এসএসসি বাংলা ১ম পত্র সাজেশন ২০২৩ | SSC Bangla 1st Paper Suggestion 2023

আজকের পোস্টটি এসএসসি পরিক্ষার্থী ভাই/বোনদের জন্য  এসএসসি বাংলা ১ম পত্র সাজেশন ২০২৩, SSC Bangla 1st Paper Suggestion , এসএসসি বাংলা ১ম পত্রে প্রশ্নকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এমসিকিউ ও সৃজনশীল।

এই আর্টিকেলটিতে বাংলা ১ম পত্র সাজেশন সম্পর্কে বিস্তারিত গাইড দেওয়া হয়েছে, আপনি যদি পোস্টটি সম্পূর্ণ পড়েন তাহলে এসএসসি পরীক্ষা ২০২৩ এ বাংলা ১ম পত্র সাবজেক্ট আপনার কাছে অনেকটা সহজ হয়ে, তাই কমপ্লিট পড়ে নিজে নিজে আজ থেকে বাসায় পেপারেশন নেওয়া শুরু ইনশাআল্লাহ আপনি পরিক্ষায় অনেক ভালো রিজাল্ট করতে পারবেন।

পরীক্ষার সময় থাকবে তিন ঘন্টা। তার মধ্যে এমসিকিউ বা সঠিক উত্তরের জন্য বরাদ্দ থাকবে ৩০টি প্রশ্ন ৩০মিনিটের মধ্যে উত্তর দিতে হবে। ৩০মিনিট হয়ে গেলে এমসিকিউ এর সময় দেয়াইএমআরনিয়েনিবে। নতুন খাতা দিবে। খাতার উপরে আগের মত করে রেজিষ্ট্রেশন নাম্বার রোল নাম্বার ইত্যাদি লিখতে হবে। সৃজনশীলের ক্ষেত্রে মোট ১১টি প্রশ্ন থাকবে। তবে উত্তর লিখতে হবে যেকোন সাতটি।

তার মধ্যে ক,খ,ও গ বিভাগ থাকবে। প্রতিটি বিভাগ থেকে ২টি এবং শেষে উপন্যাস বিভাগ থেকে একটি মোট সাতটি প্রশ্নের আনসার করতে হবে। ১ম ভাগে অর্থাৎ ক” বিভাগে কবিতা অংশ থেকে ৩টি, খ “বিভাগে গদ্য অংশ থেকে ৩টি, এবং গ” বিভাগে উপন্যাস অংশ থেকে ২টি মোট১১টি প্রশ্ন থাকবে।

এসএসসি নতুন পরীক্ষা সিলেবাস ২০২৩

১. বাংলা ভাষা ও -সাহিত্য কণিকা

এসএসসি পরীক্ষার সাজেশন গদ্যাংশ

এসএসসি পরীক্ষায় গদ্যাংশ যেগুলো বইয়ের মধ্যে রয়েছে। Important গুলো নিচে উল্লেখ করা হয়েছে।

  • প্রত্যপতার
  • ফুলের বিবাহ
  • সুভা
  • দেনা পাওনা
  • বইপড়া
  • অভাগীর স্বর্গ
  • নিরীহ বাঙ্গালি
  • পল্লিসাহিত্য
  • উদ্যম ও প্ররিশ্রম
  • জীবন শিল্পের স্থান
  • আম-আটির ভেপু
  • মানুষ মুহাম্মদ (সঃ)
  • নিমগাছ
  • উপেক্ষিত শক্তির উদ্বোধন
  • শিক্ষা ও মনুষ্যত্ব
  • লাইব্রেরি
  • প্রবাস বন্ধু
  • মমতাদি
  • রহমানের মা
  • পয়লা বৈশাখ
  • বন মানুষ
  • একাত্তরের দিন গুলো
  • স্বাধীনতা আমার স্বাধীনতা
  • বাঁধ
  • আমাদের সংস্কৃতি
  • সাহিত্যের রুপ ও রীতি
  • বাঙলা শব্দ
  • রক্ত ভেজা একুশে
  • নিয়তি
  • তথ্য প্রযুক্তি
এসএসসি বাংলা ১ম পত্র সাজেশন

