এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস ২০২৩ | SSC Short Syllabus 2023

এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস ২০২৩ (SSC Short Syllabus) সম্পর্কে বিস্তারিত সকল কিছু জানতে এসএসসি পারবে আমাদের আজকের আর্টিকেল “এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস টিতে। এই আর্টিকেলে তোমরা এস এস সি পরীক্ষা এর সময়সূচি এবং এসএসসি পরীক্ষার মানবন্টন সহ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস ঢাকা বোর্ড নিয়ে সকল ইনফরমেশন জানতে পারবে। তাই এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস আর্টিকেল টি শেষ পর্যন্ত পড়তে থাকো।

Table of Contents

এসএসসি ২০২৩

শিক্ষা মন্ত্রী ড. দিপু মনি বলে জানিয়েছেন, এ বছরের  মাঝামাঝি সময়ে এস এস সি এবং এইচ এস সি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ জুন অথবা জুলাই শুরুর দিকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিন।  রোটিন প্রকাশ হওয়ার সাথে সাথে আমরা আমাদের এই ওয়েব সাইটে আপলোড করব।  সুতরাং পরীক্ষা সম্পর্কৃত যাবতীয় তথ্য পেতে সব সময় চোখ রাখুন আমাদের পেইজে। ১০০% সঠিক তথ্য এবং দিক নিরর্দেশনা প্রদান করা হবে আপনাকে।

• আরও পড়ুন-> Top 10 Free English Speaking Courses Online

এসএসসি পরীক্ষা এর সময়সূচি ২০২৩

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড জানিয়েছে চলতি বছরের আগামী ১৯ জুন থেকে এস এস সি পরীক্ষা শুরু হবে। গত ১ মার্চ মঙ্গলবার ঢাকা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তপন কুমার সরকার যাগো নিউজ২৪ কে এ সংবাদ জানান।

এস এস সি পরীক্ষা ২০২৩ সংক্ষীপ্ত সিলেবাস।

করোনার কারনে  শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিষয় বিবেচনায় অনেক বিষয় বাদ দেয়া হয়েছে। সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে । ভালো ফলাফল করতে হলে নতুন সিলেবাস অনুযয়ী পড়তে হবে। অযথা অতিরিক্ত বিষয়ের পিছনে সময় নষ্ট করা যাবে না । সঠিক দিক নির্দেশনা মেনে পড়তে হবে। নিচে সম্পূর্ণ সংক্ষিপ্ত সিলেবাস প্রদান করা হলো।

এবারের এস এস সি তে যেসব বিষয় পরীক্ষা হবে

বাংলা,
ইংরেজি,
গণিত,
বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা
,ভূগোলরও পরিবেশ,
পৌরনীতি ও নাগরিকতা,
অর্থনীতি,
গার্হস্থ্য বিজ্ঞান
এবং কৃষিশিক্ষা।

আর(Science) সাইন্সের সাবজেক্ট গুলোর মধ্যে

পদার্থ বিজ্ঞান,
রসায়ন,
উচ্চতর গণিত,
জীববিজ্ঞান,

(Accounting ) বা ব্যবসায়ী শিক্ষা

হিসাব বিজ্ঞান,
ব্যবসায় উদ্যোগ,
ফিন্যান্স,ব্যাংকিং।
যেসব বিষয়ে বা subject  পরীক্ষা হবে না

এবারের এস এস সি পরীক্ষা ২০২৩ এ এস এস সি  সিলেবাস থেকে মোট  চারটি বিষয় বাদ দেয়া হয়েছে।

ধর্ম ও নৈতিক শিক্ষা,
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়,
এবং বিজ্ঞান।

বাদ দেয়া বিষয় গুলোতে সাবজেক্ট মেপিং পদ্ধতির মাধ্যমে নাম্বার দেওয়া হবে। স্বভাবিক ভাবে এস এসি সি তে ১২ টি বিষয়ে এবং এইচ এস সি তে ১৩ টি বিষয়ে পরীক্ষা নেয়া হয় কিন্তু এবছর করোনার কারনে সরকার সিলেবাস সংক্ষিপ্ত করার মাধ্যমে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।  যাতে করে এই নাজুক পরিস্থিতির মধ্যে শিক্ষার্থীদের মধ্যে অতিরিক্ত চাপ তৈরি না হয়।

এসএসসি পরীক্ষা পরীক্ষার মানবন্টন

ইংরেজি প্রথম পত্রে থাকবে ৫০ নম্বর এবং ইংরেজি ২য় পত্রে থাকবে ৫০ নম্বর। আর যে সব বিষয়ে ব্যবহারিক রয়েছে সে সব বিষয়ে ৪৫ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষায় রচনামুলক প্রশ্নে থাকবে ৩০ নম্বর এবং এমসিকিউতে( MCQ) থাকবে ১৫ নম্বর।

