ভারিসু মুভি দেখার নিয়ম: Varisu Full Movie Watch Online 2023

Varisu Full Movie Watch Online

ভারিসু মুভি দেখার নিয়ম | ভারিসু সিনেমা দেখার নিয়ম | ভারিসু মুভি ডাউনলোড দেওয়ার নিয়ম | ভারিসু সিনেমা ডাউনলোড দেওয়ার নিয়ম | Process for watching Varisu movie.

ভামশি পাইদিপল্লী পরিচালিত মুভি ভারিসু মুক্তি পেয়েছে ১১ জানুয়ারি ২০২৩ এ। বিগ বাজেটের এই মুভিটির ট্রেলার প্রকাশিত হবার পর থেকেই মুভি লাভারসরা বেশ উন্মাদনা প্রকাশ করছে মুভিটি ঘিরে। মুভির গল্পটি একটি পারিবারিক গল্প নিয়ে ধারণকৃত। গল্পের প্রতিটি সিন ছিল নজর কাড়ার মত। মুভি প্রেমিদের কাছে ভারিসু মুভিটি আশা করা যায় ভালোই লেগেছে অবশ্য ভালো লেগেছে বলেই বক্স অফিসে জানুয়ারিতে মুক্তি পাওয়ার পরপরই ভারিসুর নামই শুনা যাচ্ছে বেশি।

ভারিসু হচ্ছে থালাপতি বিজয় অভিনীত অ্যাকশন সাসপেন্স থ্রিলার মুভি। বিজয়ের ১৯৯২ সাল থেকে এখন পর্যন্ত অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে আসছেন সিনেমা ইন্ডাস্ট্রিতে। তবে এর কারণে থালাপতি বিজয় পারিশ্রমিকও নিয়েছেন বেশ মোটা অংকের। ভারিসু মুভিতে শুনা গেছে ২৮০ কোটি রুপির বাজেটের মুভিতে একাই নিয়েছেন ১১০ কোটি রুপি। এ নিয়ে দর্শকদের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছে বলে জানা গেছে। যারা অধিক আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন অনলাইনে মুভিটি কীভাবে দেখবেন আজ আমরা আপনাদের সেই সুযোগ করে দিবো, তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।

ভারিসু মুভি | ভারিসু সিনেমা |Varisu Movie | Varisu Cinema

ভারিসু শিরোনামে গত বুধবার অর্থাৎ ১১ জানুয়ারি মুক্তি পেয়েছে তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের অ্যাকশন সাসপেন্স থ্রিলার মুভিটি। জানুয়ারিতে একি তারিখে তিনটি মুভি মুক্তি পায় তাই সিনেমা প্রেমিদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে বলে জানা গেছে কোনটা আগে দেখবেন সেই তুলনায় বক্স অফিসে খবর নিলে দেখা যায় এগিয়ে আছেন এখন পর্যন্ত ভারিসু মুভিটি।

ভারিসু মুভি নিয়ে দর্শক মহলে সাড়া ফেলেছে ব্যাপক আর তাই ভারিসু মুভির পরিচালক আশা রাখছেন মুভিটির রিলিজের দুইদিনের মাথাতে যেভাবে জনপ্রিয়তা পেয়েছে তার এই বিগ বাজেট মুভিটি ব্যবসা সফল একটি মুভিতে নাম রাখবে। আর তাছাড়া থালাপতি বিজয়ের মুভি মানে নতুন কোনো ধামাকা নিয়ে আসবে বলে মনে করেন অনেকই। বরাবর এমনই হয়েছে আসলেই তার প্রত্যেকটি সিনেমা রেকর্ড গড়েছে নতুন করে। এবারও মুভি প্রেমিরা আশা করছেন ভারিসু সিনেমা দিয়ে নতুন রেকর্ড ভাঙ্গবে। ভারিসু মুভি যারা এখনও হলে গিয়ে দেখেননি দেরি না করে দেখে নিন অথবা যদি আপনি ভারিসু মুভি অনলাইনে দেখতে চান তাহলে সেই ব্যবস্থা আমরাই করে দিবো আপনাকে আমাদের সাথেই থাকুন।