এসএসসি পরীক্ষা বাংলা ১ম পত্র গদ্য যেগুলো পড়বেন।

  • ফুলের বিবাহ
  • নিয়তি
  • একাত্তরের দিন গুলো
  • স্বাধীনতা আমার স্বাধীনতা
  • দেনা পাওনা
  • পল্লিসাহিত্য
  • উদ্যম ও প্ররিশ্রম
  • নিমগাছ
  • শিক্ষা ও মনুষ্যত্ব
  • লাইব্রেরি
  • আমাদের সংস্কৃতি
  • বন মানুষ
  • রক্ত ভেজা একুশে

এসএসসি পরীক্ষা সাজেশন পদ্যাংশ

এসএসসি পরীক্ষা ২০২৩ পদ্য যেগুলো বইয়ের মধ্যে রয়েছে। Important গুলো নিচে উল্লেখ করা হয়েছে।

  • বন্দনা
  • হামদ
  • বঙ্গবাণী
  • কপোতাক্ষনদ
  • জীবন-সঙ্গীত
  • প্রাণ
  • জুতা-আবিস্কার
  • অন্ধবধূ
  • ঝর্ণার গান
  • ছায়া বাজি
  • জীবন বিনিময়
  • আজসৃষ্টি-সুখেউল্লাসে
  • মানুষ
  • ওমরফারুক
  • সেইদিনএইমাঠ
  • পল্লিজননী
  • একটি কাফি
  • আমার দেশ
  • আশা
  • বৃষ্টি
  • আমি কোন আগুন্তক নই
  • মেদিনের কবিতা
  • পোস্টার
  • রানার
  • তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা
  • অবাক সূর্যদয়
  • আমারপরিচয়
  • বোশেখ
  • চুনিয়াআমারআর্কেডিয়া
  • স্বাধীনতা, এশব্দটিকিভাবেআমাদেরহলো
  • সাহসী জননী বাংলা
  • মিছিল।

এসএসসি পরীক্ষা সাজেশন পদ্য যেগুলো পড়বেন

এসএসসি ২০২৩ পরিক্ষায় বাংলা ১ম পত্রে যে সকল কবিতা আপনি পড়বেন।

  • বন্দনা
  • কপোতাক্ষনদ
  • জীবন-সঙ্গীত
  • জুতা-আবিস্কার
  • অন্ধবধূ
  • জীবন বিনিময়
  • আমার দেশ
  • আমি কোন আগুন্তকনই
  • পল্লিজননী
  • মেদিনের কবিতা
  • তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা
  • অবাক সূর্যদয়
  • সাহসী জননী বাংলা

বাংলা ২য় পত্র

বহুনির্বাচনী প্রশ্নে অর্থাৎ সঠিক উত্তর দিতে হবে ৩০ টি প্রতিটি উত্তরের মান থাকবে ১নম্বর করে।

রচনামুলক প্রশ্নে থাকবে  ৭০ নম্বর

১.অনুচ্ছেদ রচনা=৫নম্বর ( ২ টি প্রশ্ন থাকবে ১ টি উত্তর দিতে হবে)

২. পত্র/দরখাচ/মানপত্র/পত্রিকায় প্রকাশের জন্য ঠিটি = ৫নম্বর(২ টি প্রশ্ন থাকবে ১ টি উত্তর দিতে হবে)

৩. সারাংশ /সারমর্ম = ১০নম্বর (২ টি প্রশ্ন থাকবে ১ টি উত্তর দিতে হবে)

৪. ভাবসম্প্রসারণ= ৫ নম্বর(২ টি প্রশ্ন থাকবে ১ টি উত্তর দিতে হবে)

৫. প্রতিবেদন = ১০ নম্বর (২ টি প্রশ্ন থাকবে ১ টি উত্তর দিতে হবে)

৬. প্রবন্ধ/রচনা লিখন= ১৫ নম্বর(৩টি রচনা থেকে ১টি রচনা লিখতে হবে)

