Sentence কাকে বলে? Sentence কত প্রকার ও কি কি? উদাহরণসহ

Sentence অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি শ্রেনীর প্রতি ছাত্র-ছাত্রীদের জন্য sentence বা বাক্য কি তা জানা দরকার আজকে আমি সহজ করে sentence সম্পর্কে ব্যাখা করলাম । বাক্য বা Sentence জানলে অনেক সহজ হবে ইংরেজি জানতে ও পড়তে।

Sentence কাকে বলে: একাধিক word একত্রে পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করলে তাকে sentence বলে ।

উদাহরন:

  • Mumu is a good girl.
  • Mou is a student.
  • Mahir is a best boy

Sentence এর প্রকারভেদ:

অর্থভেদে sentence পাঁচ প্রকার যথা :

  • Assertive Sentence বা বিবৃতিমূলক বাক্য
  • Interrogative sentence বা প্রশ্নবোধক বাক্য
  • Imperative Sentence বা আদেশ , অনুরোধ,বা উপদেশ সূচক বাক্য।
  • Optative Sentence ( ইচ্ছা বা আর্শীবাদ মূলক বাক্য)
  • Exclamatory Sentence ( বিস্ময় / আবেগসূচক বাক্য)

এবার আমি সবার বুঝার জন্য সবগুলো sentence এর উদাহরণ শেয়ার করলাম :

Assertive sentence:যে sentence দিয়ে কোনো বিবৃতি প্রকাশ পায় তাকে Assertive sentence বলে । কয়েকটি গুরুত্বপূর্ণ Assertive sentence এর উদাহরণ:

আমি সুস্থ ….I am well.

তুমি ব্যস্ত……. You are busy.

আমি তাকে চিনি….. I know him.

আমি তাকে দেখিয়াছিলাম …… I saw him.

তাহার একটি গাড়ি আছে …..He has a car.

আমি তাকে বিশ্বাস করি …. I believe him.

লোকটি শক্তিশালী….. The Man is strong.

তাহার বাবা সৎ ছিলেন …His father was honest.

গরুটি কালো ছিল …. The cow was black.

We have a garden.

They were faithful.

The girl had a doll

He is washing clothes.

We were flying kites.

Everybody loves flowers.

The girl will close the door.

Interrogative sentence: Interrogative sentence এ কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা বা প্রশ্ন করা হয় । কয়েকটি গুরুত্বপূর্ণ Interrogative sentence এর উদাহরণ:

  • তিনি কি একজন কবি …Is he a poet?
  • ষাড়টি কি শক্তিশালী? … Is the ox strong.
  • তাহারা কি গান গাহিবে ? ……. Will they sing.
  • তাদের কি একটি গাড়ি ছিল ? ….. Had they a car?
  • সে কি লিখতে পারে?……. Can he write?
  • আমি কি ভিতরে আসিতে পারি ? …… May I come in?
  • তাহারা কি বুদ্ধিমান? …Are they intelligent?
  • তোমার দাদা কি ধনী ছিল? …Was your grandfather rich ?
  • লোকটি কি সুখী ছিল?….Was the man happy?
  • সে কি হাসে?….. Does he laugh?
  • তোমরা কি ইংরেজি বল?…. Do you speak English?
  • মুমু কি আমেরিকায় থাকে ?… ‌‌‌‌‌ Does Mumu live in America?

Imperative sentence: Imperative sentence দিয়ে আদেশ উপদেশ অনুরোধ ,প্রস্তাব ,ক্ষমা ,ভিক্ষা চাওয়া ,নিষেধ ইত্যাদি বুঝায় ।

কয়েকটি গুরুত্বপূর্ণ Imperative sentence এর উদাহরণ

অনেক শিক্ষার্থী বন্ধুরা রয়েছেন এই রকম ছোট ছোট বাক্যের ইংরেজি জানতে খুবই অসুবিধায় পড়ে অনেকেই প্রাইভেট পড়তে পারছেন না তাদের সবার সাহায্যার্থে আমাদের এই আয়োজন।

