এসএসসি গণিত সাজেশন ২০২৩ | SSC Math Suggestion 2023

SSC Math Suggestion, এসএসসি গণিত সাজেশন। SSC পরীক্ষা সামনে,।একেবারে আমাদের দোরগোড়ায় এসএসসি পরীক্ষা। যত পরীক্ষা কাছে আসছে, মাথায় চিন্তার ভাজ একটু বড় হচ্ছে। সবচেয়ে বর সমস্যা হয়ে দাড়িয়েছে গণিত। গণিত পরিক্ষাকে ঘীরে শিক্ষার্থীদের চিন্তা আর টেনশন একটু প্রবল থাকে। ভালো রেজাল্টের আসায় অনেকে প্রচুর লেখা পড়া করছেন। ভালো রেজাল্টের জন্য পড়ালেখা অবশ্যক। কিন্তু কিছু টেকনিক অবলম্বন করলে ভালো রিজাল্ট সহজ হয়ে যায়।

আর আপনি যদি SSC Math Suggestion ও গণিতে কিছু সহজ টেকনিক খুজে থাকেন। তাহলে আপনি একেবারে সঠিক জায়গায় এসেছেন। আজ আমরা
SSC Math Suggestion ২০২৩ নিয়ে আলোচনা করব।

এসএসসি গণিত সাজেশন ২০২৩

আজ আমরা আলোচনা করব এসএসসি সাজেশন নিয়ে। আমরা কিছু টেকনিক দেখাব, যাতে নিম্নস্তরের শিক্ষার্থী ভালো রিজাল্ট করতে পারে। তাছাড়া ভালো ছাত্ররা যাতে এসএসসি পরীক্ষা আরো ভালো করতে পারে।

এসএসসি শর্ট সাজেশন ২০২৩

এসএসসি পরীক্ষা ২০২৩ এর জন্য শিক্ষা বোর্ড শর্ট সাজেচন দিয়েছে। করোনা মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্টান বন্ধ ছিল। এসএসসি সিলেবাস কম্প্লিট করা হয় নি। তাই তার সিলেবাস কমিয়ে আনা হয়েছে।

SSC Math Suggestion ২০২৩

এসএসসি পরীক্ষা জন্য মাত্র কয়েকটি বিষয় নির্ধারণ করেছে। এবার মোট সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে। একজন শিক্ষার্থীর জন্য ২৩ মার্ক পেলে উত্তীর্ণ বলে গণ্য হবেন।

এখন আমরা দেখাবো কিভাবে পড়লে। কোন কোন অধ্যায় করলে অতি সহজে আপনি পাশ মার্ক তুলতে পারেন।

মাধ্যমিক শর্ট সাজেশন গণিত ২০২৩

নিচের তিনটি অধ্যায়গুলো যদি আেনি ভালোভাবে সলভ করতে পারেন। এ অধ্যায় গুলো আপনি পুরোপুরি আয়ত্ত করে নেন। তাহলে আপনার জন্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া একেবারে সহজ।

সেট ফাংশন।
মান নির্ণয়।
পরিসংখ্যান।

এসএসসি জ্যামিতি।

আর যদি আপনি নিচের জ্যামিতির অংশগুলো ভালভাবে আয়ত্ত করেন, তাহলে আেনি অনেক ভাল নম্বর তুলে নিতে পারবেন।

অন্তরবিত্ত।
পরিবিত্ত।
বহিবিত্ত।

উপরের বিষয়গুলো ফলো করলে একজন শিক্ষার্থী খুব সহজে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে।

এসএসসি গণিত সিলেবাস।

এসএসসি ২০২৩ এর গণিত সিলেবাস পরিবর্তন হয়েছে। করোনা মহামারীর কারণে মাধ্যমিক গণিত সিলেবাস সংক্ষেপণ করা হয়।

মাধ্যমিক গণিত পরবর্তিত সিলেবাস।

মাধ্যমিক পরিবর্তিত গণিত সিলেবাস নিচে দেওয়া হলো।

এইচএসসি বাংলা দ্বিতীয়পত্র সাজেসন ২০২৩

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version