এসএসসি পদার্থ বিজ্ঞান সাজেশন ২০২৩ | SSC Physics Suggestion 2023 (PDF)

এসএসসি পরীক্ষা ২০২৩ ঈদ পরেই। হাতে সময় খুব কম। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ হল এসএসসি পরীক্ষা। এই পরীক্ষায় ভালো রিজাল্ট বুয়েট ও মেডিকেল সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়াটা খুব সহজ করে দিবে। তাই SSC physics suggestion 2023 অতি প্রয়োজন।

আজ পদার্থ বিজ্ঞান সজেশন নিয়ে হাজির হয়েছি। এ সাজেশন ১০০% কমন নিশ্চয়তা রয়েছে। দেশ সেরা কোচিং সেন্টার ও বিজ্ঞ শিক্ষকের মাধ্যমে যাচাই বাছাই করে পদার্থ বিজ্ঞান সাজেশন সাজিয়েছি। অতি দুর্বল ছাত্র ভাল রিজাল্ট আর ভাল ছাত্রের জন্য A+ পাওয়া খুবই সহজ। আপনাদের শুধু পদার্থ বিজ্ঞান সাজেশনটি অনুসরণ করতে হবে। তাছাড়া SSCএর এই সাজেশন সহ অন্য আরো প্রশ্নসহ PDF রয়েছে।

আমরা প্রত্যেক অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উল্লেখ করেছে। নিচের প্রশ্নগুলো পড়লে প্রতিটি অধ্যায়ের অন্যান্য প্রশ্ন পদার্থ বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য সহজ হয়ে যাবে।

SSC Physics Suggestion 2023

১ম প্রশ্ন:
স্লাইড কেলিপারসের সাহায়তায় একটি তারের দৈর্ঘ্য মাপতে গিয়ে প্রধান স্কেল পাঠ 3.2cm পাওয়া গেল ভারনিয়ার স্কেলের ২০ ঘরের মধ্যে ৫ নাম্বর ঘরের চিন্হটি প্রধান স্কেলের একটি ঘরের সঙ্গে মিলে গেল।অন্যদিকে তারটির ব্যাস পরিমাপ করতে গিয়ে ক্ষুগজের রৈখিক স্কেল পাট 4mm, বৃত্তাকার স্কেল পাট ২০ এবং লঘিষ্ঠ গণণ 0.01mm পাওয়া গেল।

ক. পিচ কী?
খ. গাছের পাতা দেখতে সবুজ কেন? বিষয়টি ব্যাখ্যা করে লিখ।
গ. উল্লেখিত তারটির প্রস্থ ছেদের ক্ষেত্র ফল নির্ণয় কর?
ঘ. যদি তারটিকে একটি পানিভর্তি বিকারে ছেড়ে দেই, তাহলে তার পরিমাণ কী পানি অপসারণ করবে? ব্যাখ্যা কর?

পদার্থ বিজ্ঞানের সাজেশনে এখন ২য় প্রশ্ন নিয়ে কথা বলব। নিচের প্রশ্নটি পড়লে, আশা করা যায় পরীক্ষায় লেগে যেতে পারে।

প্রশ্ন ২ :


স্লাইড কেলিপার্সের সহায়তায় একটি দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে করিম প্রধান স্কেলের পাট 12cm এবং ভারনিয়ারের সমপাতন 6 পেলো। কিন্তু যন্ত্রটির কোন ধরনের যান্ত্রিক ত্রুটি নেই। এর ভারনিয়ার ধ্রুবক 0.002cm.

ক. পীচ এর সংজ্ঞা লিখ?
খ. s = ut + = ar’ সমিকরণটিকে প্রতিপাদন কর। যেখানে চিন্হগুলো প্রচলিত অর্থ বহন করে।
গ. স্লাইড কেলিপার্সটির ভারনিয়ারের ঘর সংখ্যা জত? নির্ণয় কর।
ঘ. দন্ডটির দৈর্ঘ্য কত? মিটার স্কেল দিয়ে নির্ণয় করলে কী কী অসুবিধা হত গাণিতিক বিশ্লেষণ কর।

এসএসসি পদার্থ বিজ্ঞান সাজেশন হিসাবে ৩ নং প্রশ্ন অনুযায়ী পড়লো, আশা করা যায় কমন পড়বে। এ প্রশ্ন অনুযায়ী এ পঠের অন্য প্রশ্ন দেওয়া সহজ হবে।

প্রশ্ন ৩ : একটি স্লাইড কেলিপারসের মাধ্যমে একটি বেলনাকার লোহার দণ্ডের ব্যাস মাপতে দেখা গেল যে, প্রধান স্কেল পাট 4.3cm আর ভারনিয়ার সমপাতন 5. ভারনিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলটির 19 ভাগের সমান। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য 2mm.

ক. স্লাইড কেলিপার্সের অপর নাম কী?
খ. ভারনিয়ার ধ্রুবক 0.01 বলতে কী বুঝ?
গ. লোহার দন্ডটির ব্যাসার্ধ নির্ণয় কর।
ঘ.যদি দন্ডটির দৈর্ঘ্য 10cm হয়, তাহলে তার কতটুকু আয়তন অপসারিত করবে?

