ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
প্রতি চারবছর পরপর ফিফা বিশ্বকাপ খেলা হয়ে থাকে। ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে সারা বিশ্বে অন্যরকম উৎসব কাজ করে। সবসর চোখ থাকে বিশ্ব কাপে প্রতিটি খেলার দিকে। সবাই আগ্রহ ভরে অপেক্ষা করেন ফিফা বিশ্বকাপের। প্রিয় দলের খেলা ও খবরাখবর জানতে চেষ্টা করেন।
অনেকে আবার মাঠে গিয়ে খেলা দেখতে চান। প্রিয় দলকে সমর্থন জানাতে তারা মাঠে পতাকা উঁচিয়ে ধরেন। ফিফা বিশ্বকাপকে পুঁজি করে অনেক বিনোদন করেন সমর্থনরা। ২০২২ বিশ্বকাপ কোথায় হবে? অনেকে জানতে চান। আজ আমরা ফিফা বিশ্বকাপ যে দেশে অনুষ্ঠিত হবে তা নিয়ে আলোচনা করব।
আরো পড়ুন: কাতার বিশ্বকাপ সময়সূচী
কাতার বিশ্বকাপ ২০২২ কে কোন গ্রুপে: Qatar World Cup 2022 Groups List
ফিফা বিশ্বকাপ ২০২৩ কোথায় হবে?
ফিফা বিশ্বকাপ ২০২২ বাইশতম আসর। ফিফা বিশ্বকাপ ২০২২ কাতারে অনুষ্ঠিত হবে।
কাতার একটি আরব দেশ। আরবদেশের সমৃদ্ধ দেশ। ২০২২ বিশ্বকাপ কাতারে অনুষ্টিত হবে। আরব দেশে এই প্রথম কোনো ফিফার আসর বসতে যাচ্ছে।
কাতার বিশ্বকাপের আয়োজন।
বিশ্ব কাপকে কেন্দ্র করে দেশটি বর্ণিল সাজে সাজানো হয়েছে। জনগণের মধ্যে আনন্দের ঢেউ বইছে। সবার কাতার বিশ্বকাপের জন্য অপেক্ষার প্রহর গুণছে।
কতারের অবস্হান।
কাতার পারস্য উপসাগরের একটি দেশ। দেশটি অর্থনৈতিক দিক দিয়ে বেশ সমৃদ্ধ। কাতারের দক্ষিণে সৌদি আরব, আর পশ্চিমে দ্বীপরাষ্ট্র বাহরাইন অবস্থিত। আরব উপদ্বীপের মত কাতারও একটি উত্তপ্ত ও শুষ্ক মরু এলাকা।
কাতারের রাজধানী।
কাতারের রাজধানী হলো দোহা। বেশ উন্নত শহর হলো দোয়া।
কাতার কোন মহাদেশে অবস্হিত।
কাতার কোন মহাদেশে অবস্হিত? কাতার এশিয়ার একটি দেশ। কাতার এশিয়া মহাদেশে অবস্হিত।
স্বগতিক দেশ।
২০২২ সালে ফিফা বিশ্বকাপে স্বাগতিক দেশ
স্বাগতিক দেশ
2022 ফিফা বিশ্বকাপের স্বগতিক দল হলো কাতার। কাতার একটি আরব ভূখন্ডের দেশ। দেশটি এশয়া মহাদেশে অবস্হিত।
২০২২ কাতার বিশ্বকাপ কবে?
২০১৩–১৪ জুন ২০২২