ব্যকরণ ও বাংলা ব্যকরণ ‍সিলেবাস ২০২৩

ভাষা ও ব্যাকরণ

  • ব্যাকরণের ধারণা ও সংজ্ঞা
  • প্রয়োজনীয়তা
  • বাংলা ভাষার রূপরীতি
  • কথ্য ও লেখ্য
  • আঞ্চলিক উপভাষা
  • সাধু ও প্রমিত ভাষারীতি

ধ্বনিবিজ্ঞান

  • বাগযন্থ্র
  • বাংলা স্বর ও ব্যঞ্জনধ্বনির উচ্চারণ প্রক্রিয়া
  • ধ্বনি ও বর্ণ
  • ধ্বনিমূল
  • আনুনাসিক স্বর,অর্ধ-স্বর,ও দ্বি স্বর
  • ধ্বনি পরিবর্তন
  • সন্ধি
  • বাংলা উচ্চারণ নিয়ম
  • বাংলা বানানের নিয়ম

এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস ২০২৩

রুপতত্ত

  • বিশেষ্য, সর্বনাম, অব্যয়,ক্রিয়া বিশেষন,অনুসর্গ

শব্দ গঠন উপায়

  • উপসর্গ, প্রত্যয়,সন্ধি, সমাস,

পদ নির্নয়

  • কারক,বিভক্তি (ক্রিয়ামূল,ক্রিয়া বিভক্তি)

বাক্যতত্ব

  • বাক্যের ধারনা ও সংজ্ঞা
  • বাক্যের বৈশিষ্ট্য
  • আকাঙ্খা, যোগ্যতা,আসক্তি
  • বাক্যের গঠন, সরল যৌগিক, জটিল,
  • বিরাম চিহ্নের ব্যবহার।

বিশিষ্টতার্থক

  1. সামর্থক,ভিন্নার্থক শব্দ
  2. শব্দ সংকোচন
  3. প্রবাদ-প্রবচন
  4. অনুচ্ছেদ রচনা
  5. সারাংশ ও সারমর্ম
  6. ভাবসম্প্রসারণ
  7. পত্র/দরখাস্ত
  8. প্রতিবেদন
  9. প্রবন্ধ

গুরুত্বপূর্ণ পরিচ্ছেদ এসএসসি পরীক্ষা সাজেশন ২০২৩

  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
  • বইমেলা
  • জাদুঘর
  • সুন্দরবন
  • স্বাধীনতা দিবস
  • কম্পিউটার
  • মোবাইলে ফোন

প্রবন্ধ

  • কৃষিকাজে বিজ্ঞান
  • লঞ্চ ভ্রমনের অভিজ্ঞতা
  • একটি ঝড়ের রাত
  • ভাষা আন্দোলন
  • বাংলাদেশের মুক্তিযুদ্ধ
  • বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ
  • বিশ্বকোষ
  • ব্যক্তিগত আ

বাংলা ব্যকরণ ‍এসএসসি পরীক্ষা ‍সিলেবাস ও সাজেশন ২০২৩

  • বাংলা ভাষার পরিচয়
  • উপভাষারপরিচয়
  • বাংলাভাষারগুরুত্ব
  • বাংলা ধ্বনির পরিচয়
  • ধ্বনির উচ্চারণরীতি
  • প্রমিত বাংলা বানানের নিয়ম
  • বাংলা শব্দ পরিচয

শব্দগঠন

  • বাংলা বাক্য পরিচয়
  • প্রমিত উচ্চারণরীতি
  • শব্দ প্রয়োগ
  • বাক্যপ্রয়োগ
  • বাংলা পদ পরিচয়
  • বাংলা বিভক্তি
  • বিরাম চিহ্ন
  • বিশষ্টার্থক শব্দ

আরোও পড়ুন: এসএসসি গনিত সাজেশন ২০২৩

HM Mahfuj

Mahfujur Rahman is the founder of this Blog. He is a Professional Blogger and SEO Expert, who is interested in SEO, Web Programming. If you need any information related to this website, then you can feel free to ask here. It is our aim that you get the best information on this blog.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button