বাংলা সাহিত্য বিষয়ের শর্ট সিলেবাস প্রকাশ করা হয়েছে এসএসসি ব্যাচ 2023 সালের জন্য। এবং এই শর্ট সিলেবাস নিয়ে তোমাদের মধ্যে অনেকেরই নানারকম প্রশ্ন রয়েছে। যে এই বাংলা ১ম পত্র শর্ট সিলেবাসে কয়টি গল্প রয়েছে কিংবা এসএসসি 2023 সালের বাংলা প্রথম পত্র শর্ট সিলেবাসে কয়টি কবিতা রয়েছে ইত্যাদি বিষয় সমুহ। তোমাদের এসএসসি ২০২৩ সালের বাংলা প্রথম পত্র শর্ট সিলেবাস নিয়ে যত রকমের প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর এই আর্টিকেলে পেয়ে যাবা। পাশাপাশি তোমরা তোমাদের বাংলা প্রথম পত্র সিলেবাস পিডিএফ ভার্সন ডাউনলোড করতে পারবা আমাদের এই লেখাটির শেষ পর্যন্ত পড়ার মাধ্যমে।
আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা। কেমন আছো? তোমরা আশা করি তোমরা আল্লাহর রহমতে অনেক বেশি ভালো রয়েছো। আমাদের এই আর্টিকেলটি এসএসসি 2023 ব্যাচ এর জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল। কেননা এই আর্টিকেলে আমি তোমাদের সাথে তোমাদের বাংলা সাহিত্য অর্থাৎ বাংলা প্রথম পত্র বিষয় এর শর্ট সিলেবাস শেয়ার করবো।
তোমাদেরকে জানাবো তোমাদের বইয়ের প্রকাশিত গল্প গুলোর মধ্যে কোন গল্পগুলো তোমাদের এসএসসি ২০২৩ শর্ট সিলেবাসে রয়েছে। পাশাপাশি কোন কবিতাগুলো তোমাদের সিলেবাস রয়েছে এই সকল বিষয়। এই লেখাটির শেষে তোমাদেরকে বলবো তোমরা কিভাবে তোমাদের বাংলা প্রথম পত্র সিলেবাস পিডিএফ ভার্সন ডাউনলোড করতে পারবে।
SSC Bangla 1st 2nd Paper Short Syllabus 2023 | এসএসসি বাংলা ১ম পত্র সংক্ষিপ্ত সিলেবাস ২০২৩
তোমাদের বাংলা সাহিত্য বইটি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা এই বইটি পড়ে তোমরা জানতে পারবে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে। পাশাপাশি আমাদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করার জন্য আমাদের করণীয় কি। পাশাপাশি আমাদের থেকে নিচু শ্রেণীর মানুষদের প্রতি আমাদের কি রকম ব্যবহার হবে ইত্যাদি বিষয়গুলো লেখকগণ অনেক সহজ ভাষায় তোমাদেরকে এই বইয়ের জানানোর চেষ্টা করেছেন। তাই এই বইটি তোমাদের অবশ্যই ভালো করে পড়া উচিত। পাশাপাশি বাংলা প্রথম পত্র অর্থাৎ বাংলা সাহিত্য থেকে তোমাদেরকে 100 মার্কের পরীক্ষা হবে।
SSC 2023 Bangla 1st Paper মান বন্টন
এখন তোমাদের মনে এই প্রশ্ন আসতে পারে যে তোমাদের বাংলা সাহিত্য বিষয়ে ১০০ মার্কের পরীক্ষায় কিভাবে হবে? অর্থাৎ তোমাদের মান বন্টন ঠিক কেমন হবে। তোমাদের ১০০ মার্কের পরীক্ষা হবে ২টি ধাপে। পাশাপাশি এই পরীক্ষার সময়কাল হবে ৩ ঘন্টা। প্রথম ৩০ মিনিটে তোমাদের ৩০ টি এমসিকিউ এর উত্তর দিতে হবে। এই হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে তোমাদের ৭ টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। যার সময়কাল হবে ২ ঘন্টা ৩০ মিনিট।তোমাদের এই ১০০ মার্কের পরীক্ষা দিতে হবে ৩ ঘন্টায় বাংলা সাহিত্য বিষয়ে। আশা করি তোমাদের কীভাবে ১০০ মার্কের পরীক্ষা হবে সেটা বুঝতে পেরেছো।
SSC 2023 Short Syllabus Bangla 1st Paper
• গল্প -> সুভা,বই পড়া,আম আঁটির ভেঁপু,মানুষ মুহম্মদ (স),নিমগাছ, শিক্ষা ও মনুষ্যত্ব, প্রবাস বন্ধু,মমতাদি,একাত্তরের দিনগুলো,সাহিত্যের রূপ ও নীতি
• কবিতা-> বঙ্গবানী,কপোতাঙ্খ নদ,জীবন সংগীত, মানুষ, সেই দিন এই মাঠ,পল্লী জননী,রানার, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, আমার পরিচয়, স্বাধীনতা এ শব্দটি আমাদের কীভাবে হলো
• সহপাঠ-> কাকতাড়ুয়া,বহীপীড়
SSC 2023 Short Syllabus Bangla 1st Paper PDF Download
• SSC Short Syllabus Bangla 1st Paper PDF
SSC 2023 Short Syllabus Bangla 1st Paper নিয়ে আমাদের সর্বশেষ কথা
তোমাদের যদি এসএসসি ২০২৩ সালের বাংলা প্রথম পত্র শর্ট সিলেবাস নিয়ে আর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। আমরা তোমাদের বাংলা সহিত্য শর্ট সিলেবাস নিয়ে মনে থাকা সকল প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
এসএসসি সিলেবাস 2023 বাংলা প্রথম পত্র শর্ট সিলেবাস নিয়ে তোমাদের এই আর্টিকেলটি যদি ভালো লাগে তোমাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে পারো। যাতে তারাও এসএসসি 2023 বাংলা সিলেবাস জানতে পারে এবং ভালো করে পরীক্ষার প্রিপারেশন নিতে পারে। এরকম আরো গুরুত্বপূর্ণ টপিকে আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট আবারও ভিজিট করতে পারো। ধন্যবাদ।
- ২০২৩ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস | SSC Short Syllabus 2023 PDF Download
- এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ২০২৩ মানবিক বিভাগ | SSC Short Syllabus Humanities PDF
- SSC Math Short Syllabus 2023 PDF Download | এসএসসি গণিত নতুন সংক্ষিপ্ত সিলেবাস ২০২৩
- SSC Short Syllabus English 2nd Paper 2023 | এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্র এর সংক্ষিপ্ত সিলেবাস ২০২৩
- SSC Short Syllabus English 1st Paper 2023 (PDF) এসএসসি পরীক্ষার সিলেবাস ইংরেজি ১ম পত্র
এসএসসি সকল গাইড পিডিএফ ডাউনলোড | SSC All guide PDF Download
এসএসসি সকল গাইড পিডিএফ ডাউনলোড করতে ভিজিট করুন: SSC All subjects guide PDF Download