প্রশ্ন ৪ : 10N একটি বল 2kg ধারণবিশিষ্ট একটি স্থীর বস্তুর উপর ক্রিয়া করে। 4s পরে বলের ক্রিয়া থেমে যায়। বল ক্রিয়া করে যতক্ষণ, বস্তুটি ততক্ষণ দূরত্ব অতিক্রম করে আর বলের ক্রিয়া বন্ধ হবার পরে, 4 সেকেন্ডে বস্তুটি s2 দূরত্ব সীমা পার করে।

ক. ভর বেগের সংরক্ষণ সূত্র কী?
খ. বেগ বনাম সময় রেখাচিত্র দিয়ে কীভাবে ত্বরণ পাওয়া যায়? বিষয়টি ব্যাখ্যা কর।
প. S1 এর মানি কত? নির্ণয় করো।
ঘ. S2 নির্ণয় কর? তারপর s1 ও s2 এ দুটির সম্পর্ক একটি সমীকরণের দ্বারদ প্রকাশ কর?

SSC Physics Suggestion pdf Download 2023

এখানে উল্লেখিত প্রশ্নসহ অন্যান্য প্রশ্নের পিডিএফ সাজেশন পদার্থ বিজ্ঞান ২০২৩ ডাউনলোড করতে ক্লিক করুন

প্রশ্ন ৫ : দু’জন খেলোয়াড় 400m দৌড় প্রতিযোগিতায় অংশ নেন। ১ম প্রতিযোগী 10s ব্যবধানে বিজয়ী হন। ১ম প্রতিযোগী স্থীর অবস্থান থেকে সুষম ত্বরণে এবং ২য় প্রতিযোগী 10ms^-1 সুষম বেগে প্রতিযোগিতা আরম্ব করেন।

ক. প্রসঙ্গ কাঠামো কাকে বলে?
খ. সমুদ্রতে চলমান কোন বস্তুর ত্বরণ থাকা সম্ভব আছে, ব্যাখ্যা কর?
গ. ১ম প্রতিযোগী 300m দূরত্ব যে সময়ে অতিক্রম করে ২য় প্রতিযোগী সে সময়ে কতটুকু অতিক্রম করবে?
ঘ. উদ্দীপকের দৌড়বিদরা “প্রতিযোগিতায় সমান দূরত্ব অতিক্রম করলেও গড় দুরত্ব ভিন্ন হতে পারে” ব্যাখ্যা কর।

প্রশ্ন ৬:
120m উঁচু গাছ আমের দিকে করে সোজা উপরে 50ms বেগে ঢিল ছোঁড়া হল, তবে ঢিল ছোড়ার মূহূর্তেই আমটি বোটা থেকে ছিটকে নিচে পড়তে আরম্ভ করল।

ক. অভিকর্ষজ ত্বরণ কী?
খ. আমের পড়ার গতি “পড়ন্ত বস্তুর” ৩য় সূত্রকে অনুয়ায়ী কিনা? ব্যাখ্যা কর।
গ. কখন আম ও ঢিল ভূমি থেকে সমদূরবর্তী হবে? নির্ণয় করো।
ঘ. আম মাটিতে পড়ার, ঠিক কত সময় পরে ছোড়া ঢিল মাটিতে পড়বে? নির্ণয় কর।

পদার্থ বিজ্ঞানের সাজেশনটি গুলো আমরা অনেক গবেষণা ও বিজ্ঞজনের মাধ্যমে সাজিয়েছি। এসএসসি পরীক্ষায় ১০০% কমন নিশ্চয়তা নিতে পারেন।

প্রশ্ন ৭: 1000kg ও 1200kg ভরের a ও b বাস যথাক্রমে 30ms-1 এবং 25ms-1 বেগে মুখোমুখি গতিশীল কুয়াশার জন্য উভয়টির সংঘর্ষ ঘটে। সংঘর্ষে b বাসের বেগ 5ms-1.

ক. ভরবেগ কী?
খ. ঘর্ষণের সুবিধাগুলো লেখ?
গ. সংঘর্ষ হবার পরে a বাসের বেগ কত? নির্ণয় কর।
ঘ. সংঘর্ষের সময় যতো কম হবে বলের মান, ততো বেশি হবে বল, উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।

প্রশ্ন ৮ : P ও Q দু’টি বস্তুর ভর – 20kg ও 30 kg। বস্তু দুটি সমান সরলরেখা বরাবর এক দিকে যাচ্ছে। Q এর অবস্থান P এর সামনে। Q বস্তুটি 10ms-1 সমবেগে ও P বস্তুটি স্থীর থেকে 3ms-2 সমত্বরণে চলছে। 10 sec পরে P ও Q মুখোমুখি সংঘর্ষে হয়ে একটি বস্তুতে পরিণত হয় এবং 18 ms-1 সমবেগে এক দিকে চলতে থাকে।

