১০ টি যুক্তরাজ্য স্কলারশিপ আইএলটিএস ছাড়া ২০২৩ | Top 10 UK Scholarships without IELTS 2023

যুক্তরাজ্য স্কলারশিপ নিয়ে যেতে পারবেন তবে লাগবে না আইএলটিএস। আজকে আপনাদের সামনে কয়েকটি UK Scholarships 2023, এর তথ্য শেয়ার করব। যুক্তরাজ্যের এই ইউনিভার্সিটি গুলো আইএলটিএস ছাড়া স্কলারশিপ দিয়ে থাকে। তাই আজ আপনাদের সামনে শেয়ার করব ১০ টি যুক্তরাজ্য স্কলারশিপ আইএলটিএস ছাড়া করতে পারবেন।

আপনারা অবশ্যই জানেন UK Scholarships গুলো অনেকটা বিলাস বহুল তাই বাংলাদেশের ৯৯% শিক্ষার্থীরা যুক্তরাজ্যে স্কলারশিপ নিয়ে পড়াশোনার জন্য যেতে চান। আর যুক্তরাজ্যের একেকটি স্কলারশিপ আন্তর্জাতিক ও বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য অনেক উপকারী হয়ে থাকে। তাই আজকে আপনাদের সামনে কয়েকটি ইউনিভার্সিটির ইনফরমেশন গুলো আপনাদের কাছে শেয়ার করব যে ইউনিভার্সিটি গুলো আইএলটিএস ছাড়া স্কলারশিপ অফার করে আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে।

UK Scholarships without IELTS 2023 (যুক্তরাজ্য স্কলারশিপ)

যুক্তরাজ্যের এই ইউনিভার্সিটি গুলো 2023 এবং 2024 একাডেমী বর্ষের শিক্ষার্থীদেরকে স্নাতক, মাস্টার্স, এবং পিএইচডি করার জন্য যুক্তরাজ্য স্কলারশিপ দিয়েছে। আর এই স্কলারশিপ গুলো সবটাই আইএলটিএস ছাড়া। Without IELTS UK Scholarships 2023

কেন যুক্তরাজ্যে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করা উচিত।
দেখুন বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে United kingdom একটি উন্নত দেশ এবং ইউ কে এর ইউনিভার্সিটি গুলোও বেশিরভাগই সরকারের তহবিল দ্বারা পরিচালিত হয় তবে বেসরকারি যে ইউনিভার্সিটি গুলো রয়েছে সেগুলোতেই অনেক উন্নত মানের সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে। যুক্তরাজ্যের টপ ইউনিভার্সিটি গুলোর মধ্যে রয়েছে Oxford University এবং Cambridge University, আরো অনেক ইউনিভার্সিটি রয়েছে যেগুলো বিশ্বের সেরা ইউনিভার্সিটি গুলোর একেকটি, তাই আমাদের সকলকেই যুক্তরাজ্যে স্কলারশিপ নিয়ে সব সময় চেষ্টা করার প্রয়োজন। আর আজ আপনাদের সামনে যে ইউনিভার্সিটি গুলোর নাম বলব এর সবগুলোই আইএলটিএস ছাড়া অর্থাৎ আইএলটিএস নিয়ে কোন বাবার ও প্রয়োজন নেই।

সেরা ১০ টি যুক্তরাজ্য স্কলারশিপ আইএলটিএস ছাড়া নিম্নে দেওয়া হল।

১. UK Rhodes Scholarship 2023

UK Rhodes Scholarship 2023. এই স্কলারশিপ প্রতি বছর 100 জন আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে Rhodes Scholarship দিয়ে পুরুস্কৃত করা হয় থাকে। আর এতে দেওয়া হয় Oxford university scholarships for masters program এবং PhD programs এর জন্য স্কলারশিপ দেওয়া হয়। যদি আপনাদের কারো ভাগ্যে এই স্কলারশিপটি থাকে তাহলে আপনারা Oxford university মাস্টার্স এবং পিএইচডি করতে পারবেন।
বিস্তারিত জানতে এবং অপ্লাই করার জন্য ভিজিট করুন

২. Great Scholarship in United kingdom 2023

Great Scholarship in UK যুক্তরাজ্যের এই স্কলারশিপটিতে 310 টি স্কলারশীপ রয়েছে যা যুক্তরাজ্যের সরকার এবং বৃটিশ কাউন্সিলের মাধ্যমে পরিচালিত হয়। আপনি যুক্তরাজ্যের সর্বমোট 19 টি ইউনিভার্সিটির যেকোনো একটিতে MS ডিগ্রীর জন্য স্কলারশিপ নিতে পারবেন।
এপ্লাই করার জন্য ভিজিট করুন

