Viral AI Photo Edit: ভাইরাল এআই ছবি ডিজাইন করুন মোবাইল দিয়ে?

Viral AI Photo ফেসবুক ইনস্টাগ্রামে নিশ্চয়ই দেখেছেন? যা Gemini AI এআই দিয়ে এই ভাইরাল ছবি তৈরি করা হয়েছে, আপনি কি সেই ভাইরাল ছবি ডিজাইন করা শিখতে চান?
তাহলে চলুন.. এআই দিয়ে ফটো ডিজাইন করা কোন কঠিন বিষয় নয় শুধু আমাদের জানার প্রয়োজন সাথে AI prompt দরকার। কিভাবে জেমিনি এআই দিয়ে ফটো ডিজাইন করবেন স্টেপ বায় স্টেপ শিখে নিন।
সর্বপ্রথম আপনার মোবাইলে Gemini AI App Google play store থেকে ইন্সটল করে নিন।

জেমেনি এআই অ্যাপটি ওপেন করে আপনার ইমেইল দিয়ে লগইন করে নিবেন। তারপর দেখবেন create image একটি অপশন দেখতে পাবেন নিচের ছবির মত। এটিতে ক্লিক করুন।

তারপর আপনার সামনে একটি বক্স আসবে যেখানে নিচের ছবির মত একটি প্লাস আইকন দেখবেন সেটাতে ক্লিক করুন। এবং যে ছবি এইভাবে এডিট করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন। এবং নিচে দেওয়া prompt টি লিখুন।

Viral AI Photo টির Prompt লিখার পর আপনি নিক্সটে ক্লিক করুন দেখবেন আপনার ছবিটি সুন্দর করে এডিট করে চলে আসছে। রেজাল্ট দেখুন নিচের ছবিতে। এই prompt টি টেলিগ্রামে থেকে কপি করতে পারবেন ভিজিট করুন আমাদের টেলিগ্রামে।

এই ছবির জন্য AI যে অ্যাপ ব্যবহার করা হয়েছে এটির নাম হল Gemini AI App এটি গুগলের একটি এআই যেখানে আপনি ফ্রীতে আপনার ছবি এডিট করতে পারবেন।
ভাইরাল ছবি prompt টি হচ্ছে:
“Photo-realistic 8K full-body portrait of this man I’m the above image leaning casually against a clean light-gray wall. He is wearing a red V-neck tshirt and blue jeans pant black socks, and black sneakers with white soles. Hands in pockets, one leg crossed over the other, relaxed confident pose. On the wall next to him, create a bold black-and-white stylized vector portrait of the same man with modern geometric elements. Below the graphic, add clean bold text: ‘YOUR NAME’ in large letters, and beneath it, ‘Facebook: @facebook id’ in smaller font. Bright and clean professional lighting studio quality. Mood: modern, minimalistic, premium personal branding aesthetic.”
এই প্রম্টের মধ্যে Your Name এর জায়গায় আপনার আইডির নাম দিবেন এবং ইউজার আইডি আপনার ফেসবুক বা ইন্সটাগ্রাম প্রোফাইলের ইউজার নাম দিয়ে তার পর paste করবেন।
এই ভাইরাল এআই ছবি আর্টিকেলটি আপনার উপকারে আসলে আপনার ফেসবুক আইডি বা পেইজে শেয়ার করার অনুরোধ রইল।