এসএসসি পরীক্ষা মানবন্টন ২০২৩ (এসএসসি পরীক্ষার নিয়মাবলী) SSC Marks Distribution 2023 

সাহেদা জান্নাত
এসএসসি পরীক্ষা ২০২৩ মানবন্টন ও কত পেলে পাস এবং পরীক্ষার নিয়ম

এসএসসি পরীক্ষা মানবন্টন ২০২৩ ও কত পেলে পাস এবং পরীক্ষার নিয়ম: সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা আপনারা সকলে নিশ্চয় অনেক অনেক ভালো আছেন এবং পরীক্ষার জন্য সবরকম প্রস্তুতি সেরে নিয়েছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম এসএসসি পরীক্ষা ২০২৩ মানবন্টন ও কত পেলে পাস ও পরীক্ষার নিয়ম।

মাধ্যমিক পর্যায়ের এসএসসি পরীক্ষা ২০২৩ শুরু হতে যাচ্ছে আগামী ৩০এপ্রিল আনুষ্ঠানিক ভাবে এস এসসি পরীক্ষা ২০২৩ এর ৩০ এপ্রিল বাংলা প্রথম পত্র দিয়ে।

এসএসসি পরীক্ষা ২০২৩ কত পেলে আপনি পাস করবেন এবং বিষয়ভিত্তিক নম্বর কত:

৩০ এপ্রিল প্রথমে অর্থাৎ প্রথম দিন পরীক্ষা হবে …… বাংলা প্রথম পত্র।

দ্বিতীয় দিন শুরু হবে …. বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা এ বছর স্বাভাবিক নিয়মেই অনুষ্ঠিত হবে ।

২০২৩ এর এসএসসি পরীক্ষা সকল বিষয়ের উপর অনুষ্ঠিত হবে ও তার মানবন্টন।

২০২৩ এর এসএসসি পরীক্ষা সকল বিষয়ের উপর নেয়া হবে এ ক্ষেত্রে আমরা পরীক্ষার যাবতীয় বিষয় শেয়ার করলাম।

  • এসএসসি পরীক্ষা ২০২৩ এর ক্ষেত্রে যেসকল বিষয়ে ব্যবহারিক নেই সে সকল বিষয় নম্বর হবে …..১০০ অর্থাৎ ব্যবহারিক ছাড়া বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে।
  • বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ……১০০ নম্বরের ।
  • ইংরেজি প্রথম পত্র ও ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে ……১০০ নম্বরের ‌‌।
  • গনিত এর পরীক্ষা হবে……১০০ নম্বরের ।
  • বিজ্ঞান বিষয়ের পরীক্ষা হবে….১০০ নম্বরের।
  • বাংলাদেশে ও বিশ্বপরিচয় ……….১০০ নম্বরের।
  • ধর্ম ও নৈতিক শিক্ষা ………১০০ নম্বরের।
  • পৌরনীতি ও ভূগোল ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি…..…১০০ নম্বরের ।
  • হিসাব বিজ্ঞান…….১০০ নম্বরের ।
  • ব্যবসায় উদ্যোগ, ফিন্যান্স ব্যাংকিং ও অর্থনীতি ……১০০ নম্বরের।

এসএসসি পরীক্ষা ২০২৩ এর রুটিন।

সৃজনশীল রচনামূলক ও বহুনির্বাচনী নম্বর।

সৃজনশীল রচনামূলক থাকবে…….৭০ নম্বরের ।

বহুনির্বাচনী থাকবে ……৩০ নম্বরের।

এখানে শিক্ষার্থীদের আলাদা আলাদা করে পাশ করতে হবে যেমন, সৃজনশীল ৭০ নম্বরের মধ্যে পাশ নম্বর হবে …২৩ এবং বহুনির্বাচনী ৩০ নম্বরের মধ্যে ১০ নম্বর পেতে হবে।

আবার খেয়াল রাখতে হবে যদি কোন শিক্ষার্থী বহুনির্বাচনী পরীক্ষায় পাশ করল এবং সৃজনশীল অর্থাৎ রচনামূলক এ পাশ করে নি তাহলে ঐ বিষয়ে ফেল দেখাবে ।

এস এসএসসি পরীক্ষা ২০২৩ যে সকল বিষয়ের ব্যবহারিক রয়েছে সেগুলোর মানবন্টন:

অর্থাৎ যে সকল বিষয়ের ব্যবহারিক রয়েছে যেমন, পদার্থ বিজ্ঞান এর মানবন্টন হবে ৭৫ নম্বর অর্থাৎ জীববিজ্ঞান,উচ্চতর গণিত, কৃষি শিক্ষা ।

রসায়ন , জীববিজ্ঞান,উচ্চতর গণিত , গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষায় যেখানে সৃজনশীল থাকবে ….৫০ নম্বরের।

বহুনির্বাচনী থাকবে …২৫ নম্বর এবং ব্যবহারিক এ থাকবে …২৫ নম্বর।

সৃজনশীল …৫০ নম্বর এর মধ্যে পাশ নম্বর হবে…১৬.৬৬ নম্বর

এছাড়াও …২৫ নম্বর এর মধ্যে পাশ নম্বর দরকার হবে…..৮ নম্বর।

তবে খেয়াল রাখতে হবে যদি কোন শিক্ষার্থী ও তিনটি অংশের মধ্যে কোন একটি অংশে ফেলে করে তাহলে ঐ শিক্ষার্থীর পুরো বিষয়ে ফেল দেখাবে।

প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা আপনারা আমাদের ব্লগ থেকে এসএসসি ২০২৩ এর সকল বিষয়ের গাইড বই এবং সাজেশন পেতে পারেন বিনামূল্যে তাই অবহেলা না করে আপনারা আমাদের সাথে থাকবেন এসএসসি ২০২৩ এর সকল নতুন নতুন আপডেট পেতে অবশ্যই সাথে থাকবেন এবং কমেন্ট করবেন। আপনাদের সবার পরীক্ষা অনেক অনেক ভালো হোক এই কামনা আমাদের পক্ষ থেকে।

All SSC guide pdf Download korar jonno visit korun amader SSC PDF Download korar post gulate: SSC GUIDE PDF DOWNLOAD

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।