সিলেট বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, নতুন করে আর কোনো গ্রাম প্লাবিত হয়নি, তবে পানি কমেনি। সিলেটে বন্যা পরিস্থিতি আগের মত। সিলেটের বন্যা অপরিবর্তিত । আজ বৃহস্পতিবার কানাইঘাট জৈন্তা পয়েন্টে বিপৎসীমার ১ দশমিক ৩ সেন্টিমিটার। সুরমা পয়েন্টেও বিপৎসীমার ০ দশমিক ৪৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সিলেটে বন্যায় কয়টি জায়গা প্লাবিত।
সিলেট নগরসহ ১৩টি উপজেলার মানুষের দুর্ভোগের অন্ত নেউ। সিলেট শহরে দেখা যাচ্ছে বিশুদ্ধ পানির অভাব। মানুষ মাথায় কলসি নিয়ে ভেসে থাকা নল কুপ।
স্হানীয় জনপ্রতিনিধির মাধ্যমে জানা গেছে।
সিলেট নগরের বন্যার পরিস্থিতি ভয়াবহ। ২০০৪ সালের বন্যার পর এটাই বড় বন্যা। সিলেটের অধিকাংশ জায়গা বন্যায় প্লাবিত। সিলট শহরের অর্থাৎ সিটির প্রায় ২৫টি এলাকা প্লাবিত হয়েছে। কেথায় হাঁটু পানি, আবার কোথায় কোমর-সমান পানি।
সিলেটে বন্যা সময় সময়ে বেড়েই যাচ্ছে দেখুন ভিডিও!
সিলেটের বন্যা কি বড়বে?
সিলেটের বন্যা বাড়বে না। বরং কমবে। আগামীকাল সন্ধার আগ পর্যন্ত পূর্বের তুলনায় ১০ থেকে ৫০ সেমি বন্যার পানি নামার সম্ভাবনা আছে।
সিলেটে বন্যার কারণ।
উজানে ভারতের আসাম ও মেঘালয়ের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাত এবং ভারতের বাঁধ খোলা দেওয়া সিলেটে বন্যার প্রধান করাণ। সুরমা, কুশিয়ারা, চেলা, পাইন নদীর উপর দিয়ে পানি ভেসে যাচ্ছে। বৃষ্টির অবিরত হচ্ছে তাই সিলেটের নদ-নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
গত ১৫ মে সিলট বন্যায় তলিয়ে যায়। এক মাস যেতে না যেতে আবার বন্যায় প্লাবিত সিলেটের নিম্নাঞ্চল। পূর্বের বন্যা থেকে এ বন্যার পানি আরেকটু বেশি।