মোবাইলে এসএসসি রিজাল্ট দেখার নিয়ম ২০২৩ | SSC Result Check 2023

মোবাইলে এসএসসি রিজাল্ট দেখার নিয়ম: অবেশেষ SSC Students এর অপেক্ষা আজ শেষ হবে আজ কিভাবে আপনি এসএসসি রেজাল্ট চেক করবেন বিস্তারিত এই আর্টিকেলে শেয়ার করব, SSC Exam Result 2023/Result SSC 2023

Ei article method dara apnara jekuno somoy apnader SSC Results Check korte parben So Complete article pore jene nin ssc result check korar niom somporke.

আজ ২৮ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের দিন, সাধারণত যেদিন SSC Exam Result প্রকাশ হয় সে দিন দুপুর একটার দিকে এস এসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়, তবে এস এসসি পরীক্ষার ফলাফল প্রকাশের আগে সকাল ১০ টার দিকে শিক্ষামন্ত্রী দিপু মনি SSC Exam Result File প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট হস্তান্তর করা হয়, তারপর এস এসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়।

এসএসসি রেজাল্ট চেক করার জন্য ভিজিট করুন: এসএসসি রেজাল্ট চেক

মোবাইলে এসএসসি রিজাল্ট দেখার নিয়ম ২০২৩

এস এসসি শিক্ষার্থীরা নিজের মোবাইলে এসএমএস বা ইন্টারনেটের মাধ্যমে এস এসসি পরীক্ষার ফলাফল জানতে পারবে। এস এসসি পরিক্ষার্থীরা আজ দুপুর ১ টা থেকে এবং মোবাইলের এসএমএস অথবা ও নিজের প্রতিষ্ঠান/ স্কুল থেকে মার্কশিট সহ এসএসসি রেজাল্ট জানতে পারবে দুপুর ১২ টা থেকে। এবং এস এসসি রিজাল্ট বিভিন্ন শিক্ষা বোর্ডের এর ওয়েবসাইটের মাধ্যমে এস এসসি ফলাফল অনলাইনে জানা যাবে। SSC Exam Result

কিভাবে দেখবেন এসএসসি রিজাল্ট

কয়েকটি মাধ্যমে এস এসসি রিজাল্ট দেখা যয় তবে সব থেকে সহজ ভাবে দেখার জন্য এসএমএস মাধ্যমটি অনেক সহজ এবং তাড়াতাড়ি SSC Exam Result রিজাল্ট দেখতেও পারবে সকল এস এসসি পরীক্ষার্থীরা।

এসএমএস SMS এর মাধ্যমে SSC ফলাফল পাওয়ার পদ্ধতিটি সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য প্রয়োজ্য আপনি নিচের প্রসেসিটি হলো করলে আপনি SSC Exam Result এর জন্য এসএমএস পাঠাতে পারবেন।

মোবাইলের এসএমএস অপশন ওপেন করে টাইপ করুন..
SSC<Space> বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>Roll Number<Space>পাশের বছর এবং এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।

নিচের এই উদাহরণটি দেখে এসএমএস পাঠান।
SSC DIN 655676 2022 পাঠিয়ে দিন 16222 নম্বরে।

SSC Exam Result 2023 এর এসএমএস পাঠানোর পরপরই আপনার মোবাইলে এসএমএস আসবে এস এসসি রিজাল্ট দেখতে পাবেন।

SSC Result Check All Education Board Results with Marksheet

SSC Exam Result 2023 Madrasha Board

মাদ্রাসা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের জন্য দাখিল রিজাল্ট দেখতে SMS পদ্ধতি অনুসরণ করুন মাদ্রাসার শিক্ষা বোর্ডের SSC দাখিল রেজাল্ট কিভাবে দেখবেন।

SSC<Space>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>Roll Number<Space> আপনার পাশের বছর দিয়ে তারপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।

মোবাইলে এসএমএস এর মাধ্যমে এস.এস.সি/দাখিল পরীক্ষার ফলাফল 2022 জানার পদ্ধতিঃ

উদাহরণঃ
SSC MAD 656778 2022 পাঠিয়ে দিন 16222 নম্বরে।

SSC Exam Result Technical Board

Technical board টেকনিকাল বোর্ডের এসএসসি ভোকেশনাল রেজাল্ট দেখার নিয়ম

SSC<Space> বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>Roll Number<Space> আপনার পাশের বছর দিয়ে তারপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উদাহরণস্বরূপ নিচের উদাহরণটি দেখে দেখে পাঠিয়ে দিন।
SSC TEC 988889 2022 পাঠিয়ে দিন 16222 নম্বরে।

বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের এর প্রথম তিনটি অক্ষর।

Short-from Bangladeshi all Educational board

  • DHA = Dhaka Board
  • COM = Cumilla Board
  • RAJ = Rajshahi Board
  • JES = Jashore Board
  • CHI= Chattgram Board
  • BAR = Barisal Board
  • SYL = Sylhet Board
  • DIN = Dinajpur Board
  • MYM= Mymensingh Board
  • MAD = Madrassah Board
  • TEC= Technical Board

এস এসসি রোল নাম্বার দিয়ে SSC Exam Result check

আপনি চাইলে শুধু আপনার এস এসসি রোল নম্বর দিয়ে SSC Exam Result দেখতে পারবেন (Roll Number দিয়ে SSC Exam Result 2023)

রোল নাম্বার দিয়ে এস এসসি রিজাল্ট দেখার নিয়ম।

এস এসসি রিজাল্ট ধাপ ১.
সর্বপ্রথম আপনি ভিজিট করুন আপনার মোবাইলের ব্রাউজার ওপেন করে এ পেইজে http://eboardresults.com/app/stud/ ভিজিট করুন।
এস এসসি রিজাল্ট ধাপ ২.
ওয়েবসাইটে যাওয়ার পর তখন আপনি মেনুবার দেখতে পারবেন তারপর মেনু থেকে SSC/Dakhil/Equivalent নির্বাচন করুন আপনি।

এস এস সি ধাপে ৩.

তারপর আপনি, 2023 সাল সিলেক্ট করুন এবং পরবর্তীতে আপনার নিজস্ব শিক্ষা বোর্ডের নাম নির্বাচন করুন আপনি।

SSC Exam Result 2023 ধাপ ৪.
পরবর্তী, আপনার ফলাফলের প্রকারটি লিখুন (যদি আপনি একক ফলাফল জানতে চান তাহলে Individual Result টাপ করে আপনার Registration Number প্রবেশ লিখুন।

SSC Exam Result Check ধাপ ৫
এখন আপনার সামনে একটি কেপচার আসবে এটি পরুন করে নিন। তারপর সব কিছু চেক করে তথ্য সব সঠিক হলে, শুধু Get SSC Result এ ক্লিক করুন।
তারপর আপনি আপনার এস এসসি ফলাফল দেখতে পাবেন।

পোস্টটি শেয়ার করুন তাহলে আপনার ফ্রেন্ডরাও সহজে নিজে নিজে এসএসসি রিজাল্ট দেখতে পারবেন।

যেকোনো সময় চেক করুন এসএসসি রিজাল্ট।

এসএসসি পরীক্ষার্থীরা যেকোনো সময় এই আর্টিকেলটি ভালো করে ফলো করে আপনারা যেকোনো সময় SSC Result Check করতে পারবেন।

ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম

HM Mahfuj

Mahfujur Rahman is the founder of this Blog. He is a Professional Blogger and SEO Expert, who is interested in SEO, Web Programming. If you need any information related to this website, then you can feel free to ask here. It is our aim that you get the best information on this blog.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button