সুন্দরবন কুরিয়ার সার্ভিস ট্র্যাকিং পদ্ধতি | Sundarban Courier Service Tracking 2023

সুন্দরবন কুরিয়ার সার্ভিস ট্র্যাকিং পদ্ধতি

স্কলার্শমি টেকনোলজির আজকের আলোচনায় রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস ট্র্যাকিং পদ্ধতি নিয়ে। ইদানিং সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে পার্সেল পাঠানো নিয়ে। ‌পার্সেলটি তিন চার দিনো নির্দিষ্ট স্থানে না পৌঁছার কারণে অনেকেই চিন্তিত থাকেন। ‌যে এজেন্ট এর মাধ্যমে পার্সেল পাঠানো হয় সে এজেন্সি থেকে ফোন কলের মাধ্যমে না জানালে আমরা পার্সেল সম্পর্কে কোন তথ্য জানতে পারি না। ‌ কিন্তু আমাদের জানার দরকার হয় বিভিন্ন কারণে। ‌

বিশেষ করে যারা ই-কমার্স এর মত ব্যবসায়িক কাজ করে তাদের জন্য এটি জানা খুব গুরুত্বপূর্ণ। এ সকল সমস্যা মাথায় রেখে সুন্দরবন কুরিয়ার সার্ভিস পার্সেল ট্র্যাকিং সিস্টেম করেছে। যার মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার পাঠানো পার্সেলটি কোথায় এবং কি অবস্থায় রয়েছে। ‌

চলুন তাহলে জেনে নেই সুন্দরবন কুরিয়ার সার্ভিস ট্র্যাকিং পদ্ধতি সম্পর্কে। ‌

যেভাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিস পার্সেল ট্র্যাক করবেন? (Sundarban Courier Service Tracking)

যখন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠানো হয় তখন একটি ভাউচার দেয় এজেন্সি থেকে। ‌বর্তমানে এখন প্রতিটি এজেন্সি থেকে ডিজিটাল ভাউচার দেওয়া হয়। ‌এই ভাউচারের উপরের দিকে বাম পাশে কয়েক ডিজিটের একটি নাম্বার দেখতে পারবেন। এ নাম্বারটি হচ্ছে CN number. সুন্দরবন কুরিয়ার সার্ভিস পার্সেল চেকিং এর জন্য এই CN নাম্বারের অবশ্যই প্রয়োজন হয়। কারণ এই কোডের মাধ্যমেই মূলত ট্র্যাক করা হয়ে থাকে। এ ভাউচারকে অনেকে কাস্টমার কপি বলে থাকে। ‌

এখন আমরা জানব কিভাবে এই CN number দিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিস ট্র্যাকিং করা হয়। তাহলে নিজ থেকে ধাপে ধাপে আমরা জেনে নেই।

  • প্রথমে একটি ইন্টারনেট সংযুক্ত ডিভাইস নেই। যদি মোবাইল ফোন নেয়া হয় তাহলে গুগল ক্রোম ওপেন করে নিন। ‌তার পর থ্রি ডট অপশন থেকে ব্রাউজারটি ডেক্সটপ মোডে কনভার্ট করুন। ডেক্সটপ মোড ব্যবহার করলে খুব সহজেই বিষয়গুলো বুঝতে পারবেন।
  • এরপর এই লিংকে প্রবেশ করুন। লিংকটিতে ক্লিক করার পর সরাসরি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিশিয়াল ওয়েবসাইটের ট্র্যাকিং পেজে নিয়ে যাবে।
  • ট্র্যাকিং পেজে প্রবেশ করার পর CN number বসানোর জন্য একটি অপশন পাবেন। নিচের স্ক্রিনশট এর মত দেখাবে। ‌সেখানে উক্ত নম্বরটি বসিয়ে সার্চ পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাবে। ‌এছাড়া এখানে রিসিভার কন্টাক্ট, রেফারেন্স নম্বর, সেন্ডার কন্টাক্ট ইনফো দিয়ে সার্চ করার অপশনও রয়েছে। ‌
সুন্দরবন কুরিয়ার সার্ভিস ট্র্যাকিং
  • সার্চ বাটনে ক্লিক করার পর পার্সেল এর সকল ডিটেলস এখানে পাওয়া যাবে। ‌যেমন কত তারিখে বুকিং করা হয়েছে কোথায় থেকে, পার্সেল সংখ্যা, স্ট্যাটাস এবং গাড়ির নম্বরসহ দেওয়া থাকে।

এভাবেই মূলত সুন্দরবন কুরিয়ার সার্ভিস ট্র্যাকিং করা হয়।‌ আশা করি এখন বাসায় বসে আপনি নিজে নিজেও পার্সেল ট্র্যাকিং করতে পারবেন।

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পার্সেল খরচ কত

সুন্দরবন কুরিয়ার সার্ভিস বাংলাদেশের জনপ্রিয় একটি প্রোডাক্ট ট্রানজেকশন এজেন্সি। এদের সার্ভিস পেয়ে জনগণ অন্তত সন্তুষ্ট। ভাই এখনো এর জনপ্রিয়তা রয়েছে। এর পার্সেল খরচ কেমন বেশি নয় মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে। বেশ কিছুদিন আগেও ঢাকার মধ্যে ১০০ টাকা এবং ঢাকার বাইরে পার্সেল পাঠানোর জন্য ১৫০ টাকা ফি ছিল। ‌ মুদ্রাস্ফিতের কারণে বর্তমানে এখন ঢাকার মধ্যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস পার্সেল খরচ ১৫০ টাকা এবং ঢাকার বাইরে এর খরচ ২০০ টাকা। এছাড়া পণ্যের ধরন এবং ওজন অনুযায়ী এর মূল্যের তারতম্য ঘটে থাকে। মূলত পরিবহন জ্বালানির দাম বৃদ্ধির কারণে এর সার্ভিস খরচ বৃদ্ধি করা হয়েছে।

