এসএসসি পরীক্ষা কত নম্বর পেলে কোন গ্ৰেড ২০২৩ | SSC GPA Grading System 2023

কত পয়েন্টে কোন গ্রেড ২০২২

প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভাবছো যে ৫০ ,৫৫, অর্থাৎ কম মার্ক এর পরীক্ষা হবে তাহলে আমরা A+,A,A-,B …এসএসসি পরীক্ষা ২০২২ কত নম্বর পেলে কোন গ্ৰেড, পাব কীভাবে, তাহলে জেনে নাও , চিন্তার কোন কারন নেই ,কারন এই Marks এর মধ্যে তোমারা তোমাদের গ্ৰেড পেয়ে যাবে । কত পয়েন্টে কোন গ্রেড ২০২২ এসএসসি পরীক্ষায়।

আমার এই পোস্ট টি শেয়ার করলাম তোমাদের এই গ্ৰেড সিস্টেম নিয়ে । ৫০ নম্বর এর পরীক্ষা হলে ও ১০০ নম্বর এর রূপান্তর করা হবে ,আর এই রুপান্তরিত নম্বর দিয়ে ই তোমাদের গ্ৰেডিং সিস্টেম ।

এসএসসি পরীক্ষা ২০২৩ কত নম্বর পেলে কোন গ্ৰেড?

English First paper, and English second paper, 50 number এর বাকি নম্বর কোথাও থেকে আসবে । তাহলে জেনে নাও

  • তুমি যদি ৫০ নম্বর পাও তাহলে তুমি পাবে ১০০ নম্বর।
  • তুমি যদি ৪০ নম্বর পাও তাহলে তুমি পাবে ৮০ নম্বর
  • তুমি যদি ৩ নম্বর পাও তাহলে তুমি পাবে ৬০ নম্বর ।

এইভাবে ২ দিয়ে convert করে তোমার নম্বর দেয়া হবে । অর্থাৎ ২ দিয়ে নম্বর রূপান্তর করা হবে।

ব্যবহারিক বিষয় এর ক্ষেত্রে:যেমন পদার্থ বিজ্ঞান , রসায়ন বিজ্ঞান,জীব বিজ্ঞান, হিসাব বিজ্ঞান,, গার্হস্থ্য , কৃষি।

  • পূর্বে এইসব ব্যবহারিক বিষয় এর ক্ষেত্রে ৭৫ নম্বর এর পরীক্ষা হত বর্তমানে হবে ৪৫ নম্বর এর পরীক্ষা।
  • এই ৪৫ নম্বর এর মাঝে সৃজনশীল থাকবে ৩০ ।
  • MCQ থাকবে ১৫ । অর্থাৎ মোট ৪৫ নম্বর এর পরীক্ষা হবে।
  • পরীক্ষার্থী কে সৃজনশীল , রচনামূলক, তত্ত্বীয়, বহু নির্বাচনী, ও ব্যবহারিক বিষয় এ আলাদা ভাবে পাশ করতে হবে
  • ৪৫ Marks এর পরীক্ষার মধ্যে তাদের কে MCQ পেতে হবে ১৫ এবং CQ পেতে হবে ৩০ Marks.

বি,দ্র, আবশ্যিক ও ব্যবহারিক পরীক্ষা বিহীন বি‌ষয় সমূহের , ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ব্যতিত বাকি বিষয় এর CQ অংশে ৪ টি প্রশ্নের উত্তরে ৪০ এর মধ্যে প্রাপ্ত নম্বর ৭০ ।MCQ অংশে ১৫ টি প্রশ্নের উত্তরে ১৫ এর মধ্যে ৩০ নম্বর এ‌ রূপান্তর করা হবে।ব্যবহারিক পরীক্ষা যুক্ত বিষয়ে CQ অংশে ৩ টি প্রশ্নের উত্তরে ৩ টি ৩০ এর মধ্যে প্রাপ্ত নম্বরকে ৫০ এ এবং MCQ ,১৫ টি থাকবে ১৫ নম্বর কে ২৫ নম্বর এ রূপান্তর করা হবে। বাকি ২৫ নম্বর ব্যবহারিক বিষয় এ বরাদ্দ করা হবে। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এর ৫০ নম্বর কে ১০০ নম্বর এ রূপান্তর করা হবে।

কত পয়েন্টে কোন গ্রেড ২০২৩

৫৫ মার্ক এর বিষয় এর ক্ষেত্রে

সৃজনশীল ৪০.

