২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ও নম্বর পরিবর্তন

২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ও নম্বর পরিবর্তন প্রসঙ্গে: ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার কীভাবে হবে কখন হব, সবগুলো বিষয় এ হবে নাকি সংক্ষিপ্ত সিলেবাসে হবে এবং পূর্ণ সময় ও পূর্ণমার্ক এ হবে কিনা এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি ছাত্র-ছাত্রী ও প্রতি অভিযোগ অভিভাবক এবং সবার জন্য।

২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ও নম্বর পরিবর্তন:

  • শিক্ষা মন্ত্রী , জানিয়েছেন 2023 সালের এসএসসি ,দাখিল ও সমমানের পরীক্ষা 2022 সালের যে পরীক্ষা গুলো হবে সেই পরিক্ষা গুলোর ঘোষিত সিলেবাস অনুযায়ী হবে।
  • 2023 সালের এইচএসসি ও আলিম এবং সম্মানের পরীক্ষা গুলো 2022 সালের ঘোষিত 180 কর্মদিবসের যে পূনবিন্যাসকৃত পাঠ্যসূচি সেই পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

2023 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার কখন হবে।

এসএসসি ও দাখিল এবং সম্মানের পরীক্ষা এপ্রিল মাসে এবং এইচএসসি ও আলিম এবং সমমানের পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে।

All SSC guide pdf Download korar jonno visit korun amader SSC PDF Download korar post gulate: SSC GUIDE PDF DOWNLOAD

এসএসসি ও এইচএসসি সমমানের সকল‌ পরীক্ষা গুলো হবে সকল বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসে হবে ।

  • শিক্ষা মন্ত্রী ডা দিপু বলেছেন,এসএসসি ও এইচএসসি পরীক্ষা সকল বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসে হবে তবে সবগুলো বিষয় 2022 সালের মত সংক্ষিপ্ত সিলেবাসে হবে ।
  • শিক্ষা মন্ত্রী বলেন করোনা পরিস্থিতির কারনে দীর্ঘ দিন স্কুল বন্ধ রয়েছে এমনকি স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়ে পড়ায় 2023, সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা পুরো সিলেবাসে হচ্ছে না।তাদের যে নির্ধারিত ক্লাস সেই ক্লাস গুলোতে পুরো সিলেবাস সম্পূর্ণ করা যাবেনা তাই 2023 সালে ও সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে।
  • লিখিত পরীক্ষা পুরো দমে হবে এবং সব বিষয়ে হবে বলে শিক্ষা মন্ত্রী ডা দিপু মনি জানিয়েছেন।
  • শিক্ষা মন্ত্রী বলেন ,প্রতি সপ্তাহে নতুন শিক্ষা ক্রমে ফিডব্যাক দেওয়া হবে এবং তার উপরে পরিমার্জন ও পরিশীলিত হবে 2023 সালের নতুন শিক্ষা পদ্ধতিতে।
  • আরেকটি বিষয় হচ্ছে 2023 সালে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে এবং 2024 সালে অষ্টম ও নবম শ্রেনীতে নতুন কারিকুলাম এ শিক্ষা পদ্ধতি চালু হবে।

২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে প্রতি বিষয়ে অনুষ্ঠিত হবে এবং 2022 এর পরীক্ষার মতন সংক্ষিপ্ত সিলেবাসে হবে।

এইচএসসি পরীক্ষা ২০২২ কত নম্বর পেলে পাস করবে বা A+পাবেন

shaheda

I'm a proud member of scholarsme. Content Writer and SEO Expert, I completed my graduation in Political science, and I love to share university suggestions and scholarship information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button