শ্রীকান্ত ওয়েব সিরিজ দেখার নিয়ম | Srikanto Web Series | Srikanto Movie Dekar Niom

শ্রীকান্ত ওয়েব সিরিজ দেখার নিয়ম | Srikanto Web Series

শ্রীকান্ত ওয়েব সিরিজ দেখার নিয়ম, Shrikanto Web Series: শ্রীকান্ত ওয়েব সিরিজটি নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে নেট জগতে এর কারণ সিরিজটির গল্প নেওয়া হয়েছে শরৎচন্দ্রের শ্রীকান্ত বইটি থেকে। শ্রীকান্ত ওয়েব সিরিজ নির্মান করছেন সানি ঘোষ। ওয়েব সিরিজটিতে শ্রীকান্তের চরিত্রে অভিনয় করেছেন ঋষভ বসু (Rishav Bosu) রাজলক্ষ্মীর ভূমিকায় ছিলেন সোহিনী সরকার (Shuhini Sarkar) এছাড়া গল্পের আরো একটি গুরুত্বপূর্ণ অভয়া চরিত্রে ছিলেন মধুমিতা সরকার।

শরৎচন্দ্রের শ্রীকান্ত বইটি ছিল ক্লাসিক একটি উপন্যাস যা বর্তমানের সাথে অনেক ফারাক বললেই চলে সেই উপন্যাস থেকে সানি ঘোষ নির্মাণ করেছেন শ্রীকান্ত। শ্রীকান্ত ওয়েব সিরিজ গল্পের নতুন কাহিনী সৃষ্টি হয়েছে বলে দাবি করেন অনেকেই। এর অবশ্য অনেক কারণ রয়েছে যেমন শরৎচন্দ্রের বইটিতে শ্রীকান্তের চরিত্রগত দিক থেকে শুরু করে রাজলক্ষ্মীর বাল্যকালের প্রেমিকের কোনো মিল দেখা যায়নি ওয়েব সিরিজে। আপনি যদি আধুনিক জগৎ এর সাথে তাল মিলিয়ে গল্পটা দেখেন তাহলে আপনার জন্য পারফেক্ট কিন্তু শরৎ চন্দ্রের উপন্যাসের সাথে শ্রীকান্ত মিলাতে গেলে হতাশই হবেন।

শ্রীকান্ত ওয়েব সিরিজ | শ্রীকান্ত মুভি | Srikanto web series | Srikanto movie

শ্রীকান্ত ওয়েব সিরিজ মুক্তি পায় ১৪ এপ্রিল ২০২২ এ
এই ওয়েব সিরিজের পরিচালক হচ্ছেন সানি ঘোষ। তিনি শ্রীকান্ত গল্পটি নেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর শ্রীকান্ত উপন্যাস থেকে। শ্রীকান্ত করার আগেও শরৎ চন্দ্রের আরো একটি উপন্যাস থেকে সানি ঘোষ ওয়েব সিরিজ করেছিল আর সেটাতে ভালোই সাড়া ফেলেছিল দর্শকের সেই ধারাবাহিতা রক্ষার্থেই সানি ঘোষ আবার শরৎচন্দ্রের উপন্যাস থেকে ওয়েব সিরিজ করে যা ব্যবসা সফল হলেও অনেক সমালোচনার মুখেও পড়েছে এই সিরিজটি। তবে ওয়েব সিরিজটি নিয়ে দর্শকরা বেশ সন্তুষ্ট বলেও দাবি করতে শুনা গেছে সানি ঘোষকে।

শ্রীকান্ত ওয়েব সিরিজের গল্প | শ্রীকান্ত মুভির গল্প | Story of Srikanto web series | Srikanto movie story

বর্তমান সময়ের দৃশ্যপট দেখা গেছে শ্রীকান্ত ওয়েব সিরিজে। শ্রীকান্ত ওয়েব সিরিজের গল্পটি টাইম লাইনের উপর ভিত্তি করে এগিয়ে গেছে। এক কিশোর ছেলের প্রথম প্রেমের গল্প দেখা গেছে সিরিজটিতে। মুখ্য চরিত্রই ছিল শ্রীকান্ত তাকে ঘিরেই তৈরি এই ওয়েব সিরিজটি।

গল্পে দেখা গেছে অবাধ্য শ্রীকান্তকে তার বাবা কলেজ পড়ুয়া একজন টিচার এর কাছে পড়তে দিয়ে যান। টিনিজার শ্রীকান্ত তার টিচারের প্রেমে অর্থাৎ রাজলক্ষ্মীর প্রেমে হাবুডুবু খায় কিন্তু কখনো বলতে পারেনি তা। একদিন শ্রীকান্ত রাজলক্ষ্মীকে তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখে ফেলে। এভাবেই আগাচ্ছিল গল্পটি সেদিন এর পর আরো একবার সে রাজলক্ষ্মীকে মনের কথা বলতে যায় কিন্তু রাজলক্ষ্মীর বাবার বদলিতে তারা চলে যায় অন্য জায়গায়। শ্রীকান্ত অনেক খুঁজেও আর পায়নি রাজলক্ষ্মীকে। অনেক বছর পর আবারও তাদের দেখা হয়। পরে কী হয়েছিল তা জানতে হলে পুরো সিরিজ দেখতে হবে আপনাদের।