  • বেরিয়ে যাও…….Get out.
  • দরজাটি বন্ধ কর ….. Shut the door.
  • আমার কথা শোন ….. Listen to me.
  • আমাকে যাইতে দেও…… Let me go.
  • সদা সত্য কথা বলিব …… Always speak the truth.
  • কখনও মিথ্যা কথা বলবে না ….. Never tell a lie.
  • গুলি চালাও ….. Fire on.
  • আমাকে বিরক্ত করিও না ……Do not disturb me .
  • শিক্ষকদের শ্রদ্ধা করিবে …. Respect your teacher.
  • চল বেড়াইতে যাই …Let us do go out for a walk.
  • গোলমাল করিও না …… Do not make a noise.

Optative Sentence: Optative sentence দিয়ে ইচ্ছা ,প্রার্থনা ,বা আর্শীবাদ প্রকাশ পায় । অর্থাৎ যে sentence দিয়ে বক্রতার মনের ইচ্ছা প্রার্থনা ও আর্শীবাদ প্রকাশ পায় ,তাকে Optative sentence বলে ।

প্রিয় পাঠক তথা শিক্ষার্থী বন্ধুরা ইংরেজিতে sentence খুবই গুরুত্বপূর্ণ কেননা প্রতিটি শিক্ষার্থীর জন্য বাক্য সম্পর্কে জানা দরকার বাক্য যেকোন শিক্ষক নিয়োগ পরীক্ষা ও আস্তে পারে , বিসিএস পরীক্ষা, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা , শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

  • আল্লাহ তোমার মঙ্গল করুন…..May Allah bless you.
  • বাংলাদেশ উন্নতি করুক …..May Bangladesh prosper .
  • তুমি দীর্ঘজীবী হও ….May you live long.
  • তুমি সুখী হও….. May you be happy.
  • ছেলেটি সুখী হউক …May the boy be happy.
  • তুমি পরীক্ষায় পাশ কর……May you pass the examination.

Exclamatory sentence : Exclamatory sentence দিয়ে বিস্ময় ,আবেগ, আনন্দ,দু:খ ইত্যাদি প্রকাশ পায় অর্থাৎ যে sentence দিয়ে বক্রতার মনের আবেগ বিস্ময় , আনন্দ,দুঃখ , ইত্যাদি প্রকাশ পায় তাকে Exclamatory sentence বলে ।

কয়েকটি গুরুত্বপূর্ণ Exclamatory sentence এর উদাহরণ:

  • ছেলেটি কত বড় বোকা ! …… How foolist the boy is!
  • বাগানটি কি সুন্দর! ….. How fine the garden is!
  • কি সবুজ মাঠ ! ….. How green the filed is!
  • কি সুন্দর ধারনা ! What a good idea!

ইংরেজির sentence ,tens, voice , article খুবই গুরুত্বপূর্ণ এই কয়েকটি বিষয় জানা থাকলে অবশ্যই ইংরেজি গ্ৰামার জানতে আর কষ্ট হবে না । জেনে রাখুন জীবনের প্রতিটি পদক্ষেপে ইংরেজি জানা দরকার আপনি যদি চাকরি করতে চান এই চাকরির পরীক্ষার জন্য ও ইংরেজি বিষয়ের উপর দক্ষতা অর্জন করতে পারবেন । এছাড়াও আমাদের ব্লগে ইংরেজি বিষয়ের উপর paragraph শেয়ার করি হয়েছে ।

Pahela Baishakh Paragraph

Victory Day Paragraph

Computer Paragraph

Internet paragraph

A Rainy Day

College Library Paragraph

Intrenational mother language day paragraph

Newespaper paragraph.

এই ছিল আপনাদের জন্য আজকের অতি মূল্যবান পোষ্ট আর নয় tension আপনারা আমাদের সাথেই থাকুন এবং নতুন নতুন পোষ্ট পেতে শেয়ার করুন বেশি বেশি ।

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।
Exit mobile version