১১-২০ তম সরকারি চাকরিজীবী ও এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নতুন আপডেট

সাহেদা জান্নাত

১১ থেকে ২০ তম সরকারি চাকরিজীবীরা ও এমপিওভুক্ত শিক্ষকদের জন্য দারুন সুখবর এই পোস্ট টিতে বিশ্লেষণ করা হলো । কেননা সরকার আগামী জুলাই অর্থাৎ জুনের পর ই জুলাই মাসে এমপিও ভুক্ত শিক্ষক তথা ও সরকারি চাকরিজীবীদের আর্থিক প্রণোদনা দিতে যাচ্ছেন।

১১-২০ তম সরকারি চাকরিজীবী ও এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর:

বর্তমানে মুদ্রাস্ফীতির কারনে মুদ্রিস্ফীতির সাথে সমন্বয় রেখে সরকার সরকারি তথা এমপিও ভুক্ত শিক্ষকদের জন্য বিশেষ সুখবর দিতে যাচ্ছেন কেননা সকল চাকরিরজীবি পেতে যাচ্ছেন ৫% ইনক্রিমেন্ট । দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারনে সরকার মহার্ঘ ভাতা না দিয়ে সরকারি চাকরিজীবীদের ও এমপিওভুক্ত শিক্ষকদের 5 শতাংশ আর্থিক প্রণোদনা দিতে যাচ্ছেন জুলাই মাসের বেতনের সাথে এই 5 শতাংশ প্রণোদনা দিবে সরকার ।

এবার কথা হলো সরকার 5% যে প্রণোদনা দিতে যাচ্ছেন দেখা যায় 11-20 তম গ্ৰেডের অনেকেই কেবল 1000 এর নিচে প্রণোদনা পাবেন কেউয়500 কেউ 500 এর একটু বেশি এই প্রণোদনা একটু …….. তাই সরকার যাদের ,5% প্রণোদনায় টাকা দাড়ায় ১০০০ এর নিচে উনাদের সবাইকে কিন্তু সরকার ৫ শতাংশ প্রণোদনা মানে ১০০০ টাকা দিবেন ।

১১-২০ গ্ৰেডের অনেকেই ১০০০ নিচে পারবেন না জুলাই মাসের বেতনের সাথে ৫ শতাংশ প্রণোদনা মানে ১০০০ টাকা পাবেন ।এটা সকল চাকরিরজীবিদের জন্য সুখবর।

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর কেননা সরকারি চাকরিজীবীদের জন্য প্রথমে কেবল বেতন বৃদ্ধি বা অন্যান্য যাবতীয় বিষয় ধরা হয়েছিল এবার সরকারি চাকরিজীবীদের পাশাপাশি এমপিও ভুক্ত শিক্ষকদের জন্য ,মাদ্রাসা শিক্ষকদের জন্য ,আধা সরকারি শিক্ষকদের জন্য কিন্তু এই ৫ শতাংশ আর্থিক প্রণোদনা দিতে যাচ্ছেন সরকার ।

শিক্ষাই জাতির মেরুদন্ড , শিক্ষা ছাড়া কোন জাতি কোন সমাজ ,কোন দেশ আলোর দেখা পায়না । জাতির উন্নতির একমাত্র মাধ্যম হচ্ছে শিক্ষা আর এই শিক্ষা প্রদান করেন একজন শিক্ষক । শিক্ষক দের অক্লান্ত পরিশ্রম জাতি সঠিক পথের সন্ধান পায় ।আর এই শিক্ষক তথা সমাজ কষ্ট করুক তা মেনে নেওয়া যায় না । সরকারি চাকরিজীবী তথা এমপিও ভুক্ত শিক্ষকদের জন্য এই সুখবর আমাদের জন্য ও সুখবর ।

সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য ৫ শতাংশ প্রণোদনা

এমপিওভুক্ত শিক্ষক তথা সরকারি চাকরিজীবীরা সবার জন্য সুখবর ।

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি

শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি ।

আমাদের ব্লগে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ ও শিক্ষা বিষয়ক সকল নতুন নতুন আপডেট ও চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য প্রস্তুতি মূলক পোস্ট পেতে সাথেই থাকুন এবং কোন ভূল থাকলে কমেন্টে জানাবেন।

Also Read: চতুর্থ গনবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ নিয়ে নতুন আপডেট ২০২৩

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।