Thoughts of Billal অনুপ্রেরণা আরেক নাম
কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে অন্যতম আলোচনার এক নাম হচ্ছে Thoughts of Billal Video. আজকের এই প্রতিবেদনে আমরা তার সম্পর্কে জানব ও তার ইনকাম সম্পর্কে আলোচনা করব। কেননা তিন মাসের ইনকাম ধারায় বেশি পরিচিত লাভ করেছেন এই জগতে। যদিও তার আগে থেকে অনেক পরিচিতি ছিল কিন্তু তার ইনকাম প্রকাশ হওয়ার পর মানুষ তার দিকে ঢুকেছে বেশি এবং কনটেন্ট ক্রিয়েট শুরু করেছে।
ইদানিং লক্ষ্য করা কি আছে বাংলাদেশ ক্রিয়েটরদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একেক জন একেক ভিডিও তৈরি করছে এবং তাদের অনুপ্রেরণা একেকজনের একেক ব্যক্তি। তবে বর্তমান সময়ে ফেসবুকে ট্রেন্ডিংয়ে রয়েছে থটস অফ বিল্লাল। তাকে কেন্দ্র করে অনেকেই ভিডিও তৈরি করছে এবং তাকে নিয়েও ভিডিও তৈরি করছেন অনেকেই। কে এই বিল্লাল এবং কিভাবে তিনি এত জনপ্রিয়তা পেলেন তা নিয়ে একটি সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব। মূলত তিনি হচ্ছেন শেরপুর জেলার বাসিন্দা। তিনি বহু আগে থেকেই ভিডিও তৈরি করেন। তিনি এক সময় এই অবস্থানে ছিলেন না যা তিনি নিজে বলেছেন। তিনি একটি হোটেলে কাজ করতেন। এখানে বিভিন্ন ফুড আইটেম তৈরির ভিডিও দিতেন এবং ছন্দে ছন্দে কথা বলার ভিডিও গুলো দিয়ে থাকেন। এভাবেই তিনি জনপ্রিয়তা পান প্রথমে। এভাবেই চলতে থাকে তার। তার ছন্দে ছন্দে তৈরি করা ভিডিও গুলো সবচেয়ে বেশি ভাইরাল হয় এবং তার ভক্তদের কাছে বেশি ভালো লাগে। সেখানে ছিল নানা ধরনের অনুপ্রেরণা, সত্য কথা এবং প্রতিবাদী মূলক সকল ভিডিও। যার কারণে দ্রুত বৃদ্ধি পায় তার তিন মিলিয়ন ফলোয়ারের।
অনুপ্রেরণা আরেক নাম থটস অফ বিল্লাল ভাই
বর্তমানে কারো অনুপ্রেরণায় অনেকে ভিডিও তৈরি করছে এবং কনটেন্ট ক্রিয়েট করতেছে। এখানে যে বিষয়টি দেখা যায় সেটি হচ্ছে তাকে কপি করে কিংবা তার ছন্দ ছন্দ ভাবে কথা বলে ভিডিও তৈরি করছেন। Thoughts Of Billal নামের পেজ থেকে বিল্লাল ৩ মাসে ৪৪ লক্ষ টাকা ইনকাম করেছে। তিনি প্রথমে তার এই ইনকাম এবং ইনকামের ভিডিও গুলো আর পেইজে শেয়ার করে। যেখানে তিনি প্রমাণ করে সত্যিই তিন মাসে তিনি এই পরিমাণ অর্থ আয় করেছেন। এই পেমেন্টের ভিডিও দেখে অনেকেই তার মত ভিডিও এবং কনটেন্ট তৈরি করতে শুরু করেছেন। কিন্তু তিনি বারবার বলেছেন তাকে কপি না করে নিজের মেধা এবং স্কিল দিয়ে ভিডিও তৈরি করতে।
একই সঙ্গে ভক্তদের উদ্দেশ্যে নানা ধরনের উপদেশমূলক কথাবার্তা বলেন। কিন্তু বেশ কয়েকবার তিনি সমালোচিত হয়েছেন। তার সাথে সময় কাটানোর জন্য বিনিময়ে টাকা দিতে হবে। এ বিষয়টি ভাইরাল হয় এবং ব্যাপক সমালোচিত শিকার হয়। বর্তমান সময়ে তার পেজটি তিনি হাইড করে রেখেছেন। কারণ কিছু অসাধু তার পেইজে নানা ধরনের রিপোর্ট দিয়ে আসছিল। কারণে তিন মিলিয়নের পেজ এখন পর্যন্ত তিনি হাইড করে রেখেছেন। বর্তমানে শেরপুর এবং দেশের অন্যান্য অঞ্চলের মানুষদের সহযোগিতা করে আসছে। এই বিষয়টি এটা নাকি আছে। Thoughts Of Billal সম্পর্কে আমাদের কাছে সর্বশেষ আপডেট ছিল এটি। তার সম্পর্কে জানতে হলে আরো তার ফেসবুক আইডি কিংবা ফেসবুকে সার্চ করুন।
আরোঃ বিসিবির পরিচালক আসিফ