ভারিসু মুভির বাজেট | ভানিসু সিনেমার বাজেট | Variisu Movie Budget | Varisu Cinema budget

দিল রাজু ও সিরিশের প্রযোজনায় ভারিসু নির্মাণ করছে ভামসি পেইদিপাল্লি।
বিগ বাজেটের ভারিসু মুভিটির বাজেট ছিল ২৮০ কোটি রুপি। বিগ বাজেটের এই মুভিতে থালাপতি বিজয়ের পারিশ্রমিক ছিল ১১০ কোটি যা অবিশ্বাস্য হলেও সত্যি। বিজয়ের এই অবিশ্বাস্য পারিশ্রমিকের কারণেই ভারিসু মুভির বাজেট গিয়ে দাড়িয়েছে ২৮০ কোটি রুপি। তবে মুভির ট্রেলারটির অ্যাকশন সিন গুলো দেখে বুঝাই যাচ্ছে বিগ বাজেটের মুভি হবার কারণ। পুরো মুভিটি দেখলে আরো বুঝতে পারবেন বিগ বাজেটের মুভি কিনা ভারিসু।

ভারিসু মুভির বক্স অফিস আপডেট | Varisu Movie Box Office Update

ভারিসু সিনেমার ওপেনিং দিন তামিল নাড়ু বক্স অফিস কালেকশন–

  • ভারিসু
  • বুধবার – নেট ১৩.৯০ কোটি (গ্রস ১৭.৫০ কোটি)
  • বৃহস্পতিবার – নেট ৭.৭৫ কোটি (গ্রস ৯.৫০ কোটি)
  • মোট – নেট আয় ২১.৬৫ কোটি গ্রস (২৭ কোটি )
  • ১ম দুই দিনের তামিলনাড়ু বক্স অফিস ফলাফল

বিঃদ্রঃ – কালেকশন ফিক্সড হায়ার বাদে।

ভারিসু মুভির কাস্ট | Cast of Varisu movie

বিগ বাজেটের ভারিসু মুভিটির ট্রেলার প্রকাশিত হবার পর থেকেই সিনেমাপ্রেমিরা মুভিটি নিয়ে মাতামাতি শুরু করেছে। মুভিতে থাকা প্রত্যেকের অভিনয় ছিল দুর্দান্ত। বিশেষ করে নজর কেড়েছে থালাপতি বিজয়ের অভিনয় এবং তার বিপরীতে ছিলেন রশ্মীকা মান্দারা। এছাড়া ভারিসু মুভিতে কাস্ট হিসাবে ছিলেন আরো অনেকেই তাদের মধ্যে হচ্ছে শরৎ কুমার, জয়সুধা, ভেঙ্কটরামন, প্রাভু, গনেশ, সম্যুক্ত কার্তিক, যোগী বাবু, শ্রীকান্ত মেকা, শাম এবং প্রকাশ রাজ।
সকলের মধ্যে সবচেয়ে অভিনয় ভালো লেগেছে শ্রীকান্ত মেকা, প্রকাশ রাজ এবং শরৎকুমারের। তাদের অ্যাক্টিং পারফরমেন্স ছিল খুবই ভালো।

মূল চরিত্রের কথা যদি বলি থালাপতি বিজয় ফাটিয়ে দিয়েছেন কারণ তার ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে অ্যাকশন সিন, এক্সপ্রেশন, কমেডি এবং ইমোশন সিন গুলোতে একদম পারফেক্ট অভিনয় করেছেন। বিজয়ের বিপরীতে থাকা রশ্মীকাও তার অন্যান্য সিনেমা থেকে মনে হয়েছে আরো বেশি ভালো করেছে। এছাড়াও বিজয় এবং রশ্মিকার কেমিস্ট্রি ছিল চোখে পড়ার মত তাদের রোমান্টিক সিন গুলো ছিল দর্শকদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু।