৩. United kingdom Chevening Scholarship in 2023

Chevening Scholarship টি আগস্টের 3 তারিখ তাদের সকল তথ্য প্রকাশ করবে তাই যখনই আমাদের কাছে এই স্কলারশিপটির তথ্য আসবে আপনাদের সামনে তুলে ধরা হবে।

৪. Plymouth university Scholarship UK

প্লাইমাউথ বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ পাওয়ার জন্য স্বয়ংক্রিয় তহবিল সরবরাহ করা হয় থাকে। এই স্কলারশিপটি বর্তমানে অধ্যয়নরত স্নাতক এবং মাস্টার্স ডিগ্রির জন্য স্কলারশিপ দেওয়া হয় আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে।
বিস্তারিত জানতে ভিজিট করুন

Also Read: DAAD Scholarship 2023-2024: Fully Funded DAAD Scholarships in Germany 2024

৫. Welcome Scholarship 2023 UK government.

Welcome scholarship যুক্তরাজ্য স্কলারশিপ সরকারী এই বৃত্তি আর এই বার্সারিটি ইউ কে এর সরকারের নিজস্ব ট্রাস্ট দ্বারা অর্থায়ন করা হয় থাকে। এই স্কলারশিপটি মাস্টার্স অধ্যয়নের জন্য উপলব্ধ।
বিস্তারিত তথ্য এখানে

৬. UK Bristol University Scholarships 2023

এই স্কলারশিপটি দেওয়া হয় স্নাতক এবং স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য bristol university scholarships টি বার্সারি আপনার সব ব্যয়বার এই ইউনিভার্সিটি থেকে দেওয়া হবে।
বিস্তারিত জানতে ভিজিট

৭. University of West England Chancellor Scholarship 2023

এই ইউনিভার্সিটি কয়েকটি পুরষ্কার দিয়ে থাকে স্নাতক পাস শিক্ষার্থীদেরকে যারা আন্ডারগ্রেজুয়েট শুধু তাদেরকে। এবং এই স্কলারশিপটির জন্য কখনো তারা ইন্টারভিউ দিতে হতে পারে।
বিস্তারিত এখানে

৮. United kingdom University of Westminster Scholarships 2023

Westminster এই স্কলারশিপটির বিশ্বব্যাপী, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মাস্টার প্রোগ্রামগুলিতে যেকোনো সাবজেক্টে আপনি স্কলারশিপ নিয়ে মাস্টার্স শেষ করতে পারবেন। বিস্তারিত

৯. University of Sussex International Scholarships 2023

Sussex university এই ইউনিভার্সিটিতে ফুলটাইম অধ্যয়ন করার জন্য 60 স্কলারশিপ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অ্যাক্সেসযোগ্য শিক্ষার্থীদের জন্য। সকল তথ্য

১০. Nottingham Trent University Scholarships

মাস্টার্স করার জন্য Nottingham ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অ্যাক্সেসযোগ্য।
বিস্তারিত দেখুন

১১. University of Birmingham Scholarship 2023

Birmingham Scholarship এই ইউনিভার্সিটিতে স্কলারশীপের জন্য অ্যাপ্লিকেশন এখন গ্রহণ যোগ্য। বিস্তারিত

বাংলাদেশের সেরা প্রাইভেট ইউনিভার্সিটি Bangladesh University of Business and Technology learn about this university

আমাদের ব্লগের মধ্যে আইএলটিএস এবং আইএলটিএস ছাড়া স্কলারশিপ নিয়ে ইউনিভার্সিটিতে যাওয়ার সম্পূর্ণ পদ্ধতি সম্পর্কে সব সময় তথ্য শেয়ার করে থাকি যদি আপনি আগ্রহী হন বিদেশি উচ্চশিক্ষার জন্য যেতে তাহলে অবশ্যই আমাদের ব্লগটির নটিফেকেশন অন করে রাখবেন এবং শেয়ার করার অনুরোধ রইল।

Gates Cambridge Scholarship 2024 (Fully Funded Scholarship in the UK)

HM Mahfuj

Mahfujur Rahman is the founder of this Blog. He is a Professional Blogger and SEO Expert, who is interested in SEO, Web Programming. If you need any information related to this website, then you can feel free to ask here. It is our aim that you get the best information on this blog.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button