এসএসসি রিজাল্ট দেখার নিয়ম: মার্কশিট সহ এসএসসি রেজাল্ট চেক ২০২৪

মাহফুজুর রহমান
এসএসসি রেজাল্ট চেক

আগামী ২৮ জুলাই এসএসসি রেজাল্ট পাবলিশ হবে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে থেকে জানানো হয়েছে, তাই আমরা এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম সকল শিক্ষার্থী ভাই ও বোনদের সহজে বুঝানোর চেষ্টা করব।

কিভাবে এসএসসি রেজাল্ট চেক করবেন?

এসএসসি রেজাল্ট চেক করার অনেক উপায় রয়েছে তবে সবচেয়ে সহজ উপায়গুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো। এই পোস্টটিতে জানবেন এসএমএসের মাধ্যমে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম, ওয়েবসাইটের মাধ্যমে এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম। এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের দিন, সাধারণত যেদিন SSC Exam Result প্রকাশ হয় সে দিন দুপুর একটার দিকে এস এসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়, তবে এস এসসি পরীক্ষার ফলাফল প্রকাশের আগে সকাল ১০ টার দিকে শিক্ষামন্ত্রী দিপু মনি SSC Exam Result File প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট হস্তান্তর করা হয়, তারপর এস এসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়।

মোবাইলে এসএসসি রিজাল্ট দেখার নিয়ম

এস এসসি শিক্ষার্থীরা নিজের মোবাইলে এসএমএস বা ইন্টারনেটের মাধ্যমে এস এসসি পরীক্ষার ফলাফল জানতে পারবে। এস এসসি পরিক্ষার্থীরা আজ দুপুর ১ টা থেকে এবং মোবাইলের এসএমএস অথবা ও নিজের প্রতিষ্ঠান/ স্কুল থেকে মার্কশিট সহ এসএসসি রেজাল্ট জানতে পারবে দুপুর ১২ টা থেকে। এবং এসএসসি রিজাল্ট বিভিন্ন শিক্ষা বোর্ডের এর ওয়েবসাইটের মাধ্যমে এস এসসি ফলাফল অনলাইনে জানা যাবে। SSC Exam Result।

এসএসসি রিজাল্ট দেখার নিয়ম রোল নম্বর দিয়ে এসএসসি রেজাল্ট চেক মার্কশিট সহ দেখতে পারবেন এসএসসি রেজাল্ট নিচের পদ্ধতি অনুসরণ করে।

ssc results
ssc results

এসএসসি রিজাল্ট ধাপ: সর্বপ্রথম আপনি ভিজিট করুন আপনার মোবাইলের ব্রাউজার ওপেন করে পেইজে  http://eboardresults.com/  ভিজিট করুন। এসএসসি রিজাল্ট চেক করতে ওয়েবসাইটে যাওয়ার পর তখন আপনি মেনুবার দেখতে পারবেন তারপর মেনু থেকে SSC/Dakhil/Equivalent নির্বাচন করুন আপনি।

এসএসসি ধাপে: তারপর আপনি, সাল সিলেক্ট করুন এবং পরবর্তীতে আপনার নিজস্ব শিক্ষা বোর্ডের নাম নির্বাচন করুন আপনি।

এসএসসি পরীক্ষার রেজাল্টের পরবর্তী ধাপে, আপনার ফলাফলের প্রকারটি লিখুন (যদি আপনি একক ফলাফল জানতে চান তাহলে Individual Result টাপ করে আপনার Registration Number এবং Roll Number লিখুন।

SSC Exam Result: এখন আপনার সামনে একটি কেপচার আসবে এটি পরুন করে নিন। তারপর সব কিছু চেক করে তথ্য সব সঠিক হলে, শুধু Submit SSC Result এ ক্লিক করুন। তারপর আপনি আপনার এস এসসি ফলাফল দেখতে পাবেন। SSC Exam Result 2023।

পোস্টটি শেয়ার করুন তাহলে আপনার ফ্রেন্ডরাও সহজে নিজে নিজে এসএসসি রিজাল্ট দেখতে পারবেন।

SMS এর মাধ্যমে এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম

কয়েকটি মাধ্যমে এস এসসি রিজাল্ট দেখা যয় তবে সব থেকে সহজ ভাবে দেখার জন্য এসএমএস মাধ্যমটি অনেক সহজ এবং তাড়াতাড়ি SSC Exam Result রিজাল্ট দেখতেও পারবে সকল এস এসসি পরীক্ষার্থীরা। এসএমএস SMS এর মাধ্যমে SSC ফলাফল পাওয়ার পদ্ধতিটি সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য প্রয়োজ্য আপনি নিচের প্রসেসিটি হলো করলে আপনি SSC Exam Result 2023 এর জন্য এসএমএস পাঠাতে পারবেন।

এসএসসি রেজাল্ট চেক করার জন্য মোবাইলের এসএমএস অপশন ওপেন করে টাইপ করুন SSC<Space> বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>Roll Number<Space>পাশের বছর এবং এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।

নিচের এই উদাহরণটি দেখে এসএমএস পাঠান যাতে কোন ভুল না হয় এসএসসি রেজাল্ট চেক করার এসএমএসটিতছ।
SSC DIN 655676 2023 পাঠিয়ে দিন 16222 নম্বরে।

