এসএসসি ইংরেজি ১ম পত্র সাজেশন ২০২৩ | SSC English 1st Paper Suggestion

মাহফুজুর রহমান

এসএসসি ইংরেজি ১ম পত্র সাজেশন: আমাদের অনেকেরই ভয় থাকে ইংরেজি পরীক্ষাকে ঘিরে। কিন্তু সঠিক সময়ে প্রস্তুতি ও আগে থেকে প্রশ্ন ধরণ সম্পর্কে ধারনা থাকলে বিষয় সহজ হয়ে উঠে। আমরা সবাই জানি যে, মানুষের সাধ্যের বাহিরে আসলে কোন কিছুই নেই। ইংরেজির প্রতি ভয়ের পিছনে আমাদের যে দুটি কারণ দায়ী তা হলো, ভয় এবং কষ্ট করার মানসিকতা না থাকা। ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা সেটা নিশ্চই নিজের মাতৃভাষার মত এতটা সহজে অর্জন করা যাবে না! তার পিছনে দরকার প্রচুর পরিশ্রম এবং দৃঢ় মনোবল। বিশ্বাস রাখা নিজের প্রতি, তাহলেই আপনি ইংরেজিতে ভালো করতে পারেন।

এসএসসি পরীক্ষায় ইংরেজি ১ম এ মোট ১২ টি প্রশ্ন থাকবে। পূর্ণমান ১০০। সময় ৩ ঘন্টা। নিচে প্রতিটি প্রশ্নের ধরণ ও পূর্ণমান দেয়া হলো।

এসএসসি ইংরেজি পরীক্ষায় প্রশ্নের ধরন ২০২৩

এসএসসি পরীক্ষা ইংরেজি ১মপত্র (English for to day) মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। সময় তিন ঘন্টা। মোট ২টি passage থাকবে।

১া Seen (পাঠ্যবইথেকে)

২া Unseen (পাঠ্যবইয়ের বাহির থেকে,মডেল প্রশ্ন পড়লে অনেক সময় কমন পাওয়া যায়।

আরোও পড়ুন এসএসসি পরীক্ষা সাজেশন:

এসএসসি ইংরেজি ১ম পত্র সাজেশন
এসএসসি ইংরেজি ১ম পত্র সাজেশন

ইংরেজি পরীক্ষার মানবন্টন ২০২৩

১া নম্বর প্রশ্নেঃ  seen পাঠ থেকে কিছু সঠিক উত্তর থাকবে সেগুলোর উত্তর খাতায় লিখতে হবে।প্রতিটি প্রশ্নের মান ১করে।  ১*৭

২।২ নম্বর প্রশ্নে seen রিলেটেড ৫টি প্রশ্ন থাকবে, সেগুলোর উত্তর দিতে হবে। মোট ৫টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ২ করে। ২*৫

৩। একটা  passage থাকবে সাথে একটা Fill in the gap। পেসেজটি পড়ে, তার ভাবর্থ নিয়ে অর্থপূর্ণ শব্দ বসিয়ে ফিলাপ করতে হবে। ৫*১

৪। unseen passage থাকবে। পেসেজ এর উপর ভিত্তি করে ৪,৫,ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। ৪নম্বর প্রশ্নে একটি টেবিল দেয়া থাকবে। টেবিলের উপরের থাকা  সাইন অনুযায়ী টেবিল ফিলাপ করতে হবে।

৫। প্রেসেজটি সামারি লিখতে হবে। অর্থাৎপেসেজটির ভাবার্থ নিজস্ব শব্দে লিখতে হবে। ১*১০

৬। একটি কলাম দেয়া থাকবে। পেসেজটি পড়ে কলাম A,=B=,C অর্থ বুঝে বুঝে মিলাতে হবে। ১*৫

৭। রিয়ারেন্জ অর্থাৎএকটি গল্প দেয়া থাকবে। যেটি উলট-পালট করে দেয়া থাকবে। সেখন থেকে এটিকে ঘটনার ধারাবাহিকতা অনুযায়ী সাজাতে হবে।

