আমেরিকায় মাস্টার্স করার সুযোগ বিনাখরচে | USA Fulbright Scholarship 2021

বাংলাদেশের শিক্ষার্থীর জন্য বারবারই বিনাখরচে বিদেশে ডিগ্রী আর্জন সুযোগ এসে থাকে। এবারও তার ব্যাতিক্রম হয় নি। এবার এ সুযোগে থাকছে যুক্তরাষ্ট্র তথা আমেরিকায় পড়ার সোনার চাদেঁর ন্যায় মহামূল্যবান চান্স।USA Fulbright scholarship in 2021

Fulbright scholarship for Bangladeshi students.

ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম ২০২২-২০২৩ সালের জন্য আবেদন গ্রহণ করছে আমেরিকা।তাতে অংশ্য গ্রহণ করতে পারবে বাংলাদেশের শিক্ষার্থীরাও। উক্ত প্রোগ্রামের আওতায় স্নাতক ডিগ্রীধারী শিক্ষার্থীর জন্য রয়েছে বিনা খরচে স্কলারশিপ। এটাত বাংলাদেশের শিক্ষার্থীর জন্য সোনার চামুচ হাতে পাওয়ার মত ব্যাপার। তাছাড়া স্তাতক ডিগ্রি আবর্জনকারী পেশাজীবীও এতে আবেদন করতে পারবেন।

Fulbright scholarship Deadline:

আবেদনের শেষ সময় :

ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসের সুত্রে জানা যায় যে – আবেদনের শেষ সময় ১৫ মে ২০২১ বিকাল ৪:৩০।

যেসব বিষয়ে আবেদন করবেন :

একজন আবেদনকারী শুধু মাত্র একটি বিষশে আবেদন করতে পারবেন।এ সব বিষয়ে আবেদন করতে পারেন।
১,স্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞান
২,জীববিজ্ঞান ও ভৌতবিজ্ঞান
৩,উচ্চশিক্ষায় প্রশাসন,
৪,পরিকল্পনা ও ব্যবস্থাপনা,
৫,অর্থনীতি,
৬,সমাজবিজ্ঞান ও মানবিক শাখা,
৭,ব্যবসায় এমবিএ,
৮,স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা,
৯,স্বাস্থ্য ও চিকিৎ‌সা বিজ্ঞান,
১০,জীববিজ্ঞান ও ভৌতবিজ্ঞান,
১১,নগর পরিকল্পনা,
১২,পরিবেশগত অধ্যয়ন (পরিবেশ বিদ্যা) ও ১৩ দুর্যোগ ব্যবস্থাপনা,
১৪,মনোবিজ্ঞান,
১৫, নিরাপত্তা অধ্যয়ন.

Fulbright scholarship benefits:

যেসব সুবিধা পাচ্ছেন।

প্রতিটি স্কলারশীপে হরেক রকম সুযোগ সুবিধা থালে। আমেরিকার এ ফেলোশিপ বা স্কলারশিপের অওতায় বিভিন্ন আর্থিক ও অ- আর্থিক সুযোগ সুবিধা রয়েছে।

১,জে-১ ভিসারসুবিধা,
২,ঢাকায় যাত্রার পূর্বে পরিচিতি মূলক সভা।
৩ যাওয়া-আসার সহায়তা।
৪ টিউশন ভাতা।
৫,খাওয়া ও অন্যান্য প্রয়োজনে মাসিক ভাতা।
৬,অসুস্হ ভাতা।অসুস্হ হলে সম্পূর্ণ বিনা মূল্যে চিকিৎসা সেবা পাচ্ছেন।
৭,দুর্ঘটনা ভাতা।
৮,বাইপত্র কেনার ভাতা।বই মনুষের পরম বন্ধু। বই প্রেমিকের জন্য এটা অনেক সময় অসম্ভব হয়ে উঠে আর্থিকভাবে টানাপোড়নের কারণে।কিন্ত আপনি আমেরিকার এ ফেলোশিপে বিনামূল্যে বই পাচ্ছেন।

Who is eligible for Fulbright scholarship?