MCQ ১৫ মোট ৫৫ মার্ক এর

  • সৃজনশীল বিষয় গুলো হচ্ছে , বাংলা ,গনিত, হিসাব বিজ্ঞান, ভূগোল,ফিন্যান্স,পৌরনীতি , অর্থনীতি, বাংলাদেশ বিষয়াবলী।
  • ৪০ সৃজনশীল এ পেলে রূপান্তর এ হবে ৭০ এ.
  • ১৫ MCQ তে পেলে রূপান্তর করা হবে ২৫ এ।
  • তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাকে কিন্তু পাশ নম্বর পেতে হবে ,তবে পাশ নম্বর কত হবে তাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম।
  • CQ ,৩০এর মধ্যে আপনাকে ১০ অবশ্যই পেতে হবে ।
  • MCQ ,১৫ এর মধ্যে আপনাকে অবশ্যই ৫ পেতে হবে।
  • আবার ১০ এর কম হলে পাশ নম্বর হবেনা, ৫ এর কম হলেও হবে না । ধরুন MCQ পাচ্ছেন ১৬ আর CQ পাচ্ছেন ২ তাও পাশ হবেনা। দুটি ই তবে পাশ নম্বর হতে হবে।

আরোও পড়ুন: এসএসসি পরীক্ষার্থীদের সাড়ে দশটায় কেন্দ্রে ঢুকতে হবে (এসএসসি পরীক্ষা ২০২৩)

কীভাবে এই Marks এর উপর গ্ৰেড দেয়া হবে তা শেয়ার করলাম তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়।

৪৫ নম্বর এর পরীক্ষার ক্ষেত্রে কত নম্বর পেলে কোন গ্ৰেড পাবে।

  • ৪৫ নম্বর এর মধ্যে ৩৬ পেলে A+.
  • ৪৫ নম্বর এর মধ্যে ৩১.৫ পেলে A.
  • ৪৫ এর মধ্যে ২৭ পেলে A-.
  • ৪৫ এর মধ্যে ২২.৫ পেলে B.
  • ৪৫ এর মধ্যে ১৮ পেলে C.
  • ৪৫ এর মধ্যে ১৫ পেলে D.

৫০ নম্বর পরীক্ষার ক্ষেত্রে কত পেলে কোন গ্ৰেড।

  • ৫০ এর মধ্যে ৪০ পেলে A+.
  • ৫০ এর মধ্যে ৩৫ পেলে A.
  • ৫০ এর মধ্যে ৩০ পেলে A-.
  • ৫০ এর মধ্যে ২৫ পেলে B.
  • ৫০ এর মধ্যে ২০ পেলে C.
  • ৫০ এর মধ্যে ১৭ পেলে D.

৫৫ নম্বর পরীক্ষার ক্ষেত্রে কত পেলে কোন গ্ৰেড।

৫৫ এর মধ্যে ৪৪ পেলে A+.

  • ৫৫ নম্বর এর মধ্যে ৩৮.৫ পেলে A.
  • ৫৫ নম্বর এর মধ্যে ৩৩ পেলে A-.
  • ৫৫ নম্বর এর মধ্যে ২৭.৫ পেলে B.
  • ৫৫ নম্বর এর মধ্যে ২২ পেলে C.
  • ৫৫ নম্বর এর মধ্যে ১৯ পেলে D.

এই হল নতুন নিয়ম ও মার্ক এর মধ্যে গ্ৰেড পদ্ধতি ,আশা করি আমাদের সব পরীক্ষার্থী বন্ধুরা ও সবাই বুঝতে পারব । পরীক্ষার্থী বন্ধুরা চিন্তার কোন কিছু নাই ভালো করে পড়লেই ইনশাআল্লাহ তোমরা ভাল Result করবে এবং তোমাদের A+,A,,A- ,B,C,D বজায় থাকবে ।আশা করি তোমরা সবাই আশানুরূপ ফল পাবে ।এই পোস্ট টি তোমরা বুজবে এবং বেশি বেশি শেয়ার করে অন্যদের বুঝতে সাহায্য করবে।

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।
Exit mobile version