যে সব বিষয়ে ব্যবহারিক শিক্ষা  নেই,  সেসব বিষয়ে ৫৫ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার মধ্যে রচনামুলক প্রশ্নে থাকবে ৪০ এবংএমসি কিউতে থাকবে৷ ১৫ নাম্বারে পরীক্ষা।

শিক্ষা বোর্ড জানিয়েছে, আবশ্যিক ও ব্যবহারিক বিষয়ের মধ্যে যে সব বিষয়ে পরীক্ষা হবে না (ইংরেজি ১ম ও ২য় ব্যতিত) রচনামুলক প্রশ্নের ৪০ কে ৭০ এবং এমসিকিউ ১৫কে ৩০ নম্বর হিসাবে ধরা হবে এবং প্রাপ্ত নম্বরকে ৩০ এবং ৭০ এর মধ্যে রুপান্তর করা হবে।

যে সব বিষয়ে ব্যবহারিক রয়েছে।  ব্যবহারিক পরীক্ষায় থাকবে ১৫ নম্বর যা পরবর্ততে ৩০ নাম্বারে রুপান্তর করা হবে। রচনামুলক প্রশ্নের তিনটির আনসার করতে হবে ।  তিনটি প্রশ্নে থাকবে  ৩০ নম্বর যার মধ্যে প্রাপ্ত নম্বরকে ৫০ নম্বরে এবং  এমসিকিউ অংশের ১৫ নম্বরকে প্রাপ্ত নম্বর ২৫  এর মধ্যে হিসাব করা হবে।

ইংরেজি ১ম এবং ইংরেজি ২য় ‘র  প্রতিটির ক্ষেত্রে বরাদ্দ ৫০ নাম্বারকে প্রাপ্তনম্বরকে ১০০ নাম্বারে রুপান্তর করা হবে।(এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস ২০২৩

২০২৩ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস | SSC Short Syllabus 2023 PDF Download

পরীক্ষার সময়ঃ

 এস এস সি  ও এইচ এস সি পরীক্ষার সময় থাকবে দুই ঘন্টা। এর মধ্যে রচনা মূলকের জন্য ২০ মিনিট এবংএমসিকিউ এর জন্য ২০ মিনিট।

বিস্তারিত নিচের দেখুন।

সংক্ষিপ্ত সিলেবাস বাংলা ১ম

বাংলা ১ম পত্র(এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস ২০২৩

গদ্য: সুভা,
বইপড়া,
আম আটি ভেপুঁ,
সাহিত্যের রূপ ও রীতিমানুষ
মুহাম্মদ (সা.),
নিমগাছ,
শিক্ষা ও মনুষ্যত্ব,
প্রবাস বন্ধু,
মমতাদি,
একাত্তরের দিনগুলি,।
কবিতা: বঙ্গবাণী,
কপোতাক্ষ নদ,
জীবনসঙ্গীত,
মানুষ,
সেই দিন এই মাঠ,
পল্লিজননী,
তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা,
রানার,
আমার পরিচয়,
স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো।

সহপাঠ: কাকতাড়ুয়া, বহিপীর।

1. SSC_Bangla 1 2023

সংক্ষিপ্ত সিলেবাস বাংলা ১ম(এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস ২০২৩

বাংলা ২য় পত্র
অধ্যায় ২: পরিচ্ছেদ–১, ২, ৪।
অধ্যায় ৩: পরিচ্ছেদ–২, ৩, ৫, ৬ ৭, ৯, ১০, ১১।
অধ্যায় ৪: পরিচ্ছেদ–১, ২, ৭, ৮।
অধ্যায় ৫: পরিচ্ছেদ–১, ২, ৩, ৪, ৬।

নির্মিত অংশ: সারমর্ম ও সারাংশ লিখন,(এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস ২০২৩)

ভাবসম্প্রসারণ,
পত্রলিখন,
অনুচ্ছেদ,
প্রতিবেদন,
প্রবন্ধ রচনা।

2. SSC_Bangla 2 2022

ইংরেজি ১ম সংক্ষিপ্ত সিলেবাস

ইংরেজি ১ম পত্র
Unit: 3,4,5,7,10,11, 12.
Unseen Passage:
1. Information transfer
2. Summarizing
3. Matching.