আবেদনের যোগ্যতা:

১, বাংলাদেশ স্বীকৃত যেকোন সরকারি বা বেরসরকারি প্রতিষ্টান থেকে কমপক্ষে চর বছর মেয়াদী স্নাতক ডিগ্রী থাকতে হবে।

২,পূর্বে আমেরিকা থেকে কোন ডিগ্রী না নেওয়া এমন হতে হবে।যদি এরকম কোন ডিগ্রি আর্জন করে থাকেন, তাহলে আবেদন করতে পারবেন না।
৩,বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশ থেকে স্নাতকোত্তর ডিগ্রী না নেওয়া।তবে বাংলাদেশ হলে প্রোভলেম নেই।শর্ত হলো বাংলাদেশ ছাড়া অন্য কোন দেশ থেকে কোন ডিগ্রি না নেওয়া
৪,ইংরেজিতে সাবলীল ও পারদর্শী হতে হবে।এটা যেকোন দেশের জন্য শর্ত।(আইবিটি) ও (TOEFL) ন্যূনতম ৯০ কিংবা IELTS এ ন্যূনতম ৭ স্কোর থাকতে হবে।

৫,সুস্হ অর্থাৎ সুসাস্হের অধিকারী হতে হবে।অসুস্হ হলে চলবে না।
৬,আবেদনের সময় বাংলাদেশে অবস্হরত বাংলাদেশি নাগরিক হতে হবে।
৭,ডিগ্রি শেষ করার আগেই বাংলাদেশে ফিরে এলে ফিরতি বিমানের টিকিটের মূল্য ফেরত দিতে রাজি থাকতে হবে।

Fulbright scholarship requirements:

যেসব কাগজ পত্র লাগবে।

১, এখানে আবেদন ফরম পূর্ণ করুন: https://apply.iie.org/ffsp2022
২,যেসব প্রতিষ্টান থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী আর্জন করেছেন তার একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদ লাগবে।

৩,যে বিষয়ে পড়তে যেতে ইচ্ছুক সেই বিষয়ের সাথে প্রাসঙ্গিক/সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে কমপক্ষে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

৪,সুপারিশকারী লাগবে তিনজন।তারা সুপারিশ প্রদান করবেন। অনলাইলে যখন আবেদন করা হবে তখন সুপারিশ চাইবে। আর তখন তা যথাযথভাবে পূরণ করতে হবে।
৫,TOEFL ও IELTS স্কোর হতে হবে সম্পুর্ণ বৈধ।আরস্কোরটি মেয়াদোত্তীর্ণ হলে চলবে না।

Does Fulbright require GRE?

GRE বা GMAT কি লাগবে?
আমরা এতোক্ষণ যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামে ভর্তি সম্পর্কে আলোচনা করেছি।আর প্রোগ্রামের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা জিআরই (GRE) কিংবা জিম্যাট (GMAT) স্কোর থাকা বাধ্যতামূলক।কোনো আবেদনকারী ইতিমধ্যে জিআরই কিংবা জিম্যাট পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে তাদের সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বরসংক্রান্ত তথ্য অনলাইন আবেদনের সঙ্গে জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার সময় কারও এ ধরনের কোন স্কোর না থাকলে আমেরিকান সেন্টার শুধু আবেদনকারীদের মধ্য থেকে নির্বাচিত প্রার্থীদের জন্য পরীক্ষার আয়োজন করতে পারে। আর ফেলোশিপেGRE বা GMAT স্কোর থাকা আবশ্যক।এটা না হলে পুরো বেকার হয়ে যাবে। বিধায় সম্ভাব্য প্রার্থীদের অবশ্যই ভালোভাবে GRE বা GMAT পরীক্ষার জন্য পুরোপুরিভাবে প্রস্তুতি নিতে হবে।

Fulbright scholarship results 2021

ফলাফল

ফলাফল ও অন্যান্য তথ্য জানতে এখানে একটু উকিঁ মারতে পারেন।https://bd.usembassy.gov/education-culture/student-exchange-programs

শিক্ষার্থী সেখানে মাস্টার্স ডিগ্রী আর্জনের জন্য নির্দিষ্ট একটা সময় সেখানে অবস্হান করতে পারবেন।সে ক্ষেত্রে তিনি ফেলোশিপে বর্ণিত সব রকমের সুযোগ সুবিধা ভুগ করতে পারবেন।আর মাস্টার্স ডিগ্রী আর্জন করার পর তিনি সেখানে আবস্হান করা অবৈধ। তিনি সেখানে অবস্হান করতে পারবেন। তাকে দেশে ফেরত আসতে হবে। আর দেশে এসে একটি সংবাদ সম্মেলন করা হবে।তাকে অবশ্যই সেখানে যোগদান করতে হবে।

কোন সমস্যা হলে এখানে যোগাযোগ করুন।https://bd.usembassy.gov/education-culture/student-exchange-programs/

ফুলব্রাইট বৃত্তির আবেদনের ফরমগুলো এখানে পাওয়া যাবে। https://apply.iie.org/ffsp2022। পাওয়া যাবে।

HM Mahfuj

Mahfujur Rahman is the founder of this Blog. He is a Professional Blogger and SEO Expert, who is interested in SEO, Web Programming. If you need any information related to this website, then you can feel free to ask here. It is our aim that you get the best information on this blog.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button