শিক্ষদের শতভাগ ঈদ বোনাস নিয়ে নতুন আপডেট ২০২৩

শিক্ষদের শতভাগ ঈদ বোনাস নিয়ে নতুন আপডেট ২০২৩: আসন্ন পবিত্র ঈদুল উল আজহার এই পবিত্র ঈদ ধর্মপ্রাণ মুসলমানদের কুরবানীর ঈদ এই ঈদে যদি আমাদের মানুষ গড়ার কারিগর প্রানপ্রিয় শিক্ষকদের যদি ঈদ বোনাস বৃদ্ধি পায় তাহলে এটা তো অত্যন্ত সুখবর। শিক্ষকদের শতভাগ ঈদ বোনাস নিয়ে নতুন আপডেট ২০২৩।

শিক্ষদের শতভাগ ঈদ বোনাস ,মন্ত্রনালয় চায় প্রস্তাব, মাউশি চায় নির্দেশনা:

শিক্ষদের শতভাগ ঈদ বোনাস নিয়ে নতুন আপডেট ,মন্ত্রনালয় চায় প্রস্তাব , মাউশি চায় নির্দেশনা। সারাদেশে প্রায় ৫ লাখ এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন । এমপিওভুক্ত শিক্ষকদের অর্থাৎ এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের শতভাগ বেতন দিলে ও দুই ঈদে মাত্র ২৫ শতাংশ উৎসব ভাতা দেওয়া হয়।

শিক্ষকরা মুল বেতনের ২৫% এবং কর্মচারীরা মুল বেতনের ৫০ শতাংশ ঈদ বোনাস পান । এ বিষয়ে জানতে চাইলে উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক বেলাল হোছাইন বলেন ,ঈদ বোনাসের বিষয়ে আমরা সরকার থেকে বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোন নির্দেশনা না পাইলে এ বিষয়ে কোন সিদ্ধান্ত নিতে পারবনা । তাদের পক্ষ থেকে নির্দেশনা এলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া যেতে পারে।

ঈদ বোনাস সম্পর্কে মাউশি বলেন, আপনাদের নির্দেশনা পেলে এ বিষয়ে প্রস্তাব দেয়া যেতে পারে ,প্রস্তাবনা ছাড়া কোন নির্দেশনা দেয়া যাবেনা। প্রস্তাবনা মাউশি থেকে আস্তে হবে তাহলে ঈদ বোনাস বা উৎসব ভাতা বৃদ্ধি হতে পারে ।

শিক্ষদের ২৫ শতাংশ এবং কর্মচারীদের ৫০ শতাংশ উৎসব ভাতা দেওয়া হয় । তবে আশ্বাস দেয়া হয়েছিল শিক্ষক কর্মচারীদের শতভাগ ঈদ বোনাস দেয়া হবে কিন্তু গত বিশ বছরেরও কোন উৎসব ভাতা বৃদ্ধি করানো হয়নি তবে আশা করা যায় সরকার সব বিষয়ে যেহেতু সদয় তাই ঈদ বোনাস ও বাড়বে আশা করা যায় ।

আমাদের ব্লগে ইতোমধ্যে অনেক বিষয়ের শেয়ার করা হয়েছে যেমন,

বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি ইত্যাদি শেয়ার করা হয়েছে।

শিক্ষকরা জাতির অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ । শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম আমাদের সন্তানরা সঠিক পথের সন্ধান পায় তাই সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের ঈদ বোনাস বাড়ুক এবং সকলের ঈদ আনন্দ যেন অনেক খুশির হোক এই কামনা আমাদের সকলের পক্ষ থেকে । যদি পোষ্ট টিতে কোন ভূল থাকে তাহলে কমেন্টে জানাবেন।

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।
Exit mobile version