শরৎ চন্দ্রের শ্রীকান্ত উপন্যাস | Srikanto novel by Sarat Chandra

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর শ্রীকান্ত উপন্যাসটি ছিল সরল সাবলীল এবং এক বাল্যকালের প্রেমের গল্পের পরিণতির গল্প যা পড়লে এক প্রকার মায়ায় জড়িয়ে যাওয়া যায় গল্পের প্রতিটি চরিত্রের সাথে। শরৎ চন্দ্রের শ্রীকান্ত উপন্যাসে রাজলক্ষ্মী ৮-৯ বয়সে এক বালকের প্রেমে পড়েছিল কিন্তু কখনো সেটা বলতে পারেনি সে হারিয়ে ফেলে এক সময় তার বাল্যকালের প্রেমিককে। হঠাৎ একদিন কুমার বাহাদুরের শিকার পার্টিতে দেখে চিনে নিয়েছিল তার বাল্যকালের প্রেমিককে। কিন্তু অন্যদিকে শ্রীকান্ত ওয়েব সিরিজের গল্পটি শরৎ চন্দ্রের উপন্যাস থেকে নিলেও দুইটি গল্পে ছিল ব্যাপক ভিন্নতা।

পাঠান মুভি রিলিজ ডেট, বাজেট, শাহরুখ খানের পাঠান মুভি দেখার নিয়ম

শ্রীকান্ত ওয়েব সিরিজের গান | শ্রীকান্ত মুভির গান | Srikanto Web Series Song | Srikanto movie song

শ্রীকান্ত ওয়েব সিরিজে মোট সাতটি গান রয়েছে এর মধ্যে প্রত্যেকটি গানই জনপ্রিয়তা পেয়েছে। গানগুলো হচ্ছে

  1. আমাকে নাও | Amake Nao
  2. ও রাধে ও রাধে | O Radhe O Radhe
  3. আলোতে চল | Alote Chol
  4. পাবো কী পাবো না | Pabo ki Pabo na
  5. ক্ষেপা | Khayapa
  6. এ মলাট এ রাজ্যপাট | E Molat E Rajyopat
  7. ন্যাকা কবিতা | Nyaka Kobita

সাতটি গানই জনপ্রিয়তা পেলেও বেশি শুনা গেছে আমাকে নাও গানটি।

মায়াশালিক ডাউনলোড কিভাবে করবেন?

শ্রীকান্ত ওয়েব সিরিজ ডাউনলোড নিয়ম | Srikanto Web Series Download Rules

শ্রীকান্ত ওয়েব সিরিজটি মুক্তি পাওয়ার অনেকদিন পরও এর আগ্রহের কমতি দেখা যায়নি মুভি প্রেমিদের মাঝে। মুক্তি পাবার পর থেকে এখনও শ্রীকান্ত ওয়েব সিরিজটি নিয়ে বেশ আগ্রহ দেখা যায় সকলের মাঝে। যারা দেখেননি সিরিজটি তারা জানতে চেয়েছেন কীভাবে দেখবেন সিরিজটি। আজকে আমাদের আর্টিকেলটি তাদের জন্য যারা এখনও শ্রীকান্ত মুভিটি দেখতে পাননি। আমরা আপনাকে লিংক দিয়ে দিচ্ছি শ্রীকান্ত সিরিজের সেই লিংকে প্রতিটি সিরিজ একসাথে থাকবে। আপনি নিচের দেওয়া লিংকটি কপি করে যেকোনো ওয়েব সাইটে ব্রাউজ করলেই দেখে নিতে পারবেন খুব সহজে বা ডাউনলোড করতে পারবেন।

শ্রীকান্ত ওয়েব সিরিজ সারসংক্ষেপ | শ্রীকান্ত মুভি সারসংক্ষেপ | Srikanth Web Series Summary | Srikanto Movie Summary

শ্রীকান্ত মুভিটি ব্যবসা সফল একটি ওয়েব সিরিজ যা বলেছেন শ্রীকান্ত ওয়েব সিরিজের পরিচালক নিজে। ওয়েব সিরিজে অভিনয় করেছেন ঋষভ বসু, সোহিনী সরকার, মধুমিতা এছাড়া আরো অনেকেই। তাদের দুর্দান্ত অভিনয়ে ওয়েব সিরিজটির জনপ্রিয়তা পেয়েছে দ্বিগুন। শ্রীকান্তের গল্পটি সানি ঘোষ নিয়েছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর শ্রীকান্ত উপন্যাস থেকে। কিন্তু দুইটি গল্পে বিস্তর ফারাক ছিল। শরৎচন্দ্রের গল্পটি ছিল ক্লাসিক একটি গল্প আর সানি ঘোষ পরিচালিত শ্রীকান্ত ওয়েব সিরিজের গল্পটি নির্মাণ হয়েছে বর্তমানের আধুনিক সকল দৃশ্যপট নিয়ে। তবে বলাই যাই দুইটি দুই রকমের গল্প এবং সময় উপযোগী গল্প সানি ঘোষের শ্রীকান্ত ওয়েব সিরিজ।

আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের। আশা করি আজকের আর্টিকেল থেকে আপনারা উপকৃত হবেন এবং যারা শ্রীকান্ত মুভিটি দেখতে পারেনি তারা আজকে আমাদের আর্টিকেল থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন শ্রীকান্ত ওয়েব সিরিজটি।

পুষ্পা মুভি দেখার নিয়ম

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version