Writing: 1. Writing a paragraph answering questions

2. Completing a story

3. Emails

4. dialogue Writing

 ইংরেজি ২য় পত্র

Grammar:

 Gap filling activities without clues (to test prepositions, articles, zero articles)
Gap filling (cloze test *) with clues (to test vocabulary in general )

(* A cloze test is also a gap-filling activity with recurring gaps at regular intervals at the 5th or 6th or 7th or 8th or 9th word)

 Substitution table
Right forms of verbs
Changing sentences (change of voice, change of degrees, affirmative to negative, assertive to exclamatory, exclamatory to assertive, assertive to imperative)
Completing sentences (Using conditionals, gerund, infinitive, participle)
Use of suffix and prefix
Tag questions
Punctuations.

Writing Part

1. Writing CV with cover letter
Formal letters (complaint letter, notice, purchase order, responses to an order/requests etc.)
Writing paragraph.

3. SSC_English 1 2022 (1&2)

গণিত সংক্ষিপ্ত সিলেবাস

অধ্যায়–২, ৩, ৪, ৭, ৮, ৯, ১৩, ১৬, ১৭।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি:
অধ্যায়– ১, ২, ৩, ৪, ৫।

পদার্থবিজ্ঞান
অধ্যায়–১, ২, ৩, ৪, ৫, ৭, ৮, ১১।

রসায়ন
অধ্যায়–১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১১।

জীববিজ্ঞান:

অধ্যায়–১, ২, ৪, ৫, ৬, ৮, ১১, ১২।

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা:

 অধ্যায়–১, ২, ৩, ৪, ১০, ১১, ১২, ১৪।

 পৌরনীতি ও নাগরিকত্ব:

অধ্যায়–১, ২, ৪, ৫, ৬, ১০, ১১।

  অর্থনীতি

অধ্যায়–১, ২, ৩, ৪, ৬, ৯।

 হিসাববিজ্ঞান:

অধ্যায়–২, ৩, ৪, ৫, ৬, ৭, ৯, ১০।

 ব্যবসায় উদ্যোগ:

অধ্যায়–১, ২, ৩, ৪, ৫, ৮, ৯, ১১।

 ফিন্যান্স ও ব্যাংকিং:

অধ্যায়–১, ৩, ৪, ৫, ৯, ১০, ১১ ।

 বাংলাদেশের ও বিশ্বপরিচয়:

অধ্যায়–১, ২, ৪, ৫, ৬, ৯, ১০, ১১, ১৬।

বিজ্ঞান:

অধ্যায়–১, ২,৩, ৫, ৬, ৯, ১২।

 কৃষিশিক্ষা:

অধ্যায়–১, ২, ৪ ।

গার্হস্থ্য অর্থনীতি:

ক বিভাগ: অধ্যায়– ১, ২, ৩, ৪, ৫।

খ বিভাগ: অধ্যায়–৬, ৭, ৮ ।

গ বিভাগ: অধ্যায়–১০, ১৩।

ঘ বিভাগ: অধ্যায়–১৫, ১৮।

 ভূগোল ও পরিবেশ:

অধ্যায়–১, ২, ৩, ৪, ৫, ৬, ১০।

উচ্চতর গণিত:

অধ্যায়–২, ৩, ৭, ৮, ৯, ১০, ১১, ১৪।

 ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা:

অধ্যায়–১: পাঠ–১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১৩, ১৪, ১৫।

অধ্যায়–২: পাঠ–১, ২, ৩, ৪, ৮, ৯,১০,১১, ১২, ১৩, ১৫, ১৭, ২১, ২৪।

অধ্যায়–৩: পাঠ–১,২,৩,৪, ৫, ৬, ৭।

অধ্যায়–৪: পাঠ–১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১২, ১৬, ১৭,১৮, ১৯, ২০,২২।

অধ্যায়–৫: পাঠ–১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১৩।

 হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা:

অধ্যায়–২, ৩, ৪, ৫, ৬, ৯।

 বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা:

অধ্যায়–১, ২, ৩, ৪, ৭, ৯, ১১।

 খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা:

অধ্যায়–১, ২, ৩, ৯, ১০, ১১, ১২, ১৫।

 চারু ও কারুকলা:

অধ্যায়–১, ৪, ৫, ৬, ৭।

ক্যারিয়ার শিক্ষা:

অধ্যায়–১,২,৩।

 শারীরিক শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা:

অধ্যায়–৭, ৮, ১০।

এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস ২০২৩ নিয়ে আমাদের শেষ কথা

এসএসসি শিক্ষার্থীরা আশা করি তোমারা তোমাদের এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস সম্পর্কে জানতে পেরেছো। এরপরও যদি এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে তোমার সকল সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো।

HM Mahfuj

Mahfujur Rahman is the founder of this Blog. He is a Professional Blogger and SEO Expert, who is interested in SEO, Web Programming. If you need any information related to this website, then you can feel free to ask here. It is our aim that you get the best information on this blog.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button