SSC Exam Result 2023 এর এসএমএস পাঠানোর পরপরই আপনার মোবাইলে এসএমএস আসবে এস এসসি রিজাল্ট দেখতে পাবেন

SSC Exam Result 2023 Madrasha Board

মাদ্রাসা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের জন্য দাখিল রিজাল্ট দেখতে SMS পদ্ধতি অনুসরণ করুন মাদ্রাসার শিক্ষা বোর্ডের SSC দাখিল রেজাল্ট কিভাবে দেখবেন।

SSC<Space>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>Roll Number<Space> আপনার পাশের বছর দিয়ে তারপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।

মোবাইলে এসএমএস এর মাধ্যমে এস.এস.সি/দাখিল পরীক্ষার ফলাফল জানার পদ্ধতিঃ

উদাহরণঃ
SSC MAD 656778 2024 পাঠিয়ে দিন 16222 নম্বরে।

SSC Exam Result Technical Board

Technical board টেকনিকাল বোর্ডের এসএসসি ভোকেশনাল রেজাল্ট দেখার নিয়ম

SSC<Space> বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>Roll Number<Space> আপনার পাশের বছর দিয়ে তারপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উদাহরণস্বরূপ নিচের উদাহরণটি দেখে দেখে পাঠিয়ে দিন।
SSC TEC 988889 2024 পাঠিয়ে দিন 16222 নম্বরে।

বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের এর প্রথম তিনটি অক্ষর।

Short-from Bangladeshi all Educational board

  • DHA = Dhaka Board
  • COM = Cumilla Board
  • RAJ = Rajshahi Board
  • JES = Jashore Board
  • CHI= Chattgram Board
  • BAR = Barisal Board
  • SYL = Sylhet Board
  • DIN = Dinajpur Board
  • MYM= Mymensingh Board
  • MAD = Madrassah Board
  • TEC= Technical Board

SSC results Check Korar jonno Visit korun: http://www.educationboardresults.gov.bd/

এসএসসি রোল নাম্বার দিয়ে SSC Exam Result 2024

আপনি চাইলে শুধু আপনার এস এসসি রোল নম্বর দিয়ে SSC Exam Result দেখতে পারবেন (Roll Number দিয়ে SSC Exam Result)

এসএসসি রেজাল্ট দেখতে কোন অসুবিধা হলে বা আপনাদের সামনের কলেজে ভর্তি এবং এইচএসসি সিলেবাস ও সাজেশন পাওয়া জন্য আমাদের WhatsApp Group জয়েন করুন নিচের বটমে ক্লিক করে

scholarsme.com

রোল নাম্বার দিয়ে এস এসসি রিজাল্ট দেখার নিয়ম।

এসএসসি রিজাল্ট ধাপ ১.
সর্বপ্রথম আপনি ভিজিট করুন আপনার মোবাইলের ব্রাউজার ওপেন করে এ পেইজে http://eboardresults.com/app/stud/ ভিজিট করুন।
এস এসসি রিজাল্ট ধাপ ২: ওয়েবসাইটে যাওয়ার পর তখন আপনি মেনুবার দেখতে পারবেন তারপর মেনু থেকে SSC/Dakhil/Equivalent নির্বাচন করুন আপনি।

এসএসসি ধাপে ৩: তারপর আপনি, সাল সিলেক্ট করুন এবং পরবর্তীতে আপনার নিজস্ব শিক্ষা বোর্ডের নাম নির্বাচন করুন আপনি।

SSC Exam Result ধাপ ৪.
পরবর্তী, আপনার ফলাফলের প্রকারটি লিখুন (যদি আপনি একক ফলাফল জানতে চান তাহলে Individual Result টাপ করে আপনার Registration Number প্রবেশ লিখুন।

SSC Exam Result ধাপ: এখন আপনার সামনে একটি কেপচার আসবে এটি পরুন করে নিন। তারপর সব কিছু চেক করে তথ্য সব সঠিক হলে, শুধু Get SSC Result এ ক্লিক করুন। তারপর আপনি আপনার এস এসসি ফলাফল দেখতে পাবেন। SSC Exam Result

পোস্টটি শেয়ার করুন তাহলে আপনার ফ্রেন্ডরাও সহজে নিজে নিজে এসএসসি রিজাল্ট দেখতে পারবেন।

যেকোনো সময় চেক করুন এসএসসি রিজাল্ট।

এসএসসি পরীক্ষার্থীরা যেকোনো সময় এই আর্টিকেলটি ভালো করে ফলো করে আপনারা যেকোনো সময় SSC Result Check করতে পারবেন।

SSC Results Check via SMS

SSC results Check রেজাল্ট চেক করার জন্য মোবাইলের এসএমএস অপশন ওপেন করে টাইপ করুন SSC<Space> বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>Roll Number<Space>পাশের বছর এবং এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।

ওয়েবসাইটের মাধ্যমে এসএসসি রেজাল্ট চেক করা যায়?

অবশ্যই করা যায় আপনি যদি বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এসএসসি রেজাল্ট চেক করতে চান তাহলে এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন অবশ্যই আপনার এসএসসি রেজাল্ট চেক করতে পারবেন।

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।