার্কসীয় নারীবাদ বলতে কি বুঝেন?
  • উদারপন্থী নারীবাদ কি?
  • নারীবাদ কাকে বলা হয়?
  • রাজনীতি ও নারী বলতে কী বুঝেন।

গ বিভাগ রাজনীতি ও উন্নয়নে নারী সাজেশন

  • বাংলাদেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহণের বাধাসমূহ আলোচনা করুন।
  • বাংলাদেশের রাজনীতি নারী নেতৃত্ব ভূমিকা আলোচনা করুন।
  • নারী ক্ষমতায়নের সংজ্ঞা দিন এবং নারী ক্ষমতায়নের বাধা গুলো লিখুন।
  • শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের নারীর অবস্থান মূল্যায়ন করুন।
  • গণমাধ্যম কি এবং নারী উন্নয়নে গণমাধ্যমের প্রভাব আলোচনা করুন।
  • বাংলাদেশের নারী আন্দোলনের মূল ইস্যু আলোচনা করুন।
  • রাজনীতি এবং নারী উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরুন।
  • PFA এর উদ্দেশ্য, লক্ষ্য এবং কৌশল গুলো আলোচনা করুন।
  • নারী উন্নয়নে জাতিসংঘের ভূমিকা আলোচনা করুন।
  • নারীদের প্রতি সন্ত্রাস দূরীকরণের উপায় আলোচনা করুন।
  • যৌতুক কি এবং বাংলাদেশের সমাজে যৌতুকের কারণ গুলো কি কি তা লিখুন।
  • বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে নারীর অবদান মূল্যায়ন করুন।
  • ইসলামে নারীর মর্যাদা এবং অধিকার আলোচনা করুন।
  • বাংলাদেশে সমাজের নারীর নিরাপত্তা হুমকি কি কি আলোচনা কর।
  • বাংলাদেশের রাজনীতি ও নারী অধ্যায়নের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আলোচনা করুন।

অনার্স ২য় বর্ষ রাজনীতি ও উন্নয়নে নারী সাজেশন ব্যতীত আরো অন্যান্য ডিপার্টমেন্ট এবং বর্ষের সাবজেক্ট গুলো পেতে হোম পেজে দেখুন। এছাড়া সকল শ্রেণীর পিডিএফ ফাইল পেতে আমাদের পিডিএফ ক্যাটাগরি দেখুন।

রাজনৈতিক সংগঠন এবং যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অবস্থা সাজেশন | Political Organization & Political Systems of UK & USA

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version