পাঠান মুভি রিলিজ ডেট, বাজেট, শাহরুখ খানের পাঠান মুভি দেখার নিয়ম

ভারিসু মুভির গল্প | ভারিসু মুভির কাহিনী | ভানিসু মুভির বিবরণ | Varisu movie story | Varisu movie Kahini | Varisu Movie Description

ভারিসু মুভির গল্পটি পরিবারকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ভারতের অন্যতম ব্যবসায়ীর দুই ছেলে জয় এবং অজয় (শ্রীকান্ত ও শাম) – তার ব্যবসা দেখাশোনা করে থাকেন এবং তাদের মধ্যে একজন হতে চায় পুরো ব্যবসার উত্তরাধিকারী। ভারতের অন্যতম সেই ব্যবসায়ীর এক সময় ক্যান্সার ধরা পরে। এরপর তিনি ইচ্ছা পোষন করেন তার স্ত্রীর ৬৫ তম জন্মদিনটি খুব ধুমধামে উদযাপন করবেন। গল্পের প্রধান চরিত্রে থাকা বিজয় রাজেন্দ্রন অর্থাৎ বিজয় তার মায়ের কথা রাখতে সাত বছর পর জন্মদিনের পার্টিতে এসে যোগদান করেন। বিজয় তার বাবার সাথে মতবিরোধের ফলে বাড়ি ছেড়েছিল এর সূত্রপাত হয়েছিল পারিবারিক ব্যবসা দেখাশোনা নিয়ে। বিজয়ের বাবা চেয়েছিলেন তার ব্যবসা বিজয় দেখাশোনা করবে কিন্তু বিজয় এতে দ্বিমত পোষন করে বাড়ি ছেড়ে চলে যায়। এরপর কী হয় এটি জানতে হলে অবশ্যই পুরো সিনেমাটি আপনাদের দেখতে হবে।

ভারিসু মুভির ডাউনলোড

জানুয়ারিতে মুক্তি পাওয়া ভারিসু মুভিটি দেখতে চাচ্ছেন মুভি পাগলরা। বিভিন্ন ওয়েব সাইট রয়েছে মুভি দেখার জন্য এরমধ্যে অনেক ওয়েব সাইটে প্রকাশ পেয়েছে ভারিসু মুভিটি কিন্তু অনেকেই তা এখনও খুঁজে পাননি। যারা অনেক খুঁজাখুঁজি করার পরও ভারিসু মুভিটি দেখতে পারেননি আমাদের আজকের আর্টিকেলটি তাদের জন্য। আর্টিকেলটি থেকে আপনি জেনে নিতে পারবেন আপনি কীভাবে ঘরে বসে খুব সহজেই ভারিসু মুভি ডাউনলোড দিবেন। আমি নিচে লিংক দিয়ে দিচ্ছি আপনি লিংকে প্রবেশ করার পর আপনি সাথে সাথেই কোনো ঝামেলা ছাড়াই ডাউনলোড করতে পারবেন ভারিসু সুপারহিট মুভিটি।

থালাপতি বিজয় অভিনীত অ্যাকশন এবং ফ্যামিলি–ড্রামা নিয়ে মুভি ভারিসু। একদম স্পষ্ট হল প্রিন্ট কোয়ালিটি এবং ওরিজিনাল হিন্দি ডাবিং।

ভারিসু মুভির সার সংক্ষেপ | Varisu Movie Synopsis

অবশেষে রিলিজ হতে না হতেই মুভিপ্রেমিরা কয়েকবার করে দেখে নিয়েছে ভারিসু

  • Movie Varisu
  • Release date –11 January 2023
  • Music by – Thaman S
  • Director – Vamshi Paidipally
  • Cinematography – Karthik Palani
  • Produced by – Dil Raju Sirish
  • Budget – est. ₹280 crore

আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আশা করি আজকের আর্টেকল থেকে আপনি খুব সহজেই ভারিসু মুভিটি দেখে নিতে পারবেন। দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কেমন লাগল আমাদের আর্টিকেলটি।

Pathaan Movie Ticket Booking Online: Star Cast, Pathan movie release date 2023

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version