যদি আপনি অতিরিক্ত সেবা নিতে চান তাহলে এর জন্য অতিরিক্ত ফি প্রদান করতে হবে। ‌প্রোডাক্টের কোনো ক্ষতি হলে তাহলে সে প্রোডাক্টের দায়িত্ব নেবে সুন্দরবন কুরিয়ার সার্ভিস।

সুন্দরবন কুরিয়ার সার্ভিস এজেন্সি কোথায় কোথায় আছে?
আমরা আর্টিকেলের প্রথম দিকে সুন্দরবন কুরিয়ার সার্ভিস ট্রাকিং পদ্ধতি সম্পর্কে জেনেছি। ‌এখন আমরা জানবো কোথায় কোথায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস এজেন্সি রয়েছে। বাংলাদেশের ৬৪ টি জেলায়, ৪৫২টি উপজেলায় এবং ৫৬০ টি গ্রাম পর্যায়ে এর এজেন্সি রয়েছে। ‌প্রতিবছর দেশের কোন না কোন স্থানে এর নতুন করে একটি এজেন্সি খোলা হয়। ‌

সুন্দরবন কুরিয়ার সার্ভিস helpline

সুন্দরবন কুরিয়ার সার্ভিস helpline number is: ০৯৬১২-০০৩ ০০৩ (09612003003)

সুন্দরবন কুরিয়ার সার্ভিস ট্র্যাকিং কেন করবেন?

বিশেষ করে যারা ব্যবসায়ী তাদের জন্য এই ট্র্যাকিং সিস্টেম জানা দরকার। কারণ কাস্টমাররা নির্দিষ্ট সময়ের ভেতরে প্রোডাক্ট হাতে না পেলে খারাপ রিভিউ বেশি পাওয়া যায়। তাই কাস্টমারদের প্রোডাক্ট এর অবস্থা জানাতে অবশ্যই পার্সেল ট্র্যাকিং জানতে হবে।

পার্সেল ট্র্যাকিং ফি কত?

সম্পূর্ণ বিনামূল্যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস ফ্রি পার্সেল tracking দিচ্ছে। ‌

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কোথায় কোথায় পার্সেল পাঠানো যায়?

এর মাধ্যমে বাংলাদেশের সর্বত্র পার্সেল পাঠাতে পারবেন। এছাড়াও এদের নির্দিষ্ট কয়েকটি দেশে পার্সেল আনা নেওয়া করতে পারবেন।

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বর্তমান পার্সেল খরচ কত?

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বর্তমান পার্সেল খরচ হচ্ছে ঢাকার মধ্যে একশত টাকা এবং ঢাকার বাহিরে দুইশত টাকা।

আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের টিপস এন্ড ট্রিকস রিলেটেড সকল তথ্য শেয়ার করা হয়ে থাকে। সুন্দরবন কুরিয়ার সার্ভিস ট্র্যাকিং এর মত আরও অন্যান্য ট্রিক্স জানার জন্য আমাদের ওয়েবসাইটের সঙ্গে থাকুন‌। তাহলে নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারবেন।

এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি এবং সাজেশন পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরি অনুসরণ করুন। ‌ এ সকল বই এবং সাজেশন সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করার সুযোগ পাবেন আপনারা।

কুয়েট প্রশ্ন ব্যাংক পিডিএফ ২০২৩ | Kuet question bank pdf 2023

রুয়েট প্রশ্ন ব্যাংক পিডিএফ ২০২৩ | Ruet question bank 2023 pdf

Sundarban Courier Service Tracking: সুন্দরবন কুরিয়ার সার্ভিস ট্র্যাকিং,
সুন্দরবন কুরিয়ার ও পার্সেল সার্ভিস ট্র্যাকিং,
সুন্দরবন কুরিয়ার সার্ভিস ট্র্যাকিং বি ফোন নম্বর,
সুন্দরবন কুরিয়ার সার্ভিস অনলাইন ট্র্যাকিং,
সুন্দরবন কুরিয়ার সার্ভিস ট্র্যাকিং এপস,
সুন্দরবন কুরিয়ার সার্ভিস পার্সেল ট্র্যাকিং,
সুন্দরবন কুরিয়ার ট্র্যাকিং,
সুন্দরবন কুরিয়ার পার্সেল ট্র্যাকিং,
ইউএসবি কুরিয়ার ট্র্যাকিং,
ই কুরিয়ার সার্ভিস,
সুন্দরবন ট্র্যাকিং সার্ভিস,
সুন্দরবন কুরিয়ার ট্র্যাকিং নম্বর,
সুন্দরবন ট্র্যাকিং,
এসএ পরিবহন ট্র্যাকিং,
কুরিয়ার ট্র্যাকিং,
সুন্দরবন কুরিয়ার সার্ভিস ঝালকাঠি,
সুন্দরবন কুরিয়ার সার্ভিস ঝিগাতলা,
সুন্দরবন কুরিয়ার সার্ভিস ঝালকাঠি শাখা,
সুন্দরবন কুরিয়ার সার্ভিস ট্রাকিং,
sundarban courier service tracking bd,

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version