৮। একটি পেরেগ্রাফ থাকবে এবং সেটিকম পক্ষে ১৫০শব্দের মধ্যে লিখতে হবে।

৯। কম্প্লিটস্টরি অর্থাৎএকটি গল্পের কিছু অংশ দেয়া থাকবে। বাকি অংশ নিজের মত করে লিখতে হবে। এক্ষেত্রে যদি আপনার গল্প জানা না থাকে, তাহলে ও আপনি  গল্পটিকে আপনার নিজের মত করে সাজিয়ে লিখতে পারবেন।

১০। চার্ট দেয়া থাকবে। অর্থাৎ একটি ফ্লোচার্ট অথবা পাই চার্ট দেয়া থাকবে।সেটাকে কমপক্ষে ১৫০ শব্দের মধ্যে বর্ণনা করতে হবে।

১১।একটিই-মেইল অথবা লেটার থাকবে।

১২। একটি ডায়ল থাকবে।

ইংরেজি এসএসসি পরীক্ষা সিলেবাস ২০২৩

SEEN :

  • good citizens
  • Pastime
  • Events and festivals
  • Are we are
  • Nature and environment
  • Our neighbors
  • People who stand out
  • World heritage
  • Unconventional jobs
  • Dreams
  • Renewable energy
  • Roots
  • Media and modes of e-communication
  • Pleasure and purpose

UNSEEN (গুরুত্বপূর্ণ কিছু)

  • Climate change
  • Traffic jam
  • Flood of Bangladesh
  • Environment
  • Culture
  • Child marriage
  • Education
  • Women empowerment
  • Bangladesh independent
  • Bangabandhu
  •  Rabindranath
  • Air pollution Riskha poller

এসএসসি পরীক্ষা PARAGRAPH সাজেশন ২০২২

  • Air pollution
  • load shading
  • traffic jam
  • Environment pollution
  • flood of Bangladesh
  • A tea stall
  • women empowerment
  • aim in life
  • A school magazine
  • A winter morning
  • our national flag
  • A rainy day
  • A book fair
  • Natural Calamities
  • Drug Addiction
  • Price Hike
  • Importance of Learning English
  • Internet

এসএসসি পরীক্ষা Dialogue সাজেশন ২০২৩

  • Future Plan of Life
  • Benefits of Early Rising
  • How to Improve In English
  • The consequence of Environment Pollution
  • Importance of Reading Newspaper
  • Importance of Tree Plantation
  • Preparation for the SSC Exam
  • Cause of Road Accidents
  • Importance of Learning English

এসএসসি পরীক্ষা E-MAIL OR LETTER সাজেশন ২০২৩

  1. The prize-giving ceremony was held in your school. You won two prizes. The prize gave you a lot of charm. Now, write a letter to your friend giving a short account of the annual prize-giving ceremony of your school.
  2. Suppose, you are Ayesha. Your younger sister Mim does not know the importance of physical exercise. Now, write an email to her describing the importance of physical exercise
  3. Suppose, your father is a govt. service holder who works in Dhaka. Suddenly your mother fell into illness. Now, write a letter to your father informing him of your mother’s illness.
  4. Imagine, you are Salam/ Salma of Bhola Govt High School, Bhola. Your friend Fahim/ Fahima lives at 10, Court Road, Feni. Now, write a letter to your friend congratulating him on his brilliant result.
  5. Imagine, you are Runa. Your bosom friend Ratna wants to know about your preparation for the coming SSC examination. Now, write a letter to your friend about your preparation for the coming SSC examination.
  6. Suppose, you are Arif/ Arifa living at 3/ A. Tikatuli, Dhaka. Your friend Sumon/ Sumona lives at 13/ 3, Ibrahimpur, Jashore. Now, write a letter to your friend telling him/ her about the importance of reading the newspaper.

এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস

এইচএসসি বাংলা দ্বিতীয়পত্র সাজেশন

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।