২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ও নম্বর পরিবর্তন

২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ও নম্বর পরিবর্তন

২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ও নম্বর পরিবর্তন প্রসঙ্গে: ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার কীভাবে হবে কখন হব, সবগুলো বিষয় এ হবে নাকি সংক্ষিপ্ত সিলেবাসে হবে এবং পূর্ণ সময় ও পূর্ণমার্ক এ হবে কিনা এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি ছাত্র-ছাত্রী ও প্রতি অভিযোগ অভিভাবক এবং সবার জন্য।

২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ও নম্বর পরিবর্তন:

  • শিক্ষা মন্ত্রী , জানিয়েছেন 2023 সালের এসএসসি ,দাখিল ও সমমানের পরীক্ষা 2022 সালের যে পরীক্ষা গুলো হবে সেই পরিক্ষা গুলোর ঘোষিত সিলেবাস অনুযায়ী হবে।
  • 2023 সালের এইচএসসি ও আলিম এবং সম্মানের পরীক্ষা গুলো 2022 সালের ঘোষিত 180 কর্মদিবসের যে পূনবিন্যাসকৃত পাঠ্যসূচি সেই পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

2023 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার কখন হবে।

এসএসসি ও দাখিল এবং সম্মানের পরীক্ষা এপ্রিল মাসে এবং এইচএসসি ও আলিম এবং সমমানের পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে।

All SSC guide pdf Download korar jonno visit korun amader SSC PDF Download korar post gulate: SSC GUIDE PDF DOWNLOAD

এসএসসি ও এইচএসসি সমমানের সকল‌ পরীক্ষা গুলো হবে সকল বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসে হবে ।

  • শিক্ষা মন্ত্রী ডা দিপু বলেছেন,এসএসসি ও এইচএসসি পরীক্ষা সকল বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসে হবে তবে সবগুলো বিষয় 2022 সালের মত সংক্ষিপ্ত সিলেবাসে হবে ।
  • শিক্ষা মন্ত্রী বলেন করোনা পরিস্থিতির কারনে দীর্ঘ দিন স্কুল বন্ধ রয়েছে এমনকি স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়ে পড়ায় 2023, সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা পুরো সিলেবাসে হচ্ছে না।তাদের যে নির্ধারিত ক্লাস সেই ক্লাস গুলোতে পুরো সিলেবাস সম্পূর্ণ করা যাবেনা তাই 2023 সালে ও সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে।
  • লিখিত পরীক্ষা পুরো দমে হবে এবং সব বিষয়ে হবে বলে শিক্ষা মন্ত্রী ডা দিপু মনি জানিয়েছেন।
  • শিক্ষা মন্ত্রী বলেন ,প্রতি সপ্তাহে নতুন শিক্ষা ক্রমে ফিডব্যাক দেওয়া হবে এবং তার উপরে পরিমার্জন ও পরিশীলিত হবে 2023 সালের নতুন শিক্ষা পদ্ধতিতে।
  • আরেকটি বিষয় হচ্ছে 2023 সালে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে এবং 2024 সালে অষ্টম ও নবম শ্রেনীতে নতুন কারিকুলাম এ শিক্ষা পদ্ধতি চালু হবে।

২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে প্রতি বিষয়ে অনুষ্ঠিত হবে এবং 2022 এর পরীক্ষার মতন সংক্ষিপ্ত সিলেবাসে হবে।

এইচএসসি পরীক্ষা ২০২২ কত নম্বর পেলে পাস করবে বা A+পাবেন

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।
Exit mobile version