ক. বলের ঘাত কাকে বলে?
খ. বন্দুক দিয়ে গুলি নিক্ষেপের সময় বন্দুক পিছনে সরে আসে কেন? ব্যাখ্যা কর।
গ. বস্তু দুটি মিলিত হবার ঠিক আগ মুহূর্তে P বস্তুর বেগ কত ছিল? নির্ণয় কর?
ঘ. উপরের ঘটনাটি “ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে কী? গাণিতিক বিশ্লেষণ কর।

প্রশ্ন ৯ : 10g ওজনের বুলেট বন্দুক থেকে 1kms”গতির গুলি ছুঁড়া হল। বুলেটটি কাঠের ভেতরে 3cm ঢুকার পরে আটকে গেল।

ক। অর্ধায়ু কাকে বলে?
খ। স্নেলের সূত্র লেখ? তারপর ব্যাখ্যা কর।
গ। বন্দুকের ভর যদি 50 kg হয়, তাহলে বন্দুকটির পিছনের বেগ নির্ণয় কর।
ঘ। উদ্দীপকের তথ্যের আলোকে, বুলেটের কার্যরত বাধা দানকারী বলের মান গাণিতিকভাবে বিশ্লেষণ কর।

নিচে খুব গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন। কমন পরার খুম সম্ভাবনা রয়েছে।

১০ : 20g ভরের কোন বস্তুকে সোজা উপরের দিকে নিক্ষেপ করা হল। 10s পর বস্তুটি ভূপৃষ্ঠে পৌছে।

ক। পিচ কাকে বলে?
খ। “গড় দ্রুতি” কী? ব্যাখ্যা কর।
গ। বস্তুটির সর্বোচ্চ কত উচ্চতায় পৌছাবে, নির্ণয় কর।
ঘ। ভূ-পৃষ্ঠে পৌঁছার 2s পূর্বে বস্তুটির যান্ত্রিক শক্তি কত ছিল? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।

১১। 1.5kg ভরের কোন বস্তুকে 720ms-1 বেগে খাড়া উপরে ছুঁড়া হল।

ক। ভর বেগের সংরক্ষণ সূত্রটি কি? লেখ।
খ। বুট বা নাউকা থেকে ফাল দিলে নৌকাটি পেছনে সরে যাওয়ার কারণ কী? ব্যাখ্যা কর?
গ. 20s পর ওই বস্তুটির গতির বেগ নির্ণয় কর/
ঘ. ভূ-পৃষ্ঠ থেকে 180m উচ্চতায় বস্তুটির মোট যান্ত্রিক শক্তি, ভূ-পৃষ্ঠে পৌছানোর মুহূর্তে বস্তুর গতিশক্তির সমান—মাণ করো।

পদার্থ বিজ্ঞান সাজেশন ২০২৩ পিডিএফ লিংক। SSC physics Suggestion pdf Link

উপরের উল্লিখিত পদার্থ বিজ্ঞান সাজেশন সহ আরো সাজেশনের পিডিএফ পেতে ক্লিক করুন

পদার্থ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অধ্যায়সমূহ। SSC Suggestion 2023

যেকোনো পরীক্ষায় ভালো করতে হলে, সে বিষয়গুলো ভালোভাবে জানা প্রয়োজন। আপনি এসএসসি পদার্থ বিজ্ঞান পরীক্ষা দিবেন। সেজন্য পদার্থ বিজ্ঞান সম্পর্কে ভালোভাবে জানতে হবে। পদার্থ বিজ্ঞান সাজেশন কি? সিলেবাস কি। কোন কোন অধ্যায় পরীক্ষা হবে। এ তথ্যগুলো জেনে আপনার এসএসসি প্রস্তুতি নিতে হবে। তাই আমরা দেখাবে এসএসসি পদার্থ বিজ্ঞান কোন কোন অধ্যায় পড়তে হবে।

অধ্যায় ১ : ভৌত রাশি ও পরিমাপ
অধ্যায় ২ : গতি
অধ্যায় ৩ : বল
অধ্যায় ৪ : কাজ ক্ষমতা ও শক্তি
অধ্যায় ৫ : পদার্থের অবস্থা ও চাপ
অধ্যায় ৬ : বস্তুর উপর তাপের প্রভাব
অধ্যায় ৭ : তরঙ্গ ও শব
অধ্যায় ৮ : আলোর প্রতিফলন
অধ্যায় ৯ : আলোর প্রতিসরণ
অধ্যায় ১০ : স্থির তড়িৎ
অধ্যায় ১১ : চল।

শেষকথা।

আশা করি, আপনারা পদার্থ বিজ্ঞানের এ সাজেশন দ্বারা উপকৃত হবেন। এসএসসি পরীক্ষায় পদার্থ বিজ্ঞানে এ+ এর জন্য সাজেশনটি খুব উপযোগী। আপনাদের এইচএসসি পরীক্ষা ২০২৩ শুভ হউক।

HM Mahfuj

Mahfujur Rahman is the founder of this Blog. He is a Professional Blogger and SEO Expert, who is interested in SEO, Web Programming. If you need any information related to this website, then you can feel free to ask here. It is our aim that you get the best information on this blog.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button